Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

SRF Recruitment 2024: কলকাতা বিশ্ববিদ্যালয়ে কর্মী নিয়োগ, কোন পরীক্ষা হবে না, বিজ্ঞপ্তি পড়ে আবেদন করুন

Advertisements
Advertisements

SRF Recruitment 2024: চাকরিপ্রাথীদের জন্য এল বড়সড় সুখবর! কলকাতা ইউনিভার্সিটিতে কর্মী নিয়োগ হতে চলেছে। চাকরি পেলে হাতে আসবে মোটা মাইনে। প্রতিটি মানুষই নিজের জীবনে উন্নতি করতে চায়। আর তার প্রথম ধাপ হল পড়াশোনা। তারপরই আসে চাকরির প্রসঙ্গ। কিন্তু জীবনে একটি ভালো চাকরি পাওয়া খুবই কঠিন একটি বিষয়। আর সম্প্রতি তেমনই একটি চাকরির খোঁজ মিললো।

Advertisements

কিন্তু কিভাবে আবেদন করবেন? আর শেষ তারিখই বা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Kolkata University SRF Recruitment 2024

পদের নাম: সিনিয়র রিসার্চ ফেলো।

শুন্যপদের সংখ্যা: ১টি ।

শিক্ষাগত যোগ্যতা: এই পদে চাকরি করার জন্য প্রাথীকে যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে M.Tech/ M.sc করতে হবে। এমনকি ফেব্রিকেশন ও UV LEDs Teasting এর উপরও অভিজ্ঞতা থাকতে হবে।

বয়সসীমা: এক্ষেত্রে প্রাথীর কোনো বয়স জানানো হয়নি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে ঝুলে ২৫,৭৫৩ জনের চাকরি, এবার ৭০,০০০ প্রাইমারি চাকরি নিয়ে টানাটানি

কিভাবে আবেদন করবেন?

এক্ষেত্রে প্রাথীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবেনা। কেবলমাত্র ইন্টারভিউ দিলেই হবে। ১৫মে দুপুর ২.৩০টের মধ্যে ইন্টারভিউয়ের স্থানে পৌঁছে যেতে হবে।

* ইন্টারভিউ স্থানে যাবার আগে অফিসিয়াল নোটিফিকেশনটি ভালো ভাবে পরে নিন।

ইন্টারভিউয়ের ঠিকানা?

A. N. Daw Meeting Room, First Floor, sisir Mitra Bhavan, Institute Of Radio Physics and Electronic, University of Calcutta, 92 Acharya Prafulla C handra Road, Kolkata 700009, West Bengal, India.

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের পাশাপাশি মিলবে ৫ হাজার টাকা! আবেদন করুন এই প্রকল্পে

ইন্টারভিউতে কি কি নিয়ে যেতে হবে?

  1. সাদা কাগজ
  2. ফটোকপি
  3. আসল ডকুমেন্টস

Official Notification: Download

বিঃদ্রঃ- উপরের প্রতিবেদনের তথ্যগুলো কেবলমাত্র শিক্ষামূলক খবরের উদ্দেশ্য দেওয়া। Kajersujog.com কোন নিয়োগ সংস্থা নয় এবং নিয়োগ করে না। kajersujog.com সারা ভারত জুড়ে প্রকাশিত খবর সংগ্রহ করে প্রকাশিত করে। আর তাইতো আমরা সর্বদা চেষ্টা করি নির্ভুল আপডেট প্রকাশ করার। তবুও আমরা কোন চাকরির খবরের জন্য দায়বদ্ধ নয়, যেমন শূন্যপদের সংখ্যা, আবেদন জমা দেওয়ার শেষ তারিখ, পরীক্ষার তারিখ, ইত্যাদি। আবেদন কারীদের জানানো হচ্ছে তারা Official Website গুলির Notification বা বিজ্ঞপ্তি ভালো করে পড়ে তবেই আবেদন করুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।