Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Railways Toilet Rule 2024: স্টেশনের শৌচাগার ব্যবহারের নিয়ম পাল্টে গেল! এইভাবে টাকা দিতে হবে

Advertisements
Advertisements

Railways Toilet Rule 2024: শৌচাগার ব্যবহারে পয়সার লেনদেনের ঝামেলা মেটাতে এবার নেওয়া হল নয়া উদ্যোগ! এবার থেকে ‛পে এন্ড ইউজ টয়লেটে’ কিউআর কোড চালু করার সিদ্ধান্ত নিল রেল কর্তৃপক্ষ। রাস্তাঘাটে বেরিয়ে টয়লেট পাওয়া থেকে শুরু করে শৌচকর্ম এগুলি খুবই সাধারণ একটি বিষয়। আর তাইতো রাস্তায় রাস্তায় বিভিন্ন ‛পে এন্ড ইউজ টয়লেট’ এর ব্যবস্থা রয়েছে।

Advertisements

Railways Toilet Rule 2024

তবে, বেশিরভাগ সময়ই দেখা যায় যে, খুচরো পয়সা নিয়ে খুব সমস্যায় পড়তে হয় যাত্রীদের। এছাড়াও অনেক যাত্রীদের ক্ষেত্রে আবার খুচরো টাকা দেওয়া ও নেওয়ার ব্যাপারে ছুঁতমার্গ কাজ করে। আর তাইতো সবসমস্যার সমাধান করতে রেলের তরফ থেকে নেওয়া হল বড়সড় পদক্ষেপ। শিয়ালদহের ডিআরএম দীপক নিগমের নির্দেশেই কিইউআর কোড ব্যবস্থা চালু করার ব্যাপারে এই উদ্যোগ নেওয়া হয়।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ক্লার্ক ও Assistant পদে কর্মী নিয়োগ, রইল আবেদন পদ্ধতি

এছাড়াও দেশ জুড়ে ‘অনলাইন পেমেন্ট’ ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যাওয়ার ভাবনা-চিন্তাও এরমধ্যে জুড়ে আছে। আর তাইতো তার অংশ হিসাবেই স্টেশনের ‘পে অ্যান্ড ইউজ টয়লেট’-এ কিইউআর কোড চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এইভাবে যাত্রীরা খুব সহজেই টাকা দিতে পারবেন। জানা গিয়েছে যে, পূর্ব রেল শিয়ালদহ বিভাগের সব স্টেশনেই এই নতুন ব্যবস্থা চালু করবে। তবে, এই ব্যবস্থা যাত্রীদের জন্য যে অনেক সুবিধার ও স্বস্তির তা বলা যায়।

এই বিষয়ে রেলের (Railways) তরফ থেকে বলা হয়েছে যে, যাত্রীরা শৌচাগারে প্রবেশ করলেই একটি কিউআরকোড স্ক্যানার দেখতে পাবেন। আর সেটা স্ক্যান করেই যাত্রীরা টাকা দিতে পারবেন। এক্ষেত্রে যাত্রীদের নিরাপত্তা পুরোপুরিভাবে বজায় রাখা হবে। অনেকসময় দেখা যায় যে, এই ‛পে এন্ড ইউজ টয়লেটে’ ব্যবহার করার ফলে যাত্রীদের বেশি বেশি টাকা দিতে হয় (এমনটাই অভিযোগ ওঠে)। এবার সবকিছুর মোকাবিলা করবে রেল।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিকে আসছে আরও ৩টি বিষয়! বৃত্তিমূলক শিক্ষায় জোর শিক্ষা সংসদের

প্রসঙ্গত, বহুদিন আগে থেকেই কিউ আর কোড স্ক্যান করার টিকিট কাটার বিষয়টি চালু হয়ে গিয়েছে। আর এবার স্ক্যানারের মাধ্যমে শৌচাগার ব্যবহার পদ্ধতি চালু করার ব্যাপারে উদ্যোগ নিয়েছে রেল কর্তৃপক্ষ।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।