Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Saraswati Bhandar: ভুলে যান লক্ষ্মীর ভান্ডার! রাজ্যে চালু সরস্বতী ভান্ডার, কি কি সুবিধা পাবেন?

Advertisements
Advertisements

WB Saraswati Bhandar: লক্ষীর ভান্ডারের পর এবার এল সরস্বতী ভান্ডার! এই ভান্ডার থেকে কি কি সুবিধা পাবেন জানেন কি? বর্তমানে চলছে ২০২৪ সাল। আর সামনেই লোকসভা ভোট। আর ভোটের আগে সব বিরোধী পার্টিই জনগনের মনজয় করতে নানান প্রকল্প এনে থাকে। কিন্তু একুশে ভোটের জয়লাভের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) তার দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার রোজগারহীন অথবা কম রোজগার সম্পন্ন মহিলাদের নূন্যতম আয়ের ব্যবস্থা করে দিয়েছেন। আর সেটা দিয়েছেন লক্ষীর ভান্ডারের মাধ্যমে।

Advertisements

WB Saraswati Bhandar

মূলত পশ্চিমবঙ্গে বসবাসকারী জেনারেল ক্যাটাগরির মহিলাদের প্রতিমাসে ৫০০ টাকা আর তপশিলি জাতি ও উপজাতিদের কাস্ট সার্টিফিকেট যাদের রয়েছে সেই সকল মহিলাদের ১০০০ টাকা করে ভাতা দেন। কিন্তু চলতি মাস থেকে সেই টাকা বেড়েছে। যারফলে বর্তমানে জেনারেল ক্যাটাগরির মহিলারা পাচ্ছেন ১০০০ টাকা। আর তপশিলি জাতি ও উপজাতিরা পাচ্ছেন ১২০০ টাকা।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ক্লার্ক ও Assistant পদে কর্মী নিয়োগ, রইল আবেদন পদ্ধতি

ইতিমধ্যেই চলতি মাসের টাকা সকল মহিলাদের একাউন্টে ঢুকেও গেছে। আর তারই মাঝে প্রকাশ্যে এল সরস্বতী ভান্ডারের কথা। কিন্তু সেটি আবার কি তা জানেন? আসলে এটি কোনো প্রকল্প নয় এই সরস্বতী ভান্ডার হল প্রতিবাদ আন্দোলন। বলা যায় যে, লোকসভা ভোটের আগে জনগণ থেকে শুরু করে বিরোধী দল এক অন্যরকম ঘটনার সাক্ষী থাকলো। তবে, এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে, কিভাবে এই সরস্বতী ভান্ডারকে কাজে লাগানো হবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে আসছে আরও ৩টি বিষয়! বৃত্তিমূলক শিক্ষায় জোর শিক্ষা সংসদের

সেক্ষেত্রে বলা যায় যে, রাজনীতির ময়দানে দাঁড়িয়ে জেসন ব্যবহৃত অশালীন ভাষা ব্যবহার করা হয় তার বিরুদ্ধেই প্রতিবাদ জানাতে নির্বাচন কমিশনের দফতরের বাইরে প্ল্যাকার্ড হাতে চলল আন্দোলন৷ যেই প্ল্যাকার্ডে লেখা, ‛লক্ষ্মীর ভাণ্ডারের পর সরস্বতী ভাণ্ডার, নির্বাচনী প্রচারে অশালীন ভাষা প্রয়োগ বন্ধ করুন’। এবার দেখার পালা এই ‛সরস্বতী ভান্ডার’ কতটা কাজে আসে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।