Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Madhyamik Result New Date: আগে ছিল সব ভুল! এই দিন বেরোবে মাধ্যমিকের রেজাল্ট

Advertisements
Advertisements

Madhyamik Result New Date: অবশেষে হল জল্পনার অবসান! জানা গেল মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) বের হওয়ার দিনক্ষণ। কিন্তু কবে রেজাল্ট বেরোবে তা জানেন কি? চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক। এই মাধ্যমিক পরীক্ষা হল জীবনের প্রথম বড় পরীক্ষা। একটাসময় যার মুখোমুখি হন প্রত্যেক ছাত্র-ছাত্রীরাই। সকলেই চায় এই পরীক্ষায় ভালো নম্বর পেতে। আর সেইজন্য সারাবছর জোর কদমে চলে প্রস্তুতি।

Advertisements

বিভিন্ন সাজেশন বই থেকে শুরু করে শিক্ষক-শিক্ষিকার দেওয়া টিপস সবকিছুই যেন এইসময় বেদবাক্য। অবশেষে সেই সব প্রস্তুতি নিয়ে পরীক্ষাহলে পৌঁছায় ছাত্র ছাত্রীরা। চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা ১০ দিন পর্যন্ত চলেছিল। আর এই পরীক্ষা শেষ হয়েছিল ১২ জানুয়ারি। এমনকি এবছর মাধ্যমিক পরীক্ষার সময়ও এগিয়ে গিয়েছিল ২ ঘন্টা।

আরও পড়ুন: বড় উপহার দিল SBI, কোটি কোটি গ্রাহক পাবেন এই সুবিধা

প্রতিবছর সকাল ১১.৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। যা চলতো ৩টে পর্যন্ত। তবে, এবার সেটা শুরু হয়েছিল ৯.৪৫ থেকে। যা চলেছিল দুপুর ১টা পর্যন্ত। শুধু কি তাই এবার পরীক্ষা নিয়েও বেশ কড়াকড়ি ছিল। যাতে প্রশ্নপত্র কোনভাবেই বাইরে লিক না হয় সেই কারণে পুরো সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষাকেন্দ্র। এমনকি প্রশ্নপত্রের মধ্যেও ছিল চিপের ব্যবস্থা। যারফলে কোনো পরিক্ষার্থী যদি সেই প্রশ্নপত্রের ছবি তুলতে যায় তাহলে তার নাম সহ সমস্ত ডিটেলস পৌঁছে যাবে পর্ষদের (WBBSE) কাছে।

এমনকি জেলায় জেলায় কন্ট্রোল রুম থেকে শুরু করে পরিক্ষার্থীদের জন্য স্পেশাল মেট্রো পরিষেবা কিছুই বাদ যায়নি। তবে, এরপরেও কিছু পরিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়ে দেয়। যদিও তাদের পরীক্ষা বাতিলও হয়ে যায়। তবে, বর্তমানে ছাত্র-ছাত্রীরা সকলেই ছুটির মুডে রয়েছেন। যদিও তার মাঝে দিনকয়েক ধরে মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিনক্ষণ নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছিল।

আরও পড়ুন: HS সিমেস্টার পরীক্ষা নিয়ে চালু হল ‘ওয়েবিনার’! পড়ুয়ারা পাবে এই সুবিধা

তবে, অবশেষ বেরিয়ে গেল মাধ্যমিকের রেজাল্ট বেরোনোর দিনক্ষণ। জানা যাচ্ছে যে, আগামী ২রা মে বেরোবে রেজাল্ট। ভোটের মরসুমেই বেরোবে এই রেজাল্ট। এবার শুধু অপেক্ষার পালা।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।