Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Pan-Aadhaar Link: কাদের প্যান কার্ডে-আধার লিঙ্ক করতে হবে না? জানাল সরকার

Advertisements
Advertisements

Pan-Aadhaar Link: আধার-প্যান লিঙ্ক সবার জন্য বাধ্যতামূলক নয়! জারি রয়েছে কিছু নিয়ম। কিন্তু আপনার ক্ষেত্রে সেই নিয়মটি কি জানেন? বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ড ও প্যান কার্ড কতটা গুরুত্বপূর্ণ নথি তা নিশ্চই কাউকে বলে দিতে হবেনা। আর্থিক লেনদেন থেকে শুরু করে কর সংক্রান্ত যেকোন কিছুতেই প্যান কার্ড লাগে। আর তাইতো আধার কার্ডের সঙ্গে প্যান কার্ডের লিঙ্ক করা খুবই গুরুত্বপূর্ণ।

Advertisements

Pan-Aadhaar Link:

তবে, জানেন কি সবার জন্য কিন্তু এই আধার-প্যান লিঙ্ক করা বাধ্যতামূলক নয়। কিন্তু কাদের আধার-প্যান লিঙ্ক করতে হবে আর কাদের করতে হবে না এই বিষয়টি অনেকেই জানেন না। আর তাইতো আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। গতবছর কেন্দ্রীয় সরকার আধার কার্ডের (Aadhaar) সঙ্গে প্যান কার্ড লিঙ্ক করার জন্য একাধিক সময়সীমা জারি করেছেন। যদিও সেই সময়সীমা শেষ।

কিন্তু কাদের আধার-প্যান লিঙ্ক করতে হবেনা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: গরমে কারেন্টের বিল অর্ধেক হয়ে যাবে, মেনে চলুন এই টিপস

কাদের আধার কার্ড-প্যান কার্ড লিঙ্ক করতে হবে না? (Who does not need to link Aadhaar card-PAN card?)

  1. সেই বিষয়ে বলতে গেলে বলা যায় যে, যেসব মানুষের বয়স ৮০ বছরের বেশি তাদের আধার কার্ডের সঙ্গে প্যান কার্ড লিঙ্ক না করলেও চলবে।
  2. এমনকি যেসব মানুষজন অনাবাসী অর্থাৎ যাদের ভারতীয় নাগরিত্ব নেই তাদেরও আধার-প্যান লিঙ্ক না করালেও চলবে।
  3. এছাড়াও কেন্দ্রীয় সরকারের তরফ থেকে বলা হয়েছে যে, যারা জম্বু, কাশ্মীর, অসম, মেঘালয়ের বাসিন্দা তাদেরও প্যান ও আধার কার্ড লিঙ্ক করানোর প্রয়োজন নেই।

তবে, যাদের আধার ও প্যান কার্ড লিঙ্ক করার প্রয়োজন সত্ত্বেও তারা করেননি তারা কিন্তু অনেক সুবিধা থেকে বঞ্চিত হবেন। কিন্তু সেই সুবিধা গুলি কি কি জানেন? চলুন জেনে নেওয়া যাক।

আধার-প্যান লিঙ্ক না থাকলে কি কি সুবিধা পাবেন না? (If there is no Aadhaar-PAN link, what benefits will you not get?)

  1. কোনো ব্যক্তির যদি আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা না থাকে তাহলে সেই ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন না।
  2. আধার কার্ড ও প্যান কার্ড লিঙ্ক করা না থাকলে ব্যাঙ্কের লেনদেন করতে পারবে না।
  3. আধার-প্যান লিঙ্ক না থাকলে সরকারি প্রকল্পের সুবিধাও মিলবে না। কেননা, এখন সবক্ষেত্রেই কেওয়াইসি প্রয়োজন।

আরও পড়ুন: রাজ্য সরকারের অধীনে গ্রুপ ডি পদে কর্মী নিয়োগ, বেতন ১৭০০০/-

আধার-প্যান লিঙ্ক গুরুত্বপূর্ণ কেন? (Why is Aadhaar-PAN link important?)

কোনো ব্যক্তি যদি আধার কার্ড ও প্যান লিঙ্ক করেন তাহলে সেই ব্যক্তির আইটিআর ফাইল করা খুবই সহজ হবে। এমনকি জালিয়াতির সমস্যাও অনেকটাই মিটবে। পাশাপাশি যেসব ব্যক্তিরা কর ফাঁকি দেন তাদেরও নিমেষেই ধরা যাবে। তাহলে আর কি দেরি না করে আজই আধার-প্যান লিঙ্ক করিয়ে নিন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।