Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ESIC Recruitment 2024: কেন্দ্রীয় সংস্থা ESIC-তে কর্মী নিয়োগ, ইন্টারভিউর মাধ্যমে চাকরি, বিস্তারিত জানুন

Advertisements
Advertisements

ESIC Recruitment 2024: আপনি কি ভালো চাকরি খুঁজছেন? তাহলে বলে রাখি আপনার জন্য রয়েছে দারুন সুখবর। কেন্দ্রীয় সংস্থা ESIC-তে কর্মী নিয়োগ হতে চলেছে। তবে, প্রথমেই জানিয়ে রাখি যে, যেকটি পদে লোক নেওয়া হবে সবটাই কিন্তু কন্ট্রাক্ট বেসিসে। কিন্তু এই চাকরির ক্ষেত্রে কি যোগ্যতা লাগবে আর আবেদনের পদ্ধতিই বা কি হবে তা জানেন কি? চলুন জেনে নেওয়া যাক।

Advertisements

বিজ্ঞপ্তি নং: O2/ 2024

পদের নাম কি? (ESIC Recruitment 2024)

Professor, Associate professor, Assistant professor, Super Specialists, Senior Residents

শুন্যপদের সংখ্যা কয়টি?

শূন্যপদ সংখ্যা: এক্ষেত্রে ১০৬টি শুন্যপদে নিয়োগ করা হবে।

কোন জেলা থেকে আবেদন করতে পারবেন?

ইচ্ছুক প্রাথীরা পশ্চিমবঙ্গের যেকোন জেলা থেকে আবেদন করতে পারবেন।

চাকরিপ্রার্থীর বয়সসীমা?

বয়সসীমা: Faculty পদে ৬৭ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। Super Specialists ফুল ও পার্ট টাইম পদে ৬৭ বছর বয়সীরা আবেদন করতে পারবেন। আর Senior Residents পদে ৪৫ বছর বয়সীরা আবেদন করতে পারবেন।

শিক্ষাগত যোগ্যতা?

শিক্ষাগত যোগ্যতা: Faculty পদের জন্য NMC/MCI যোগ্যতা লাগবে। Specialist পদের জন্য MBBS ও পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা লাগবে। Super Speciality Specialist পদের জন্য MBBS ও পোস্ট গ্রাজুয়েট যোগ্যতা লাগবে। Senior Residents পদের জন্য PG ডিগ্রি বা ডিপ্লোমা ডিগ্রি লাগবে।

বেতন: প্রফেসার পদের জন্য ২ লাখ ১২ হাজার ১৩ টাকা বেতন ধার্য্য করা হয়েছে। এসোসিয়েট প্রফেসার পদের জন্য ১ লাখ ৩৩ হাজার ৮০২ টাকা ধার্য্য করা হয়েছে। এসিস্টেন্ট প্রফেসার পদের জন্য ১ লাখ ১৪ হাজার ৯৫৫ টাকা ধার্য্য করা হয়েছে। সুপার স্পেশালিষ্ট পদের এন্ট্রি লেভেল ২ লক্ষ টাকা থেকে শুরু। আর কনসালটেন্ট সিনিয়র পদের জন্য ২ লাখ ৪০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। সুপার স্পেশালিস্ট পদের এন্ট্রি লেভেল ১ লাখ টাকা। আর কনসালট্যান্ট সিনিয়র লেভেল ১ লাখ ৫০ হাজার টাকা ধার্য্য করা হয়েছে। সিনিয়র রেসিডেন্ট পদের জন্য ৬৭ হাজার ৭০০ টাকা ধার্য্য করা হয়েছে।

আবেদন করতে কত টাকা লাগবে? (ESIC Recruitment 2024 Application Fees Details)

এক্ষেত্রে আবেদন ফি হিসেবে ২২৫ টাকা লাগবে বলে উল্লেখ করা হয়েছে।

কিভাবে আবেদন করবেন? (How To Apply ESIC Recruitment 2024)

এক্ষেত্রে প্রার্থীদের অফলাইন বা অনলাইনে মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য একটি ফরম্যাট বানাতে হবে এবং এরপর সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত নথি সংযুক্ত করে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।

কিভাবে নিয়োগ হবে?

মূলত এখানে প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে।

ইন্টারভিউয়ের ঠিকানা?

Academic Block, Esic Mch, Desula Mia, Alwar (RAJ) 301030.
Mode of Interview:- Offline & Online

ইন্টারভিউয়ের তারিখ? (Date of Interview ESIC Recruitment 2024)

৪.৬.২০২৪ তারিখ উল্লিখিত ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে।

অফিসিয়াল নোটিফিকেশন: Download 

বি: দ্র: বর্তমান সময়ে দাঁড়িয়ে অনেক ভুয়ো খবরও বাজারে বেরোয়। কিন্তু তারপরেও আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল খবর আপনাদের দেওয়ার। তারপরেও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নই। আর তাইতো আবেদন কারীদের জানানো হচ্ছে তারা যেন Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।