Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Google Pay Shutting down: বড় ধাক্কা খাবে মানুষ! 4 জুনের পর বন্ধ হচ্ছে G-Pay?

Advertisements
Advertisements

Google Pay Shutting down: বন্ধ হয়ে যাবে Google Pay! এবার তাহলে কিভাবে টাকা পাঠাবেন গ্রাহকরা? সম্প্রতি টেক জায়ান্ট একটি ব্লগে তেমনটাই জানিয়েছেন। কিন্তু হঠাৎ করে এই পরিবর্তনের কারণ কি জানেন? এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে, মূলত অর্থপ্রদান পরিষেবাগুলিকে স্ট্রিমলাইট করতে এবং Google Walletকে আরও উন্নত করতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে। বর্তমান সময়ে দাঁড়িয়ে এই Google Pay এর জনপ্রিয়তা নিয়ে আসাকরি নতুন করে বলার কিছু নেই।

Advertisements

Google Pay

বর্তমান যুগে দাঁড়িয়ে সময়ের সঙ্গে সঙ্গে মানুষজন অনেকবেশি উন্নত হয়েছে। আর সেই কারণে আজকালকার যুগের ছেলেরা সব উন্নত টেকনোলজি ব্যবহার করে থাকেন। আর তার মধ্যে রয়েছে Google Pay, Phone Pay অথবা Paytm-এর মতো অনলাইন অ্যাপ। এরমাধ্যমে যেকেউ সহজেই অন্যকে টাকা পেমেন্ট করতে পারেন। আর এবার এই পেমেন্টেই এপই নাকি বন্ধ হতে চলেছে। মূলত ২০২২ সালে Google Wallet এর সঙ্গে সঙ্গে ‛GPay‘ অ্যাপটি সবার কাছে জনপ্রিয় হয়ে ওঠে।

আরও পড়ুন: এপ্রিল মাসে চাকরিহারাদের বেতন মিলবে! ঘোষণা রাজ্য সরকারের

আর এবার সেই পুরোনো ‛Gpay’ অ্যাপটিই বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জানা গিয়েছে যে, আগামী ৪ জুন পর্যন্ত গ্রাহকরা এই ‛GPay’ অ্যাপটি ব্যবহার করতে পারবেন। তারপর থেকে আর পারবেন না। তবে, ভারতবাসীর কোনো চিন্তার কারণ নেই। তারা আগের মতোই এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন। মূলত আমেরিকার বাসিন্দারা এই অ্যাপটি ব্যবহার করতে পারবেন না।

Google Pay Shutting down

প্রসঙ্গত, টেক জায়ান্ট তার ব্লগে আরও বলেছেন যে গুগল পে অ্যাপের ইউএস সংস্করণ বন্ধ হওয়ার পরেও ব্যবহারকারীরা অফিসিয়াল পেমেন্ট পরিষেবার ওয়েবসাইটের মাধ্যমে তাদের লেনদেন সংক্রান্ত খুঁটিনাটি দেখতে পারবেন। এমনকি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্সও দেখতে পারবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।