Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

AIATSL Recruitment 2024: এয়ারপোর্টে কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে চাকরি হবে

Advertisements
Advertisements

AIATSL Recruitment 2024: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় খুশির খবর! এয়ারপোর্টে চলছে কর্মী নিয়োগ। তাও আবার প্রচুর সংখ্যক পদে। কোনো পরীক্ষা নয় কেবলমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পাবেন চাকরি। তাই আর দেরি না করে আজই এই পদে চাকরির জন্য আবেদন করুন। কিন্তু কিভাবে করবেন? কোন পদেই বা করবেন? কিভাবে নিয়োগ হবে? আর মাইনেই বা কত জানেন কি? চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

পদের নাম: টার্মিনাল ম্যানেজার, কর্তব্যরত কর্মকর্তা, জুনিয়র অফিসার, জুনিয়র অফিসার-টেকনিক্যাল, গ্রাহক পরিষেবা নির্বাহী, রাম্প সার্ভিস এক্সিকিউটিভ, ইউটিলিটি এজেন্ট কাম রাম্প ড্রাইভার, হ্যান্ডিম্যান, হ্যান্ডিওম্যান।

শুন্যপদের সংখ্যা: ২৪৭জন

শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করবার জন্য প্রার্থীকে যেকোন স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ অথবা কোন বিশ্ববিদ্যালয় থেকে যেকোন বিষয়ে ইঞ্জিনিয়ারিং ডিগ্রি অর্জন করতে হবে।

বয়স: ১.১.২০২৪ অনুযায়ী প্রাথীর বয়স ৫৫ বছরের নিচে হতে হবে। SC/ST প্রাথীরা বয়সের ক্ষেত্রে আরও ৫ বছরের ছাড় পাবেন। আর ওবিসি প্রাথীরা ৩ বছরের ছাড় পাবেন।

বেতন: এই পদের জন্য প্রাথীদের ২২,৫৩০ টাকা থেকে ৬০,০০০ টাকা ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন: মাধ্যমিক পাশে ডাকপিওন পদে নিয়োগ, মাসিক বেতন ২১,৭০০/-

কিভাবে নিয়োগ করা হবে?

যেসব প্রাথীরা এই পদগুলিতে চাকরি করতে চান তাদের কোনো রকম পরীক্ষা দিতে হবে না। শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে পদগুলিকে নিয়োগ করা হবে।

কিভাবে আবেদন করবেন? (How To Apply For AIATSL Recruitment 2024)

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের অফলাইন বা অনলাইনে (www.aiasl.in) মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য একটি ফরম্যাট বানাতে হবে এবং এরপর সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত নথি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে।

আরও পড়ুন: ATM-এ যুক্ত হল নতুন পরিষেবা! এবার উপকৃত হবেন কোটি কোটি গ্রাহক

কোন ঠিকানায় পাঠাতে হবে? (What address should I send to?)

To,
The Incharge, HR Department
Al AIRPORT SERVICES LIMITED
(Formerly Known as AIR INDIA AIR TRANSPORT SERVICES LTD)
CSMI Airport, Sahar, Mumbai 40099

 

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।