Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Atal Pension Yojana 2024: প্রতি মাসে মিলবে ৫ হাজার টাকা! জলদি নাম লেখান এই প্রকল্পে

Advertisements
Advertisements

Atal Pension Yojana 2024: বর্তমান সময়ে দাঁড়িয়ে টাকা রোজগার করাটা খুবই কষ্টকর একটি বিষয়। বিশেষ করে বেসরকারি সংস্থার কর্মীরা এই কষ্টটা বেশ ভালোভাবেই বোঝেন। আর তাইতো চাকরি শেষ হওয়ার আগেই তাদের ভেবে রাখতে হয় যে, রিটারমেন্টের পর তারা কিভাবে সংসার চালাবেন। আর তাইতো এসব মানুষের কথা ভেবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বাজারে এসেছে একাধিক প্রকল্প। আর তেমনই একটি প্রকল্প হল অটল পেনশন যোজনা।

Advertisements

আপনি জানেন কি এই প্রকল্পের মাধ্যমে কোনো ব্যক্তি যদি প্রতিদিন সামান্য কিছু করে অর্থ জমা দেন তাহলেই সে একটা সময় পর প্রতিমাসে ৫ হাজার করে টাকা পাবেন। আর তা পাবেন ৬০ বছর হওয়ার পর। তবে, এই টাকা ৫ হাজার পর্যন্ত সীমাবদ্ধ নয়। বরং আপনি চাইলে এই যোজনা থেকে ১০ হাজার টাকা পর্যন্তও পেতে পারেন। কিন্তু কিভাবে পাবেন? চলুন সেসব বিষয়েই বিস্তারিত জেনে নেওয়া যাক।

অটল পেনশন যোজনা আসলে কি? (What is Atal Pension Yojana?)

মূলত বেসরকারি কর্মজীবী মানুষের সুবিধার স্বার্থে নির্মিত একটি যোজনাই হল এই অটল পেনশন যোজনা (Atal Pension Yojana)। কেন্দ্রীয় সরকার ২০১৫ সালে এই যোজনা চালু করেন। বর্তমানে দেশের ৭ কোটিরও বেশি মানুষ এই প্রকল্পের সঙ্গে যুক্ত রয়েছেন। এই প্রকল্পের ক্ষেত্রে সিঙ্গেল ও যৌথ দুই ধরনের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা আছে। কেউ যদি সিঙ্গেল অ্যাকাউন্টে বিনিয়োগ করে থাকেন তাহলে সেই ব্যক্তি প্রতিমাসে সর্বোচ্চ ৫০০০ টাকা করে পেনশন পাবেন। আর যৌথ একাউন্টের ক্ষেত্রে সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত পাবেন।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

এই প্রকল্পে কে বিনিয়োগ করতে পারবেন? (Who can invest in this project?)

আপনি চাইলে পোস্ট অফিস বা ব্যাঙ্ক, যে কোনও একটি জায়গায় এই অটল পেনশন যোজনায় বিনিয়োগ করতে পারবেন। সেখানে সেভিংস অ্যাকাউন্ট থাকলেই সেখান থেকে এই প্রকল্পে টাকা জমা দেওয়া যাবে। তবে সেক্ষেত্রে মানতে হবে কিছু শর্ত। তবে যারা আয়কর দেন তাঁরা এই প্রকল্পে টাকা জমাতে পারবেন না।

কত বছর বয়সীরা এই প্রকল্পে আবেদন করতে পারবেন? (How old can apply for Atal Pension Yojana 2024?)

১৮ বছর থেকে ৪০ বছর বয়সী পর্যন্ত যে কেউই এই প্রকল্পে আবেদন করতে পারবেন। তবে, যোজনা চলাকালীন যদি গ্রাহকের মৃত্যু হয় সেক্ষেত্রে সমস্ত টাকা নমিনির হাতে তুলে দেওয়া হবে।

আরও পড়ুন: ক্লার্ক ও ডেটা এন্ট্রি অপারেটর পদে কর্মী নিয়োগ, উচ্চ মাধ্যমিক পাশে আবেদন করুন

গ্রাহকরা কিভাবে টাকা পাবেন? (How do customers get paid?)

এক্ষেত্রে যদি কেউ ১৮ বছর বয়স থেকে এই স্কিমে টাকা রাখা শুরু করেন তা হলে বর্তমান সুদের হার অনুযায়ী ৬০ বছর পূর্ণ হলে তিনি মাসে ৫০০০ টাকা করে পেনশন পাবেন। আর তারজন্য প্রতিদিন সেই ব্যক্তিকে মাত্র ৭ টাকা করে দিতে হবে।অর্থাৎ মাসে মাত্র ২১০ টাকা জমা করতে হবে। তবে, কেউ এর থেকেই বেশি বা কম পরিমাণ টাকা জমা রাখতে পারেন। তিনি যেমন পরিমাণ টাকা রাখবেন তাঁর পেনশনের পরিমাণ তেমনই কম বা বেশি হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।