Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

WB Summer Vacation 2024: এগিয়ে এল গরমের ছুটি, বড় সিদ্ধান্ত নিল সরকার

Advertisements
Advertisements

WB Summer Vacation 2024: গ্রীষ্মের দাবদাহে রীতিমতো নাকানি চোবানি অবস্থা মানুষজনের। আর তারই মাঝে বড়সড় সিদ্ধান্ত নিল সরকার! এগিয়ে এল গরমের ছুটি। ইতিমধ্যেই বেশ ভালো গরম পরে গিয়েছে। আর যারফলে রাস্তাঘাটে বেরোনো খুব মুশকিল হয়ে পড়ছে। আর তাইতো প্রতিটি ছাত্র-ছাত্রীরা কথা মাথায় রেখে প্রতিটি স্কুলে পরে গরমের ছুটি। তবে এবার রাজ্যে কবে থেকে গরমের ছুটি পড়ছে তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়ে বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

WB Summer Vacation 2024

জানা যাচ্ছে যে, আগামী ২২ এপ্রিল থেকে সরকারি স্কুলে গরমের ছুটি পরতে পারে। পাশাপাশি রাজ্য প্রশাসনের তরফে বেসরকারি স্কুল গুলিতেও ছুটি এগোনোর অনুরোধ করা হয়েছে। সাধরনত প্রতিবছরই ছাত্র-ছাত্রীরা ১০ দিন গরমের ছুটি পায়। তবে, এবার সেটাই বাড়িয়ে ২২ দিন করা হবে বলে মধ্যশিক্ষা পর্ষদ (WBBSE) জানিয়েছে। পাশাপাশি এও জানা গিয়েছে যে, ২২ এপ্রিল থেকে ছুটি ঘোষণা হয়ে গেলে সেই সংখ্যা নাকি আরও বাড়বে।

আরও পড়ুন: ফ্রি-তে বিদ্যুৎ ও ৫০০ টাকায় রান্নার গ্যাস, বড় ঘোষণা করল সরকার!

এবছরের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী মূলত ৬ মে থেকে গরমের ছুটি পড়ার কথা ছিল। আর যা চলত ২ জুন পর্যন্ত। যদিও প্রথমদিকে ছুটির মেয়াদ ছিল ২০ মে পর্যন্ত। কিন্তু পরে তা বাড়ানো হয়েছে। তবে, বর্তমানে দাঁড়িয়ে ছুটির তারিখ পুরোটাই বদলে গিয়েছে। এবার মে থেকে নয় এপ্রিল থেকে গরমের ছুটি উপভোগ করবেন ছাত্র-ছাত্রীরা। আগামী ১৯ এপ্রিল থেকে শুরু হচ্ছে লোকসভা নির্বাচন। ওইদিন প্রথম দফায় হবে ভোটগ্রহণ।

ওদিকে ১৯ তারিখ উত্তরবঙ্গের জেলাগুলিতে নির্বাচন চলবে। আর সেই কারণেই পর্ষদের তরফে সেখানকার স্কুল গুলিতে ছুটি ঘোষণা করেছে। আর দ্বিতীয় দফার ভোটের কারণে ১৬ এপ্রিল থেকে ২০ এপ্রিল পর্যন্ত ভোটের কারণে বন্ধ থাকবে আলিপুরদুয়ার, কোচবিহার সহ জলপাইগুড়ির সমস্ত স্কুল। এমনকি ২৪ থেকে ২৭ এপ্রিল পর্যন্ত ক্যালিংপং, দার্জিলিং, উত্তর দিনাজপুর, দক্ষিন দিনাজপুর জেলার স্কুলগুলি বন্ধ থাকবে।

আরও পড়ুন: উচ্চ মাধ্যমিক পাশে আপার ও লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগ, মাইনে ২৫,৫০০/-

প্রসঙ্গত, ২০২৪ সালের প্রথমদিক থেকেই লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছিল নির্বাচন কমিশন। তারপর কেন্দ্রীয় বাহিনীরা কলকাতায় আসে। আর তাদের থাকা খাওয়ার জায়গা দিতে কয়েকটি স্কুল বাধ্য হয়েছিল ছুটি দিতে। তবে, এই তীব্র গরমে ছাত্র-ছাত্রীরা যাতে অসুস্থ না হয়ে পড়ে তাই ইতিমধ্যেই শহরতলির দুটি স্কুলে ‛ওয়াটার বেল’ চালু হয়েছে। আগামীদিনে গোটা শহরতলিতে এমন ব্যবস্থা করা হয় নাকি সেটাই এখন দেখার।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।