Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Samuhik Vivah Scheme: মেয়ের বিয়ে দেবে সরকার, অ্যাকাউন্টে ৫১ হাজার সহ মিলবে এই সব সুবিধা!

Advertisements
Advertisements

Samuhik Vivah Scheme: আমাদের দেশে দরিদ্রের সংখ্যা নেহাত কিছু কম নয়। আর এই দরিদ্র পরিবারে মেয়ে সন্তান অনেকটাই যেন বোঝা। কেননা, একটা বয়সের পর তার বিয়ে দেওয়া হয়। আর যে পরিবারের দিন আনতে পান্তা ফুরোয় সেই পরিবারে সাজিয়ে গুছিয়ে মেয়ের বিয়ের দেওয়া এযেন আকাশ-কুসুম স্বপ্ন। তবে, এবার আর চিন্তার কোনো কারণ নেই। কেননা এবার থেকে মেয়ের বিয়ে দেবে সরকার।

Advertisements

কিন্তু কিভাবে দেবে তাই ভাবছেন নিশ্চই? তাহলে বলে রাখি যে, মেয়ের বিয়ে দেওয়ার জন্য এবার সরকার ক্রেতাদের অ্যাকাউন্টে ৫১ হাজার করে টাকা দেবে সরকার। এমনকি মিলবে নানান সুবিধা। দরিদ্রদের জন্য অনেক রাজ্যে বিভিন্ন ধরনের স্কিম (Samuhik Vivah Scheme) চালানো হয়। এই ধরনের একটি স্কিম বিবাহ সম্পর্কিত স্কিম। যেখানে বিয়ের পুরো খরচ সরকার বহন করে। এছাড়াও মেয়ের অ্যাকাউন্টে কিছু টাকাও জমা হয়।

এই স্কিমের বিষয়ে কি জানা যাচ্ছে? (What is known about this scheme?)

সম্প্রতি উত্তরপ্রদেশ সরকার এমন একটি স্কিম চালাচ্ছে, যা নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আলোচনায় রয়েছে কারণ সম্প্রতি এক ভাই-বোনের বিয়ের ঘটনা প্রকাশ্যে এসেছে, যারা শুধুমাত্র সরকারি টাকা নেওয়ার জন্য এই স্কিমের অধীনে বিয়েতে অংশ নিয়েছিলেন। মুখ্যমন্ত্রী গোষ্ঠী বিবাহ প্রকল্পের (Samuhik Vivah Scheme) অধীনে, অভাবী/দুঃস্থ পরিবারের মেয়েদের আর্থিক সহায়তা প্রদান করা হয় এই প্রকল্পের মাধ্যমে। বিধবা/পরিত্যক্ত/তালাকপ্রাপ্ত মহিলারাও এই প্রকল্পের আওতায় সুবিধা পান।

আরও পড়ুন: এপ্রিলে অতিরিক্ত রেশন সঙ্গে মিলবে ৩ হাজার টাকা! কারা পাবেন? জানুন

অ্যাকাউন্টে কিভাবে টাকা জমা হয়? (How is money deposited into the account?)

উত্তরপ্রদেশ সরকার বিয়েতে মোট ৫১ হাজার টাকা দেয়। এ কারণেই প্রতিনিয়ত প্রকাশ্যে আসছে অসংখ্য ভুয়া মামলা। যেখানে মানুষ টাকা পাওয়ার জন্য বিয়ে করে। এতে কনের অ্যাকাউন্টে ৩৫ হাজার টাকা জমা হয় এবং বিয়ের আনুষাঙ্গিক, উপকরণ ইত্যাদিতে ১০ হাজার টাকা খরচ হয়। আর বাকি ৬,০০০ টাকা খরচ হয় বিয়ের অনুষ্ঠানকে জমকালো করতে।

আরও পড়ুন: ১ মাসের মধ্যে সুদ সহ HRA মেটাতে হবে, হাইকোর্টে বড় ধাক্কা খেল রাজ্য

কারা এই প্রকল্পের সুবিধা পায়? (Who benefits from Samuhik Vivah Scheme?)

  1. এই স্কিমের সুবিধা পেতে হলে মেয়ের বাবা-মাকে অবশ্যই ইউপির অর্থাৎ উত্তর প্রদেশের স্থানীয় বাসিন্দা হতে হবে।
  2. পরিবারের বার্ষিক আয় ২ লাখ টাকার বেশি হওয়া চলবে না। এতে বিয়ে করা মেয়ের বয়স হতে হবে ১৮ বছর এবং ছেলের বয়স হতে হবে ২১ বছর।
  3. তফসিলি জাতি এবং অনগ্রসর শ্রেণীর লোকদের আবেদনের সাথে বর্ণের শংসাপত্র জমা দিতে হবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।