Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Indian Oil Solar Oven Yojana: মহিলাদের জন্য চালু নতুন যোজনা, আবেদন করলেই মিলবে ফ্রিতে ওভেন!

Advertisements
Advertisements

Indian Oil Solar Oven Yojana: এবার ফ্রিতেই পাবেন ইন্ডিয়ান অয়েল ফ্রি সোলার ওভেন! এই যোজনার জন্য কীভাবে আবেদন করবেন জানেন কি? আর মাত্র কিছুদিনের অপেক্ষা আর তারপরই শুরু হবে ভোট। আর ভোটের মরসুমে দাঁড়িয়ে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার বাজারে নানান ধরণের প্রকল্প নিয়ে আসেন। আর তেমনই একটি যোজনা হল ইন্ডিয়ান অয়েল সোলার চুলা যোজনা। চলুন এই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

ইন্ডিয়ান অয়েল সোলার ওভেন যোজনা (Indian Oil Solar Oven Yojana)

মূলত বিনামূল্যে এই সৌর চুলা ওভেন ভারত সরকার শুরু করেছে যাতে দেশের মহিলারা উপকৃত হতে পারেন। এই বিনামূল্যে সৌর ওভেন প্রকল্পটি ভারতের সরকারী ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়েছে। এই মর্মে ঘোষণা করা হয়েছে যে, দেশের দুর্বল অংশের মহিলাদের ১০০ শতাংশ ভর্তুকি সহ বিনামূল্যে সৌর ওভেন দেওয়া হবে। আর এই সোলার সিস্টেমের চুলার জন্য চার্জ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন গ্রহণ করবে। এটি হল ফ্রি সোলার ওভেন স্কিমের প্রক্রিয়া। এই সুবিধা শুধুমাত্র আর্থিক দিক দিয়ে দুর্বল পরিবাররাই পাবেন।

আরও পড়ুন: রাজ্যের এইসব শিক্ষকদের কপালে দুর্ভোগ! কড়া নির্দেশ দিল হাইকোর্ট

সৌর চুলা প্রকল্পের সুবিধা (Benefits of Solar Chulha Yojana)

এই সৌর ওভেন প্রকল্প (Indian Oil Solar Oven Yojana) থেকে উপকৃত হচ্ছেন বহু মানুষ। কেননা, বর্তমানে দেশে গ্যাসের দাম বাড়ছে। আর তাই এই প্রকল্পের অধীনে দেশে গ্যাস সিলিন্ডারের যে দাম তার চাপ থেকে মানুষজন মুক্তি পাবেন। এতে দরিদ্র শ্রেণির কোনো ক্ষতি হবে না এবং গ্যাস সিলিন্ডারের ঝামেলা থেকে চিরতরে মুক্তি মিলবে। তবে, এই সোলার ওভেন চলবে শুধুমাত্র সূর্যের আলোতেই।

সৌর চুলা কিভাবে কাজ করবে? (How does a Solar Chulha work?)

বিনামূল্যে এই স্কিমের অধীনে যে স্টোভ পাওয়া যায় তা সূর্যের আলোতে চলবে। আর তাইতো বাড়ির ছাদে সোলার প্লেট বসানো হবে এবং বাড়ির ভিতরে সোলার ওভেন (Indian Oil Solar Oven Yojana) বসানো হবে এবং প্রয়োজনের সময় সোলার ওভেন চলবে। তবে, আলোর কারণে মেঘলা অবস্থায়ও এটি চলবে।

ইন্ডিয়ান অয়েল সোলার চুলা পেতে কি যোগ্যতা লাগে? (What qualifications are required to get Indian Oil Solar Chulha?)

  1. আবেদনকারী মহিলার বয়স ১৮ বছরের বেশি এবং বিবাহিত হতে হবে।
  2. বিনামূল্যে সোলার ওভেন যোজনার জন্য আবেদন করতে হবে পরিবারের একজন মহিলা সদস্যর নামে।
  3. এই যোজনায় যোগ্য পরিবার হল তারা যারা সামাজিক ও অর্থনৈতিকভাবে দুর্বল এবং বার্ষিক আয় কম।

আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বায়ো মেডিক্যাল ইঞ্জিনিয়ার পদে নিয়োগ, ইন্টারভিউয়ের মাধ্যমে চাকরি

সৌর ওভেন যোজনার জন্য কিভাবে বুকিং করবেন? (How to book for Solar Oven Yojana?)

  1. বিনামূল্যে সৌর ওভেন স্কিমের জন্য আবেদন করতে হলে প্রথমেই আপনাকে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন পোর্টালে (iocl.com) যেতে হবে।
  2. এরপর পোর্টালের সোলার চুলা পেজটিতে যান।
  3. তারপর বুকিং ফর্মের সমস্ত বিবরণ পূরণ করুন অর্থাৎ রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করুন।
  4. এরপর তথ্য পূরণ করার পর ফর্ম জমা দিন।

আর এইভাবেই আপনি বিনামূল্যে সৌর চুলা স্কিমের জন্য আবেদন করতে পারেন৷ আবেদন করার পরে, সৌর ওভেন সরকার অর্থাৎ ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন দ্বারা দেওয়া হবে এবং এই সৌর ওভেন (Indian Oil Solar Oven Yojana) সূর্যের আলোতে চলবে এবং কোনও গ্যাস খরচ হবে না।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।