Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

GPay Cashback Offer: গুগল পে-এর দুর্দান্ত অফার! ৬৫০ টাকা পাওয়ার বিরাট সুযোগ, কীভাবে পাবেন জানুন

Advertisements
Advertisements

GPay Cashback Offer: গুগল পে-এর দুর্দান্ত অফার! ৬৫০ টাকা পাওয়ার বিরাট সুযোগ, কীভাবে পাবেন জানেন কি? সময়ের সঙ্গে সঙ্গে মানুষজন অনেকবেশি উন্নত হয়েছে। আর সেই কারণে আজকালকার যুগের ছেলেরা সব উন্নত টেকনোলজি ব্যবহার করে থাকেন। আর তার মধ্যে রয়েছে Google Pay, Phone Pay অথবা Paytm-এর মতো অনলাইন অ্যাপ। এরমাধ্যমে যেকেউ সহজেই অন্যকে টাকা পেমেন্ট করতে পারেন। আর এবার এই টাকা পেমেন্টের মাধ্যম ধরেই আপনি জিতে নিতে পারেন ৬৫০ টাকা। চলুন জেনেনিন।

Advertisements

GPay Cashback Offer

কিভাবে টাকা পাবেন? (How to get money?)

ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে আইপিএল। আর এই আইপিলের মরসুমে গুগুল পে ব্যবহারকারীদের জন্য এল বড়সড় সুযোগ। যাতে মানুষ অনুমান করেই জিতে নিতে পারবেন টাকা। এইজন্য প্রথমেই আপনাকে গুগুল পে ওপেন করে অফার অপশনে যেতে হবে। তারপর আপনি তেজ শর্ট নামের একটি অপশন পাবেন সেখানে ক্লিক করলেই আপনি আপনার প্রাইজের কাছে পৌঁছে যাবেন। তবে, হ্যাঁ প্রাইজের কাছে পৌঁছালেও প্রাইজ কিন্তু আপনাকে উপার্জন করেই নিতেই হবে।

  1. আপনি যদি ৬টা ছক্কা মারতে পারবেন সেই মতোন ১০-৫০ টাকা ক্যাশব্যাক পাবেন।
  2. আপনি যদি ২০টা ছক্কা মারতে পারেন তাহলে আপনি ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন।
  3. আপনি যদি সবচেয়ে বেশি ছক্কা হাঁকাতে পারেন তাহলে এক সপ্তাহের মধ্যে আপনি লিডার বোর্ডের আওতায় চলে আসবেন। আর এভাবে ১০০০ জন খেলোয়াড় প্রতি সপ্তাহের শেষে ৫০০ টাকা করে পুরস্কার জিতে নিতে পারবেন।

কিভাবে গেমটি খেলবেন? (How to play the game?)

  1. প্রথমেই আপনাকে প্লে নাও অপশনে ক্লিক করতে হবে।
  2. এরপর ক্রিকেট খেলার মতো করেই বোলার বল করার পর একটু সামনে এগিয়ে ছক্কা মারতে হবে। আর এভাবেই আপনি ছয় মারতে পারবেন।

আরও পড়ুন: রাজ্যে কলেজে গ্রন্থাগার সহকারী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

এই গেমটি কতদিন চলবে? (How long will this game last?)

এই গেমের সিজন ২২ মার্চ থেকে ৪ এপ্রিল, ২০২৪ পর্যন্ত চলবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।