Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Old Phone Sell Tips: পুরনো ফোন বেঁচে দায় ছাড়া যাবে না! এই ৫টি কাজ আগে করতে হবে

Advertisements
Advertisements

Old Phone Sell Tips: অ্যান্ড্রয়েড ফোন এখনকার সকল মানুষের কাছে এখন ফ্যাসান হয়ে দাঁড়িয়েছে। অ্যান্ড্রয়েড ফোনটি খুব বেশি পুরনো হলে সকলেই চায় সেটি বিক্রি করে আরোও একটি নতুন ফোন ঘরে আনতে। পুরনো ফোন বিক্রি করার আগে বেশ কয়েকটি জিনিস সম্পর্কে আপনারদের জানাবো, যেগুলি করলে আপনি আপনার পুরনো ফোনে থাকা কল রেকর্ড, এসএমএস হোয়াটসঅ্যাপের এসএমএস, সমস্ত কিছুই খুব সহজে ব্যাকআপ পেয়ে যাবেন। আপনার ফোনের ডেটা অন্য কোন ব্যক্তি ব্যবহার করতে পারবে না

Advertisements

পুরনো ফোন বিক্রির আগে এই ৫টি প্রধান কাজ অবশ্যই করবেন (These 5 main tasks must be done before selling your old phone)

১. সিম কার্ড সরান: ফোন বিক্রি করার আগে ফোন থেকে সিম কার্ডটি খুলে নেওয়া অত্যন্ত জরুরি। কারণ সিম কার্ড কোনো না কোনো ব্যক্তির আইডেন্টি কার্ড দিয়েই কেনা হয়। তাই এটি কোনো প্রতারকের হাতে পড়লে ওই সিম কার্ডের গ্রাহক সমস্যায় পড়তে পারে তাই ফোন বিক্রি আগে সিম কার্ড ফোন থেকে খুলে নেওয়া অত্যন্ত প্রয়োজন।

২. এসডি কার্ড খুলে নেওয়া প্রয়োজনীয়: ফোন বিক্রির আগে এসডি কার্ডটি আপনার পুরনো ফোন থেকে সরিয়ে নিন। এসডি কার্ডটিতে অনেক সময় গুরুত্বপূর্ণ ভিডিও বা ছবি থেকে থাকে সেগুলি দ্বিতীয় ব্যক্তির হাতে যাতে না পড়ে সেজন্য ফোন বিক্রির আগে এসডি কার্ডটি খুলে নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ

৩. পরিচিতি ব্যাকআপ তৈরি করুন: আপনি যদি আপনার ফোনে বেশিরভাগ google এর অ্যাপ ব্যবহার করেন তাহলে জেনে রাখবেন যে আপনার পরিচিতি ব্যাকআপ ইতিমধ্যেই তৈরি হয়ে গেছে। যদি দেখেন যে আপনার Gmail অ্যাকাউন্টে সিঙ্ক করা নেই তবে আপনাকে https://contacts.google.com/ এ গিয়ে ম্যানুয়ালি করতে হবে৷ ক্লাউড বা একটি বাহ্যিক স্টোরেজ ডিভাইসে আপনার পুরানো ফোনে থাকা ফটো, ভিডিও এবং অন্যান্য মিডিয়া ব্যাকআপ করুন। প্রতিটি মানুষের শখ বিভিন্ন ফটো তোলা বা ভিডিও করা। ফটো ভিডিও বা মিডিয়ার যাবতীয় বিষয়বস্তু ব্যাকআপ করার জন্য বিভিন্ন ক্লাউডের সাহায্য নিতে হয়। এক্ষেত্রে আপনি google ফটো, গুগল ড্রাইভ, মাইক্রোসফটের ওয়ানড্রাইভ, ড্রপবক্স বা কোনো নির্ভরযোগ্য ক্লাউড ব্যবহার করতে পারেন। এছাড়াও আপনি মিডিয়া ফাইলগুলিকে যে কোনো হাইড্রাইভ বা এসএসডি তে ট্রান্সফার করে রেখে দিতে পারেন।

