Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Passport Seva: পাসপোর্ট করা এখন বিরাট সহজ, এত টাকা দিয়ে পেয়ে যাবেন

Advertisements
Advertisements

Passport Seva: দেশে হোক বা বিদেশে ঘোরার শখ মানুষের চিরকালের। আর এই স্বপ্ন নিয়েই মানুষজন ঘুমাতে যায়। আর কিছু কিছু জায়গায় ঘুরতে গেলে তো পাসপোর্ট লাগে। তবে, আগে পাসপোর্ট করতে গেলে অনেক ঝক্কি, ঝামেলা পোহাতে হয়। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে পাসপোর্ট করা খুবই সহজ। অনলাইনের মাধ্যমে নিমেষেই আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। কিন্তু কিভাবে আবেদন করবেন? আবেদন করতে কত টাকা লাগবে চলুন একনজরে জেনে নেওয়া যাক।

Advertisements

অনলাইনে কিভাবে পাসপোর্টের জন্য আবেদন করবেন?

  1. প্রথমেই আপনাকে পাসপোর্ট সেবা অনলাইন পোর্টালে (www.passportindia.gov.in) নাম নথিভুক্ত করতে হবে।
  2. এরপর লগ ইন আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করুন।
  3. তারপর Apply for Fresh passport অপশনে ক্লিক করুন।
  4. এবার প্রয়োজনীয় যাবতীয় তথ্য পূরণ করে জমা দিতে হবে।
  5. তারপর পাসপোর্টের জন্য প্রয়োজনীয় টাকা জমা দিয়ে নিজের সুবিধে মত অ্যাপয়েন্টমেন্ট বুক করে নিন।
  6. এরপর Print Application-এ ক্লিক করে সেই পিডিএফ ফাইলটি নিজের কাছে রাখুন। আপনার মোবাইলেও একটি এসএমএস আসবে। এমনকি অ্যাপয়েন্টমেন্টে সেই এসএমএসও আপনি দেখাতে পারবেন।
  7. এসব হয়ে যাওয়ার পর নিজের যাবতীয় নথিপত্র সহ পাসপোর্ট সেবা কেন্দ্র বা রিজিওনাল পাসপোর্ট অফিসে যেতে হবে। তবে, সব আসল নথিপত্র নিয়ে যাবেন।

পাসপোর্ট করতে কত টাকা খরচ হয়?

কেউ যদি নতুন করে পাসপোর্ট করতে চান তাহলে ১৮ বছরের নিচে ব্যক্তিদের ক্ষেত্রে ৩৬ পাতার একটি পাসপোর্ট করতে ১০০০ টাকা খরচ হয়। তবে, এই একই পাতার ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধে ব্যক্তিদের ক্ষেত্রে ১৫০০ টাকা খরচ হবে। আর ৬০ পাতার ক্ষেত্রে ২০০০ টাকা খরচ পড়বে।

আরও পড়ুন: অবিবাহিত, বিধবা ও ডিভোর্সড মেয়েরা পাবেন এই সুবিধা, বড় ঘোষণা করল সরকার

পাসপোর্ট হারিয়ে গেলে কত টাকা খরচ পড়বে?

কোন কারণে যদি আপনার পাসপোর্ট হারিয়ে যায় তাহলে ৩৬ পাতার পাসপোর্ট নিতে ৩০০০ টাকা খরচ পড়বে। আর ৬০ পৃষ্ঠার জন্য খরচ পড়বে ৩৫০০ টাকা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।