Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

LPG Cylinder Price: মাত্র ৩০১ টাকায় মিলবে রান্নার গ্যাস! জানুন কারা পাবেন?

Advertisements
Advertisements

LPG Cylinder Price: ৩০১ টাকায় মিলবে রান্নার গ্যাস! কিন্তু কিভাবে তা জানেন কি? আগেকার দিনে বেশিরভাগ মানুষই উনুনে অথবা স্টোভে রান্না করতো। কিন্তু এখন গরীব থেকে মধ্যবিত্ত হোক বা বড়লোক সব বাড়িতেই LPG গ্যাসের ব্যবহার বেড়েছে। ২০১৬ সালের ১ মে থেকে ২০২৩ সাল অবধি অর্থাৎ এই ৯ বছরে ১৭ কোটিরও বেশি গ্রাহক LPG কানেকশন নিয়েছে।

Advertisements

LPG Cylinder Price

তবে, দিন দিন যেহারে গ্যাসের দাম বেড়ে চলেছে তাতে মাঝে মধ্যে বেশ চিন্তায় পড়ে সাধারণ মানুষ। কিন্তু সম্প্রতি রান্নার গ্যাসের দাম ১০০ টাকা কমায় মুখে হাসি ফুটেছে ক্রেতাদের।

কলকাতায় কত টাকায় গ্যাস বিকোচ্ছে জানেন? (Do you know how much gas is sold in Kolkata?)

রিপোর্ট অনুযায়ী, আজ থেকে কলকাতায় ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম কমে ১,৮৭৯ টাকায় দাঁড়িয়েছে। এর আগে মার্চ মাসে সেই দাম ১,৯১১ টাকা ছিল। এদিকে দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ের মতো শহরেও কমেছে বাণিজ্যিক এলপিজি গ্যাস সিলিন্ডারের দাম। কোথাও দাম কমেছে ৩০.৫ টাকা। কোথাও আবার ৩১.৫ টাকা দাম কমেছে।

আরও পড়ুন: এই দিন ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের বর্ধিত টাকা, জানাল সরকার!

এছাড়াও আর কোন সিলিন্ডারের দাম কমেছে? (Also the price of any cylinder has decreased?)

শুধুমাত্র বাণিজ্যিক সিলিন্ডারের দামই নয়। আজ থেকে দেশে কমছে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দামও। এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, আজ থেকে দেশে ৭.৫ টাকা করে কমেছে ৫ কেজি ওজনের ফ্রি ট্রেড এলপিজি সিলিন্ডারের দাম। এর আগে মার্চ মাসে কলকাতায় এই এফটিএল সিলিন্ডারের দাম ছিল ৩০৮ .৫০ টাকায়।1

এলপিজি রান্নার গ্যাসের দাম কত টাকা? (How much is the price of LPG cooking gas?)

১ এপ্রিল থেকে এলপিজি রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রে ৩০০ টাকা ছাড় দেওয়া হবে। যাকিনা ১৪.২ কেজি ওজনের ঘরোয়া রান্নার গ্যাসের সিলিন্ডারের ওপরেও বজায় থাকবে। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার আওতাভুক্ত উপভোক্তারা এই সুবিধা পাবেন। এভাবে প্রতি সিলিন্ডারে ৩০০ টাকা ছাড় পেলে ১২ মাসে ১২টি সিলিন্ডারের ক্ষেত্রে গ্রাহকরা ১২০০ টাকা ছাড় পান।

আরও পড়ুন: রোজভ্যালির ৯০০ কোটি টাকা ফেরত দিচ্ছে, আপনার নাম চেক করুন

কলকাতায় ভর্তুকিহীন গ্যাস কত টাকায় বিকোচ্ছে? (How much is the non-subsidized gas sold in Kolkata?)

বর্তমান সময়ে দাঁড়িয়ে কলকাতায় ভর্তুকিহীন ১৪.২ কেজি রান্নার গ্যাস সিলিন্ডারের দাম ৮২৯ টাকা। যা উজ্জ্বলা যোজনার আওতায় উপভোক্তারা ৫২৯ টাকায় পাবেন। আর দিল্লি, মুম্বই এবং চেন্নাইয়ে উজ্জ্বলা যোজনার উপভোক্তাদের একটি সিলিন্ডার কিনতে ৫০৩ টাকা, ৫০২.৫ টাকা এবং ৫১৮.৫ টাকা পড়বে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।