Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Free LPG Scheme: বিনামূল্যে পাবেন রান্নার গ্যাস, এক টাকাও লাগবে না, এইভাবে নাম লেখান

Advertisements
Advertisements

Free LPG Scheme: সামনেই আসছে লোকসভা ভোট। আর ভোটের আগে জনগনের মনজয় করতে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার নানান কিছুই করছেন। আর এই সুযোগে জনগণও বেশ সুবিধা ভোগ করছে। আর এসবের মাঝেই সম্প্রতি আরও একটি সুখবর মিললো। এবার থেকে নাকি বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন গ্রাহকরা। কিন্তু কিভাবে বিনামূল্যে রান্নার গ্যাস পাবেন তা জানেন কি? তার জন্য নাকি লেখাতে হয় নাম।

Advertisements

কিন্তু কিভাবে নাম লেখাবেন? আর তারপর কিভাবেই বা মিলবে গ্যাস সেটাই আজকের এই প্রতিবেদনে জানাবো। দেশের সমস্ত মানুষের জন্য কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকার অনেক ধরণের স্কিম নিয়ে আসে। যার মধ্যে কিছু স্কিম বিশেষভাবে নজর কাড়ে। আর তেমনই একটি নজরকাড়া প্রকল্প হল বিনামূল্যে গ্যাস প্রদান।

মূলত এই প্রকল্পের আওতায় মহিলাদের বিনামূল্যে গ্যাস সংযোগ এবং সিলিন্ডার দেওয়া হয়। ১৮ বছরের বেশি বয়সী প্রত্যেক মহিলা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন। শুধু তাই নয়, মোট তিনটি সিলিন্ডার তাদের বিনামূল্যে দেওয়া হচ্ছে।।

এই স্কিমটি আসলে কি? (What exactly is this Free LPG Scheme?)

বলা যায় যে, এখানে আমরা প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা 2.0 সম্পর্কে কথা বলছি। এই প্রকল্পের অধীনে, যারা দারিদ্র সীমার নিচে পড়ে তাদের বিনামূল্যে গ্যাস সিলিন্ডার দেওয়া হয়। এইবস্কিমে আবেদন করার জন্য কোনও ফি নেই এবং গ্যাস সংযোগের জন্য কিছুই দিতে হবে না। এই স্কিমে শুধুমাত্র মহিলারা আবেদন করতে পারবেন।

আরও পড়ুন: এপ্রিলে অতিরিক্ত রেশন সঙ্গে মিলবে ৩ হাজার টাকা! কারা পাবেন? জানুন

কিভাবে মহিলারা এই উজ্জ্বলা যোজনার আওতায় সুবিধা পাবেন? (How women will benefit under this Ujjwala Yojana 2024?)

উজ্জ্বলা যোজনা 2.0-এর আওতায় আরও কিছু শর্ত রয়েছে। যার মধ্যে একটি হল কোন বাড়িতে ইতিমধ্যে কোনও গ্যাস সংযোগ থাকা উচিত নয়। অর্থাৎ, এই স্কিমের আওতায় শুধুমাত্র সেই পরিবারকে সুবিধা দেওয়া হয় যার প্রথম সংযোগ রয়েছে। শুধুমাত্র তফসিলি জাতি, উপজাতি, অত্যন্ত অনগ্রসর শ্রেণী, উপজাতি বা দরিদ্র শ্রেণীর মহিলারাই এই স্কিমের জন্য আবেদন করতে পারবেন।

উজ্জ্বলা যোজনার জন্য আবেদন করতে হলে কি কি নথি প্রয়োজন? (What documents are required to apply for this Ujjwala Yojana 2024?)

এই স্কিমের জন্য আবেদন করতে হলে আবেদনকারীর অবশ্যই আধার কার্ড এবং ই-কেওয়াইসি থাকতে হবে। এমনকি এরসঙ্গে রেশন কার্ড ও ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্যও প্রয়োজন।

আরও পড়ুন: ১ মাসের মধ্যে সুদ সহ HRA মেটাতে হবে, হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য

এই স্কিমের জন্য কিভাবে আবেদন করবেন? (How to apply for Ujjwala Yojana 2024?)

  1. আবেদন করতে হলে আপনাকে অফিসিয়াল ওয়েবসাইট www.pmuy.gov.in-এ যেতে হবে।
  2. এরপর উজ্জ্বলা যোজনা 2.0তে ক্লিক করে আপনাকে গ্যাস বিতরণ সংস্থা বেছে নিতে হবে।
  3. মোবাইল নম্বর এবং অন্যান্য সমস্ত তথ্য দেওয়ার পরে, আপনি রেফারেন্স নম্বর পাবেন। এর পরে আপনি সংযোগের জন্য একটি কল পাবেন।

তাহলে আর চিন্তা কিসের? আজই বিনামূল্যে গ্যাস পাওয়ার জন্য আবেদন করুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।