Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Electricity Bill Reducing Tips: গরমে কারেন্টের বিল অর্ধেক হয়ে যাবে, মেনে চলুন এই টিপস

Advertisements
Advertisements

Electricity Bill Reducing Tips: যতদিন যাচ্ছে ততই মানুষ উন্নত হচ্ছে। আর উন্নতির সাথে সাথে বাড়ছে বিভিন্ন টেকনোলজির ব্যবহার। আগেকার দিনে একটি বাড়িতে টিভি থাকাই ছিল বিশাল আশ্চর্যের ব্যাপার। কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে বলতে গেলে প্রায় প্রতিটি বাড়িতেই স্মার্ট টিভি থেকে শুরু করে ফ্রিজ, এসি, গিজার, ওয়াশিং মেশিন, চিমনি, মাইক্রোওভেন সহ আরও নানান ধরণের ইলেকট্রনিক জিনিসপত্র থাকে।

Advertisements

Electricity Bill Reducing Tips

আর এসব জিনিস প্রতিদিন চালালে তো বিদ্যুৎ খরচ হবেই। তবে, তারই মধ্যে আজ আপনাদের সঙ্গে এমন ৫টি টিপস শেয়ার করবো যেগুলি মেনে চললে কিছুটা হলেও বিদ্যুৎ সাশ্রয় হবে। চলুন একনজরে জেনে নেওয়া যাক সেগুলি কি কি?

সুইচ অফ রাখা: অনেকেই আছেন ঘর থেকে বেরনোর সময় সুইচ অফ করতে ভুলে যান। এমনটি যদি হয়ে থাকে তাহলে বলবো আজই এই অভ্যাস পাল্টে ফেলুন। কেননা, লাইট থেকে শুরু করে ইলেকট্রনিক গেজেড সহ ফোনের চার্জার এমনকি ল্যাপটপও বিদ্যুৎ বিল বাড়িয়ে দেয়। তাই জিনিস ব্যবহার হয়ে যাওয়ার পর সুইচ বন্ধ রাখাই শ্রেয়।

পুরোনো যন্ত্রপাতি: অনেকসময় দেখা যায় যে, পুরোনো যন্ত্রপাতি আমাদের মাসিক বিদ্যুতের বিল বাড়িয়ে দেয়। আর তাইতো চেষ্টা করবেন পুরোনো যন্ত্রপাতি সরিয়ে ৫ স্টার যন্ত্রপাতি আনতে। এগুলো বিদ্যুতের বিল বাঁচাতে সাহায্য করে।

পিসি ও চার্জার বন্ধ রাখা: বিদ্যুৎ সাশ্রয় করতে কম্পিউটারে কাজ করার পর সুইচ বন্ধ করে রাখুন। এমনকি মোবাইলে চার্জ দেওয়া হয়ে গেলেও সুইচ অফ করে দিন। কেননা, আপনার এই ছোট ছোট ভুলে অনেকটা বিদ্যুৎ খরচ হয়।

আরও পড়ুন: লোন পরিশোধের পর চেয়ে নেবেন এই কাগজ, নইলে ভুগতে হতে পারে!

এসির সেটিংস: বর্তমান সময়ে দাঁড়িয়ে প্রায় প্রতিটি মানুষের বাড়িতেই এসি আছে। আর এসি চালানো মানেই হু হু করে ওঠে বিদ্যুৎ। তবে, আপনি যদি বিদ্যুৎ সাশ্রয় করতে চান তাহলে আপনি এসিকে ২৪ ডিগ্রি অটোমেটিক মোডে চালিয়ে রাখুন। তারফলে এসি ঘরের তাপমাত্রা অনুযায়ী সঠিক ব্যালেন্সে চলবে।

বাল্ব পরিবর্তন: আপনি কি জানেন প্রচলিত বাল্বের তুলনায় এলইডি বাল্বগুলি কম বিদ্যুৎ খরচ করেও খুব ভালো আলো দেয়। তাই বিদ্যুৎ সাশ্রয় করতে চাইলে আপনিও এই বাল্ব লাগাতে পারেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।