Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Government Scholarship: মোবাইল কেনার টাকার পাশাপাশি পড়ুয়ারা পাবে ১২ হাজার টাকা, এই শর্তে

Advertisements
Advertisements

WB Government Scholarship: ছাত্রছাত্রীদের জন্য মিললো বড়সড় সুখবর! মাধ্যমিক পাশের পর মিলবে ১২ হাজার টাকা। কিন্তু কিভাবে? আর কেনই বা এই টাকা দেওয়া হবে জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। ইতিমধ্যেই সকলে জানেন নিশ্চই রাজ্যের স্কুল পড়ুয়াদের জন্য রাজ্য বাজেটে বড় ঘোষণা করেছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।

Advertisements

আর সেই ঘোষণায় তিনি জানিয়েছেন যে, মাধ্যমিক পাশের পর থেকেই পড়ুয়ারা ট্যাব অথবা মোবাইল কেনার জন্য ১০ হাজার টাকা পাবেন। আর সেই প্রকল্প ‛তরুণের স্বপ্ন প্রকল্প’ নামে পরিচিত। আর এবার তার সঙ্গেই আবার ১২ হাজার টাকা করে স্কলারশিপ দেবেন মমতা সরকার। আর যা ঐক্যশ্রী স্কলারশিপ নামে পরিচিত।

কেন ঐক্যশ্রী স্কলারশিপ দেওয়া হবে?

এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে, আমাদের দেশে যেমন মেধাবী শিক্ষার্থীর সংখ্যা কম নেই, তেমনই আর্থিক দিক দিয়ে দুঃস্থ মানুষও রয়েছে প্রচুর। আর তাই এই আর্থিকতার কারণে মেধাবী পড়ুয়ারা পড়াশোনার দিক দিয়ে সেভাবে এগোতে পারেনা। আর সেই কারণে রাজ্য সরকারের তরফ থেকে এমন একটি স্কলারশিপের ব্যবস্থা করা হয়েছে। যাতে পড়ুয়াদের বই-পত্র থেকে শুরু করে পরীক্ষায় বসার ফি কোনো কিছুর জন্যই আর চিন্তায় না পড়তে হয়।

আরও পড়ুন: রাজ্যে সহায়ক ও ক্লার্ক পদে কর্মী নিয়োগ, মাসে মাইনে ২৫,৫০০/-

কারা ঐক্যশ্রী স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন?

এক্ষেত্রে জানিয়ে রাখি যে, যেসব পড়ুয়ারা হোস্টেল থেকে পড়াশোনা করেছেন এমনকি যারা বাড়িতে থেকে পড়াশোনা করেছেন এমন দু ধরণের পড়ুয়ারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবেন।

কারা কত টাকা করে পাবেন?

যারা বাড়িতে থেকে পড়াশোনা করেছেন তারা মোট ১০,২০০ টাকা করে পাবেন। যারমধ্যে এডমিশন ফি ও টিউশন ফি ৭ হাজার ৭০০ টাকা। আর মেইন এলাউন্স হিসেবে দেবে ২,৫০০ টাকা।

আর যারা হোস্টেলে থেকে পড়াশোনা করছেন তারা ১১,৯০০ টাকা করে পাবেন। যেখানে টিউশন ফি হিসেবে ৭,৭০০ টাকা দেওয়া হবে। আর মেইন এলাউন্স হিসেবে দেবে ৪,২০০ টাকা।

আরও পড়ুন: বাড়িতে বসে থাকলে রেশন কার্ড বাতিল! এমনই সিদ্ধান্ত নিল সরকার

ঐক্যশ্রী স্কলারশিপ-এ আবেদন করতে গেলে কি কি যোগ্যতা প্রয়োজন?

যারা এই ঐক্যশ্রী স্কলারশিপ প্রকল্পে আবেদন করতে চাইছে তাদের কিছু যোগ্যতা লাগবে। আর তা হল-

  1. ছাত্র ছাত্রীকে এই রাজ্যের বাসিন্দা হতে হবে।
  2. মাধ্যমিকে ৫০ শতাংশ নম্বর পেতে হবে।
  3. যারা এখনও পড়াশোনার মধ্যে আছে তারাই কেবলমাত্র এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।
  4. ছাত্র-ছাত্রীরা পারিবারিক আয় ২ লক্ষ টাকার মধ্যে হতে হবে।
  5. ছাত্র ছাত্রীকে সংখ্যালঘু সম্প্রদায় যেমন-মুসলিম, খ্রিস্টান, শিখ, বৌদ্ধ পার্সি এবং জৈন এই ৬টি সম্প্রদায়ের মধ্যে হতে হবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।