Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Lakshmir Bhandar: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে লক্ষ্মীর ভান্ডার পাবেনা না

Advertisements
Advertisements

Lakshmir Bhandar: ব্যাঙ্কে যুক্ত করুন এই কাগজ, নইলে পাবেন না লক্ষ্মীর ভান্ডারের টাকা! কি সেই কাগজ জানেন কি? একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগার হীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর তা দিয়েছেন লক্ষীর ভান্ডারের মাধ্যমে।

Advertisements

মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন।

কবে থেকে লক্ষীর ভান্ডারের টাকা বাড়বে? (Since when Lakshmir Bhandar money will increase?)

আগামী মাস থেকে অর্থাৎ ০১.০৪.২০২৪ থেকে নাকি লক্ষী ভান্ডারের টাকা বেড়ে ১০০০ টাকা করা হবে।

লক্ষীর ভান্ডারের টাকা পেতে কাগজ জমা দিতে হবে? (Lakshmir Bhandar to get the money to submit the paper?)

এক্ষেত্রে প্রত্যেক মহিলাকে ব্যাঙ্কে গিয়ে দেখতে হবে আপনার অ্যাকাউন্ট-এর সাথে EKYC করানো আছে কি না। যদি না করানো থাকে তাহলে অতি শীঘ্রই এই কাজটি সম্পূর্ণ করতে হবে। নাহলে লক্ষির ভাণ্ডারের কোন টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকবে না।

লক্ষীর ভান্ডারের জন্য কিভাবে আবেদন করবেন? (How to apply for Lakshmir Bhandar?)

পশ্চিমবঙ্গ সরকারের বেশিরভাগ প্রকল্পেই অনলাইন এবং অফলাইন দুই রকম ভাবেই আবেদন করা যায়। এবার তবে দেখে নেওয়া যাক লক্ষীর ভান্ডারের জন্য কোন পদ্ধতিতে কী কী ভাবে আবেদন করা যাবে।

অফলাইন(Offline): পশ্চিমবঙ্গ সরকারের তরফে রাজ্য জুড়ে বিভিন্ন সময়ে নানান জায়গায় দুয়ারে সরকার শিবিরের আয়োজন করা হয়। কেউ যদি অফলাইনে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদন করতে চান তাহলে তাকে দুয়ারে সরকারের লক্ষ্মীর ভাণ্ডার ক্যাম্পে যেতে হবে। এরপর লক্ষ্মীর ভাণ্ডারের ক্যাম্পেন থেকে আবেদনকারীকে একটি অ্যাকটিভ ইউনিক নম্বর ফর্ম দেওয়া হবে। আর সেই ফর্মটি ফিল আপ করে প্রয়োজনীয় নথি দিয়ে সেই ক্যাম্পেই জমা করতে হবে।

আরও পড়ুন: ২ চাকা, ৪ চাকা যেটাই কিনুন ৫০ হাজার টাকা দেবে সরকার! চালু হল নতুন প্রকল্প

অনলাইন(Online): এবার আসি অনলাইনের কথায়। এক্ষেত্রে অবশ্যই ইন্টারনেট পরিষেবা থাকা বাধ্যতামূলক। এরজন্য প্রথমেই গুগল ক্রমে লক্ষ্মীর ভাণ্ডার লিখলেই সরাসরি পশ্চিমবঙ্গ সরকারের ওয়েবসাইটিটি socialsecurity.wb.gov.in চলে আসবে। আর তারপর পর পর ফর্মটি ফিলআপ করে আবেদনপত্রটি জমা দিতে হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।