Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Notice For WB Govt Employees: রাজ্যে জারি কড়া নির্দেশ, ভোট চলাকালীন সরকারি কর্মীদের সমস্ত ছুটি বাতিল

Advertisements
Advertisements

Notice For WB Govt Employees: বিপাকে রাজ্যের সরকারি কর্মীরা! নববর্ষের আগে জারি হল নয়া নির্দেশিকা। আর সেই নিয়ে শুরু হয়েছে অসন্তোষ। সামনেই লোকসভা নির্বাচন। আর সেই কারণে অনেক জায়গায় সরকারি প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। তবে, এই ভোটের ডিউটি থেকে রেহাই থেকে অনেক সরকারি কর্মী প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন। তবে, তারই মধ্যে এক নয়া নির্দেশিকা জারি হয়েছে। কিন্তু কি সেই নির্দেশিকা জানেন কি?

Advertisements

ইতিমধ্যেই বহু জায়গায় ভোট উপলক্ষে প্রশিক্ষণ শুরু হয়ে গিয়েছে। আর তার মাঝেই বীরভূমের জেলা প্রশাসন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে বলা হয়েছে যে, কোন সরকারি কর্মচারী যদি তার অসুস্থতা দেখিয়ে ভোটের ডিউটি থেকে সরে দাঁড়ান তাহলে সেই ব্যক্তি অফিসের কাজেও নিযুক্ত হতে পারবেন না। বরং সেই সরকারি কর্মীর জমে থাকা ছুটি খরচ করতে হবে। আর পর্যাপ্ত ছুটি যদি না থাকে তাহলে সেক্ষেত্রে ওই সরকারি কর্মচারীর বেতন কাটা হবে।

আরও পড়ুন: রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন ১৭০০০/-

সরকারি কর্মীদের উদ্যেশে এমন নির্দেশিকা জারি হওয়ায় রীতিমতো অসন্তোষ প্রকাশ করেছে কর্মীরা। ওদিকে বীরভূমের জেলা প্রশাসন জানিয়েছেন যে, ভোটের কাছ থেকে ছুটি পেতে সরকারি কর্মীরা অনেকেই আবেদন জানিয়েছেন। আর সেই মতোই বিষয়টি বেশ ভালো করে পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে, সরকারি কর্মীদের ছুটি পেতে হলে মেডিক্যাল বোর্ডের কাছ থেকে ‛আনফিট’ তকমা পেতে হবে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ডাকপিওন পদে নিয়োগ, মাসিক বেতন ২১,৭০০/-

তবে, কোনো সরকারি কর্মী যদি আনফিট তকমা পায় তাহলে সেই কর্মী ভোটের দিন পর্যন্ত কোনোভাবেই কাজে যোগ দিতে পারবেন না। ভোট পর্ব মেটার পরই ‛ফিট’ সার্টিফিকেট নিয়ে তবেই তারা পুনরায় কাজে যোগ দিতে পারবেন। এমনকি কর্মীর এই ফিট-আনফিট বিষয়টি সার্ভিস বুকে লেখা থাকবে। তাহলে এবার বুঝতেই পারছেন কতটা কড়াকড়ি ব্যবস্থা নিয়েছে প্রশাসন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।