Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

SSC Recruitment Verdict 2024: এপ্রিল মাসে চাকরিহারাদের বেতন মিলবে! ঘোষণা রাজ্য সরকারের

Advertisements
Advertisements

SSC Recruitment Verdict 2024:  ইতিমধ্যেই সকলে জানেন নিশ্চই যে, সম্প্রতি দীর্ঘদিন ধরে চলা লড়াইয়ের অবসান হয়েছে। কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) নির্দেশে চাকরি গিয়েছে ২৫ হাজার ৭৫৩ জন শিক্ষক সহ অশিক্ষিত কর্মীর। আর যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে। সোমবার আদালতের নির্দেশে বাতিল করা হয়েছে ২০১৬ সালের স্কুল সার্ভিসের প্যানেল।

Advertisements

বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন অনেকেই। এদিন ২৮১ পাতার রায়ে বিচারপতিদের নির্দেশ বেআইনি নিয়োগের অভিযোগে যাদের চাকরি গিয়েছে, তাঁদের সুদ সমেত বেতন ফেরত নেওয়ার নির্দেশ দিয়েছে। এমনকি যেখানে সুদের হার ধরা হয়েছে ১২ শতাংশ। তবে, এই বিষয়টি একেবারেই হালকাভাবে দেখেননি মুখ্যমন্ত্রী থেকে শুরু করে পর্ষদ কর্তৃপক্ষ। তারাও এই বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করবেন বলে জানিয়েছেন।

আরও পড়ুন: HS সিমেস্টার পরীক্ষা নিয়ে চালু হল ‘ওয়েবিনার’! পড়ুয়ারা পাবে এই সুবিধা

ওদিকে রাজ্য সরকারের তরফে শ্রম আইন অনুযায়ী চাকরিহারা দের এপ্রিল মাসে মাইনে দেবে বলে জানিয়েছে। শুধু তাই নয় শিক্ষা দফতরের সিদ্ধান্ত অনুযায়ী যতদিন সুপ্রিম কোর্টে এই কেসের মামলা চলবে ততদিন শিক্ষক সহ অশিক্ষক কর্মচারীদের বেতন দেওয়া হবে। কেননা, যেহেতু এই মামলাটি এখনও পর্যন্ত আদালতে বিচারাধীন এবং চাকরিহারা সমস্ত শিক্ষক থেকে শুরু করে অশিক্ষক কর্মীরা এই মাসে কাজ করেছেন তাই শ্রম আইন অনুযায়ী তারা বেতন পায়।

আরও পড়ুন: ফুড SI নিয়োগের বড় নির্দেশ দিল হাইকোর্ট! আবার পরীক্ষা হবে?

আর তাই সেই আইন মেনেই তাদের বেতন দেওয়া হবে। ইতিমধ্যেই এই চাকরিহারাদের হয়ে সুপ্রিম কোর্টে গিয়েছে রাজ্য সরকার। আর তাই এখনও এই মামলাটি বিচারের অধীনে। এছাড়াও শিক্ষা দফতর সূত্রে দাবি করা হয়েছে যে, কলকাতা হাইকোর্টের তরফে চাকরি বাতিলের রায় ঘোষণা করা হলেও এসএসসি ও ডিআই-দের কাছে চাকরিহারাদের নিয়োগপত্র বাতিলের কোন নির্দেশ যায়নি। আর সেই কারণেই রাজ্য সরকার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে। এবার শুধু দেখার পালা আগামীদিনে এই মামলা ও মামলার রায় কোনদিকে গড়ায়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।