Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Marriage Rules: হিন্দু বিবাহ রীতি মেনে বিয়ে না করলে বিয়ে বাতিল, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট

Advertisements
Advertisements

Marriage Rules: বর্তমান সময়ে আমরা আধুনিক সমাজে বাস। আর এই আধুনিক সমাজে সবকিছু যেমন উন্নত তেমনই আবার সবকিছুই অতি আধুনিক। আর যা সম্পর্কের ক্ষেত্রেও চলে এসেছে। আর তাইতো এখন লিভ-ইনের মতো বিষয়টিকেও মানুষজন অতি সহজেই মেনে নেয়। এমনকি রেজিস্ট্রির মাধ্যমে বিবাহ সম্পূর্ণ করে। তবে তেমনটা আর হবে না।

Advertisements

সম্প্রতি এই বিষয়ে সুপ্রিম কোর্টের (Supreme Court) তরফে জারি হয়েছে একটি নির্দেশিকা। বিবাহ সংক্রান্ত এক মামলায় সুপ্রিম কোর্টের বিচারপতি বিভি নাগরত্ন ও অগাস্টিন জর্জ মাসিহের ডিভিশন বেঞ্চ জানিয়েছেন যে, হিন্দু বিয়ে মানেই কেবলমাত্র নাচগান-খাওয়া দাওয়া নয়। এমনকি পনের প্রসঙ্গ তো আসবেই না। যা ভারতীয় দন্ডবিধি অনুযায়ী আইনত অপরাধ। বিচারপতিরা স্পষ্ট জানিয়ে দেয় যে, শুধুমাত্র রেজিস্ট্রি ম্যারেজ করলেই হবে না। যথাযথভাবে সাত পাকে ঘুরে বিয়ে করাই হিন্দু বিয়ে।

আরও পড়ুন: অবিবাহিত, বিধবা ও ডিভোর্সড মেয়েরা পাবেন এই সুবিধা, বড় ঘোষণা করল সরকার

আর সেই সঙ্গেই সামাজিক রীতিনীতি মেনে হবে বিয়ের যাবতীয় সামাজিক অনুষ্ঠান। যতক্ষণ পর্যন্ত তা না হবে ততক্ষণ সেটিকে বিয়ে বলে গণ্য করা হবে না। এই বিষয়ে সুপ্রিম কোর্টের তরফ থেকে আরও বলা হয়েছে যে, যখন বর-কনে মিলে অগ্নিকে সাক্ষী রেখে বিয়ে করে এমনকি সমস্ত নিয়ম কানুন মানে তখনই সেটিকে বিবাহ বলে মানা হয়। যেই বিয়েতে সামাজিক নিয়ম মানা হয়না তা বিয়ে বলে গ্রহণযোগ্য নয়।

এমনকি বিচারপতিদের মতে এই সামাজিক বিয়ের যথেষ্ঠ প্রমান রাখা উচিত। যাতে ভবিষ্যতে এই নিয়ে কোন সংশয়ে না পরতে হয়। আর এর থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে যে, বিচারপতিরাও আইনি বিয়ের চেয়ে ধর্মীয় তথা সামাজিক বিয়েকেই বেশি প্রাধান্য দিচ্ছেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।