Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Palm Payment: ভুলে যান UPI, ATM কার্ড! এবার হাতের তালু দেখালেই হয়ে যাবে পেমেন্ট

Advertisements
Advertisements

Palm Payment: ধরুন আপনি দোকান গেছেন, মনমতোন শপিং করলেন। এরপর এলো পেমেন্টের পালা। দেখলেন কার্ড আনতে ভুলে গেছেন! নো ঝক্কি, সঙ্গে সঙ্গে হাত দেখালেন পেমেন্ট Done..কি ভাবছেন? এমনও সম্ভব!

Advertisements

প্রযুক্তির নিত্য উৎকর্ষতার দাক্ষিন্যে কোন কিছুই এখন অসম্ভব নয়। এক কথায় কল্পনা আর বাস্তবের মিশেল ঘটিয়েছে প্রযুক্তি। আর প্রযুক্তির উন্নয়নে বদলে যাচ্ছে গতানুগতিকতা, বিবর্তন ঘটছে মানুষের জীবনধারায়। কিছু কিছু প্রযুক্তির উৎকর্ষতা মানুষের কল্পনাকেও ছাপিয়ে গেছে। একটা সময় ছিল যখন নগদ টাকা দিয়েই লেনদেন চলত। এখন দুনিয়া ক্যাশলেশ ট্রানজাকশনের।

সম্প্রতি ক্যাশলেশ ট্রানজেকশনের আরো একটি অভিনবত্ব ধরা পরল সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে এক নতুন পেমেন্ট পদ্ধতি। এখানে ইউপিআই বা কার্ড নয়, বরং হাতের তালুতে স্ক্যান করে সহজে টাকা লেনদেন চলছে। Palm Payment এর নয়া প্রযুক্তির ভিডিও সোশ্যাল মিডিয়ার মাইক্রো ব্লগিং সাইট ‘এক্স’ এ শেয়ার করেছেন RPG গ্রুপের চেয়ারম্যান।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ডাকপিওন পদে নিয়োগ, মাসিক বেতন ২১,৭০০/-

কি রয়েছে সেই ভিডিওতে? ভিডিওতে দেখা গেছে একজন বেজিং মহিলা মেট্রোতে Palm Payment পদ্ধতি ব্যবহার করছেন। ভিডিও শুরুতে তিনি জানিয়েছেন তিনি চিনে বসবাসকারী মানুষ। চীনা প্রযুক্তি পেমেন্ট পদ্ধতিতে এক নয়া ফিচার চালু করেছে। জায়ান্ট টেনসেন্টের দ্বারা ওয়েচ্যাট পাম পেমেন্ট পদ্ধতি চালু হয়েছে। তাই তিনি এখন হাতের তালুর মাধ্যমে বর্তমান পেমেন্ট করেন।

এরপরই তিনি ভিডিওতে সেই Palm Payment পদ্ধতি প্র্যাকটিক্যালি করে দেখান। এই ভিডিওতে দেখা যায় তিনি একটি ডিভাইসে হাতের তালু স্ক্যান করে রেজিস্টার্ড পিন নেন। তারপর সেই পিন পেমেন্ট তথ্যের সাথে সংযুক্ত করেন। এরপর তিনি তার হাতের তালু স্ক্যানারে রাখেন এবং ‘ওয়েচ্যাট’ অ্যাকাউন্ট-এর মাধ্যমে পাম পেমেন্ট করেন। তিনি জানিয়েছেন বর্তমানে সেখানে এই Palm Payment শুধু পরিবহন মাধ্যম গুলিতে চালু করা হয়েছে। তবে পরবর্তীতে বিভিন্ন জায়গায় এগুলো চালু হবে।

আরও পড়ুন: ATM-এ যুক্ত হল নতুন পরিষেবা! এবার উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক

প্রসঙ্গত Amazon তরফেও কিন্তু এই প্রযুক্তি আনা হয়েছে। Amazon One হলো এমন একটি অত্যাধুনিক প্রযুক্তি যেখানে কোন কার্ডের প্রয়োজন হয় না। এখানেও হাতের তালু দিয়ে পেমেন্ট সম্পন্ন করা যায়। তবে বর্তমানে এই পরিষেবা এখনো ভারতে আসেনি। যদি এই দেশেও Palm Payment চালু হয় তাহলে বিষয়টি কেমন হবে? সুরক্ষা নিয়ে কি কোন সন্দেহ থাকবে? এই বিষয়ে আপনার কি মত জানান কমেন্ট বক্সে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।