Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Lok Sabha Election Guideline 2024: ভোট দিতে গেলে এই তিন জিনিস বাড়িতে রেখে যেতে হবে, বড় নির্দেশ দিল কমিশন

Advertisements
Advertisements

Lok Sabha Election Guideline 2024: সামনেই লোকসভা ভোট। আর ভোট মানেই প্রতিটি নাগরিকের আরও একবার ভোট প্রদানের পালা। যার দ্বারা নির্বাচিত হয় আগামী দিনে কে রাজ্য তথা দেশের সিংহাসনে বসবে। তবে, জানেন কি ভোট দিতে গেলে এই তিনটে জিনিস বাড়িতে রেখে যেতে হবে। আর সেই নিয়ে বড়সর নির্দেশ দিল কমিশন। মূলত ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা ভোট। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আদর্শ আচরণ বিধি জারি করেছে নির্বাচন কমিশন।

Advertisements

আর সেই মুহূর্তে দাঁড়িয়ে কি কি বিধিনিসি আরোপ করেছে নির্বাচন কমিশন (Election Commission Of India) চলুন সেই বিষয়েই সবিস্তারে জেনে নেওয়া যাক।

Lok Sabha Election Guideline 2024

ভোট দিতে গেলে কি কি জিনিস বাড়িতে রেখে যেতে হবে? (What things should be left at home to vote?)

এই তালিকায় প্রথমেই মোবাইল ফোন। এছাড়াও ক্যামেরা, হেডফোন, স্মার্ট ওয়াচ সহ কোনো ধরণের গ্যাজেটসই নিয়ে বুথে প্রবেশ করা যাবেনা।

আরও পড়ুন: ফ্রি-তে বিদ্যুৎ ও ৫০০ টাকায় রান্নার গ্যাস, বড় ঘোষণা করল সরকার!

ভোটারদের জন্য কি কি সুবিধা মিলছে? (What are the benefits for voters?)

কমিশনের তরফ থেকে পাঠানো গাইডলাইনে জানা গিয়েছে যে-

  1. কোনও ভোটারের ভোটকেন্দ্র বাড়ি থেকে ২ কিলোমিটারের বেশি হওয়া যাবে না। একমাত্র পাহাড়ি এলাকায় ক্ষেত্রে দূরত্ব একটু বেশি হতে পারে।
  2. প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। এমনকি জল খাওয়ার জন্য গ্লাসও রাখতে হবে।
  3. বিশেষ ভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা ও প্রবীণ ভোটাররা যাতে অসুবিধার মুখে না পড়েন তার জন্য বুথে বসার ব্যবস্থাও রাখতে হবে।
  4. ভোটকেন্দ্র নিচু তলায় করতে হবে।
  5. ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে বলেই জানিয়েছেন নির্বাচন কমিশন। ভোট কেন্দ্রে বা বুথে টেবিল, চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা রাখতে হবে।
  6. অনেকে সময় দেখা যায় যে, ভোটাররা শিশুদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন । সেক্ষেত্রে শিশুদের দেখাশোনার জন্য একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ বাধ্যতামূলক। ভোটের লাইনে দাঁড়ানোর ভোটারদের জন্য মাথার উপর ছাউনির ব্যবস্থা করতে হবে।
  7. এমনকি অনেকসময় দেখা যায় যে, প্রবল গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাররা অসুস্থ হয়ে পড়েন কিংবা তাদের সানস্ট্রোক হয়। সেক্ষেত্রে অসুস্থ ব্যক্তিকে ঠান্ডা জায়গায় শুইয়ে রাখতে হবে। মাথার জল ঢালতে হবে। এমনকি ওই ব্যক্তির জামাকাপড় পরিষ্কার করে দিতে হবে। এছাড়া প্রয়োজনে ORS বা ওই ধরনের কোনও পানীয় খাওয়ানো যেতে পারে। এরপরেও যদি অসুস্থ ব্যক্তি সুস্থ না হন বা তাঁর অবস্থার অবনতি হয় তবে তাড়াতাড়ি তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।