Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

মাধ্যমিক পাশ হলেই মাসে মাসে পাবেন ২৫ হাজার! আবেদন করতে পড়ুন Airport Recruitment 2024

Advertisements
Advertisements

Airport Recruitment 2024: বেকারদের জন্য এল বড়সড় সুখবর! মাধ্যমিক পাশে বিমান বন্দরে কর্মী নিয়োগ হতে চলেছে। জীবনে প্রতিটি মানুষই চায় প্রতিষ্ঠিত হতে। আর এই প্রতিষ্ঠিত হতে গেলে চাকরি পাওয়া ঠিক কতটা জরুরি তা আশাকরি কাউকে বলে দিতে হবেনা। দিনেদিনে শিক্ষিতের সংখ্যা যেমন বাড়ছে তেমনই আবার বাড়ছে বেকারত্বের সংখ্যা।

Advertisements

তবে, আজ আপনাদের একটি চাকরির সংবাদ দেব। কিন্তু কিভাবে আবেদন করবেন? কত টাকা মাইনে পাবেন? আর আবেদনের মেয়াদই বা কতদিন তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Airport Recruitment 2024

পদের নাম: Handyman, Handywoman, Utility Agent Cum Ramp Driver

শুন্যপদের সংখ্যা: ৪২২টি।

শিক্ষাগত যোগ্যতা: প্রথমেই জানিয়ে রাখি যে, প্রতিটি চাকরির ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার মাপকাঠি ভিন্ন। তবে, এই চাকরির ক্ষেত্রে প্রাথীদের যেকোনো স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠান থেকে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, গ্রাজুয়েশন পাশ করলেই হবে।

বয়সসীমা: এই পদে চাকরির জন্য প্রাথীদের বয়সের সময়সীমা ২৮ বছরের মধ্যে হতে হবে।

বেতন: Handyman, Handywoman প্রাথীদের ক্ষেত্রে প্রতি মাসে বেতন ২২,৫৩০ টাকা ধার্য্য করা হয়েছে। Utility Agent Cum Ramp Driver দের ক্ষেত্রে ২৪,৯৬০ টাকা ধার্য্য করা হয়েছে।

আরও পড়ুন: বড় উপহার দিল SBI, কোটি কোটি গ্রাহক পাবেন এই সুবিধা

কিভাবে আবেদন করবেন? (How To Apply For Airport Recruitment?)

বিজ্ঞপ্তি অনুযায়ী প্রার্থীদের অফলাইন বা অনলাইনে (www.aiasl.in) মাধ্যমে আবেদন করতে হবে না। ইচ্ছুক প্রার্থীদের আবেদন করার জন্য একটি ফরম্যাট বানাতে হবে এবং এরপর সেটিকে A4 পেপারে প্রিন্ট আউট করে হাতে-কলমে সমস্ত কিছু লিখে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। পাশাপাশি যে সমস্ত ডকুমেন্ট চেয়েছে সে সমস্ত নথি সংযুক্ত করে নির্দিষ্ট টাইম ও ঠিকানায় ইন্টারভিউ স্থানে পৌঁছে গেলেই ইন্টারভিউ হয়ে যাবে।

কোন ঠিকানায় ইন্টারভিউ হবে? (At which address will the interview take place?)

Pune International School
Survey no 33
Lane Number 14, Tingre Nagar, Pune, Maharashtra-411032

আরও পড়ুন: HS সিমেস্টার পরীক্ষা নিয়ে চালু হল ‘ওয়েবিনার’! পড়ুয়ারা পাবে এই সুবিধা

আবেদনের শেষ তারিখ

Utility Agent Cum Ramp Driverদের ক্ষেত্রে ২.৫.২০২৪ তারিখ ৯ টা থেকে ১২টার মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে। আর Handyman, Handywoman প্রাথীদের ক্ষেত্রে ৪.৫.২০২৪ তারিখ ৯ টা থেকে ১২টার মধ্যে কাজ সম্পূর্ণ করতে হবে।

বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামূলক খবরের উদ্দেশ্য দেওয়া। Kajersujog.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। kajersujog.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আর তাইতো আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।