৪. এসএমএস এবং কল রেকর্ড ব্যাকআপ: কোনো ব্যক্তিকে আপনি কি মেসেজ পাঠিয়েছেন আবার কাকে ফোন কখন করেছেন সেগুলি অনেক সময় আমাদের কাছে প্রয়োজনীয় হয়ে ওঠে। তাই এসএমএস এবং কল রেকর্ড ব্যাকআপ রাখা অত্যন্ত জরুরী। এই ব্যাকআপ নেওয়ার জন্য আপনি গুগল ড্রাইভের সাহায্য অবশ্যই নিতে পারেন। পুরনো ফোনে আপনি যদি google ড্রাইভে এই ব্যাকআপগুলি সংরক্ষণ করে রাখেন তবে আপনার নতুন ফোনে এগুলি পুনরুদ্ধার করা খুব সহজেই সম্ভব হয়ে যাবে। তাই আপনার ফোনের কল রেকর্ড এবং এসএমএসগুলি গুগল ড্রাইভে সেভ করে রাখুন

৫. হোয়াটসঅ্যাপ ব্যাকআপ: পুরানো ফোন বিক্রি করে নতুন ফোন কেনার আগে যে আরেকটি যে কথা আপনাকে মাথায় রাখতে হবে তাহল হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নেওয়া। Google-এ WhatsApp সেটিংস থেকে আপনি খুব সহজেই হোয়াটসঅ্যাপ চ্যাট ব্যাকআপ নিতে পারবেন। এখানে আপনাকে সিলেক্ট করতে দেবে যে হোয়াটসঅ্যাপে থাকা বিভিন্ন ফাইল গুলিকে আপনি অন্তর্ভুক্ত করবেন না অন্তর্ভুক্ত করবেন না। আপনি নিজের পছন্দ অনুযায়ী অপশন সিলেক্ট করে চ্যাট ব্যাকআপ নিতে পারবেন। চ্যাট ব্যাকআপ নিয়ে রাখলে আপনি নতুন ফোনটিতে যখন whatsapp ইন্সটল করবেন তখন খুব সহজেই আপনার পুরনো মেসেজগুলি পুনরুদ্ধার করতে পারবেন।

উপরের ৫টি কাজ আবশ্যিক কিন্তু তার সাথে আরও দুটি কাজ করতে হবে, বিস্তারিত নিচে লেখা আছে। 

  1. ফোন ইনস্ক্রিপ্ট থাকা আবশ্যিক: বর্তমান যুগে নতুন অ্যান্ড্রয়েড ফোনগুলি ইনস্ক্রিপ্ট করা থাকে। কিন্তু পুরনো অ্যান্ড্রয়েড ফোনগুলি ইনস্ক্রিপ্ট করা থাকে না ফোনটি বিক্রি করার আগে চেক করে নেবেন যে আপনার ফোনটি ইনস্ক্রিপ্ট করা আছে কিনা। যদি ইনসিপ্ট করা না থাকে তাহলে আপনি সেটিংস এর মাধ্যমে ইনস্ক্রিপ্ট সহজেই করে নিতে পারবেন। ইনস্ক্রিপ্ট করার পরে ফ্যাক্টরি রিসেট করলে আপনার ডেটা অন্য কোনো ব্যক্তি ব্যবহার করতে পারবে না।
  2. ফ্যাক্টরি রিসেট করতে হবে: যখন আপনি ফোন বিক্রি করার জন্য নিশ্চিত হয়ে যাবেন তখন আগে দেখে নেবেন যে আপনার সমস্ত অ্যাপগুলির ব্যাকআপ করা হয়ে গেছে কিনা। ব্যাকআপ যদি করা হয়ে গিয়ে থাকে তাহলে চেক করবেন যে আপনার ফোনটি ইনস্ক্রিপ্ট করা আছে কিনা। সবশেষে আপনাকে ফ্যাক্টরি রিসেট করতে হবেফ্যাক্টরি রিসেট করলে দেখবেন আপনার ফোনের সমস্ত ডেটা মুছে যাবে। এর ফলে পুরোনো ফোনটি যে ব্যক্তি কিনবেন তিনি আপনার ফোনের ডেটা ব্যবহার করতে পারবেন না।

পরিশেষে বলি যে ফোনটি বিক্রি করার জন্য আপনাকে ফোনটি পরিষ্কার করা বাধ্যতামূলক। এছাড়াও আপনাকে ফোনের বাক্স এবং চার্জার রাখা বাধ্যতামূলক সেক্ষেত্রে দেখবেন আপনি ফোনটি বিক্রি করলে অনেকটাই ভালো দাম পাবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।