Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Lok Sabha Election: ‘দুই স্ত্রী থাকলেই মিলবে দুই লাখ’! মিলল বড় প্রতিশ্রুতি

Advertisements
Advertisements

Lok Sabha Election: দুই স্ত্রী থাকলে মিলবে দুই লাখ টাকা, হ্যাঁ লোকসভা ভোটের মঞ্চে দাঁড়িয়ে এমনই প্রতিশ্রুতি দিলেন এক কংগ্রেস প্রার্থী। আর তারপর থেকেই শোরগোল নেটপাড়ায়, ভোটের মরসুমেই উত্তপ্ত আবহাওয়া। নির্বাচনী ইস্তেহারে কংগ্রেস ঘোষণা করেছিল দরিদ্র পরিবারের মহিলাদের বছরে ১ লক্ষ টাকা করে দেবে। সম্প্রতি এই প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়েই বিতর্কে জড়িয়েছেন এক কংগ্রেস প্রার্থী। তার মন্তব্যকে ঘিরে শোরগোল পড়ে গিয়েছে রাজনীতিতে।

Advertisements

গত কয়েকদিন আগে একটি ভিডিও বার্তায় সোনিয়া গান্ধী বলেন যে দেশের মহিলারা একটি গুরুতর সংকটের পরিপ্রেক্ষিতে কঠিন সময়ের মুখোমুখি হচ্ছে। তাদের জন্যই আনা হয়েছে ‘মহালক্ষ্মী প্রকল্প’। এই প্রকল্পের অধীনে দারিদ্র সীমার নিচে বসবাসকারী সমস্ত পরিবারের একটি তালিকা তৈরি করা হবে। এবং প্রতিটি পরিবার থেকে একজন মহিলাকে বেছে নেওয়া হবে ও তাদের বছরে ১ লক্ষ টাকা করে দেওয়া হবে।

আরও পড়ুন: NCRB Recruitment 2024: ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো-তে চাকরির সুযোগ, জানুন আবেদন পদ্ধতি

কিন্তু পরিবারের মহিলাদের বছরে এক লক্ষ টাকা করে দেওয়ার এই নির্দেশ সম্পর্কে বক্তব্য রাখতে গেলেই বিতর্কে জড়িয়েছেন এক কংগ্রেস প্রার্থী।জানা যায়, ক্রান্তিলাল ভুরিয়া লোকসভা নির্বাচনের মধ্যপ্রদেশের রতনাম আসনের কংগ্রেস প্রার্থী। মহালক্ষ্মী প্রকল্প নিয়ে কথা বলার সময় তিনি বলেন, কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পরে প্রত্যেক নারীর অ্যাকাউন্টে এক লাখ টাকা করে জমা হবে। এরপরই তিনি সংযোজন করেন ‘যাদের দুজন স্ত্রী, তারাও ২ লাখ রুপি পাবেন’। আর এখানেই বাঁধে গন্ডগোল। এই মন্তব্য কে হাতিয়ার করে তীব্র সমালোচনায় সরব হয়েছেন বিরোধী প্রার্থীরা। এমনকি কংগ্রেস প্রার্থীর বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছে বিজেপি।

আরও পড়ুন: WB OBC Certificate: ৫ লক্ষ OBC সার্টিফিকেট বাতিল! বড় ঘোষণা হাইকোর্টের, আপনার সার্টিফিকেটের কি হবে?

একটি নিউজ প্রতিবেদন অনুযায়ী কান্তিলাল যখন ওই মন্তব্য করেন তখন সেখানে উপস্থিত ছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী দিগবিজয় সিংহ ও কংগ্রেস সভাপতি জিতু পাটোয়ারী। তারাও এই ঘটনার তীব্র সমালোচনা করেন। মধ্যপ্রদেশের বিজেপি মুখপাত্র নরেন্দ্র সালুজা ক্রান্তিলাল ভুঁড়িয়ার বিরুদ্ধে করা পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছে। তার কথায় একজন জনপ্রতিনিধি হিসেবে তার এই ধরনের মন্তব্য অত্যন্ত নিন্দনীয়।

BJP এর জাতীয় মুখপাত্র শেহজাদের মতে ক্রান্তিলালের এই প্রতিশ্রুতি মুসলমানদের সুবিধা দেওয়ার জন্যই। তার প্রতিশ্রুতি একটি নির্দিষ্ট গোষ্ঠীর দিকেই ইঙ্গিত করেছে। তবে তার মতে এটি মহিলাদের অসম্মান করা হচ্ছে, বহু বিবাহ করলে বেশি টাকা পাওয়া যাবে এমন বিষয়কে উপস্থাপিত করা হচ্ছে

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।