Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

RBI’s New Rule on Loan: লোনের কিস্তিতে স্বস্তি! EMI নিয়ে বড়সড় সিদ্ধান্ত নিল RBI

Advertisements
Advertisements

RBI’s New Rule on Loan: বর্তমান সময়ে দাঁড়িয়ে কিছু জিনিস কিনতে মানুষকে দুবার ভাবতে হয়না। আর তার কারণ হল ইএমআই। আর এই মাধ্যম ধরেই মানুষজন এখন অনায়াসেই যাকিছু কিনতে পারে। তবে, যথাসময়ে এই ইএমআই (EMI) পরিশোধ করতে না পারলে কিন্তু ব্যাঙ্কের (Bank) তরফ থেকে ডাক পড়ে। এমনকি বাড়ে ঋণের বোঝা। তবে, এবার সেই থেকেই কিছুটা স্বস্তি পেতে চলেছে সাধারণ মানুষ।

Advertisements

RBI’s New Rule on Loan

কেননা, ১ এপ্রিল থেকে লোনের ক্ষেত্রে নয়া নিয়ম জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তবে, কি নতুন নিয়ম এসেছে তা জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সবিস্তারে জেনে নেওয়া যাক।

আরও পড়ুন: রান্নার গ্যাসে আধার লিংক কে বলল জরুরী নয়? শেষ সময়সীমা জানাল সরকার

নতুন কি নিয়ম জারি করেছে আরবিআই? (RBI has issued new rules?)

আরবিআই এর নয়া নিয়ম অনুযায়ী কোনো ব্যক্তি দেরিতে ইএমআই প্রদান করলেও সংশ্লিষ্ট কিস্তির অর্থের উপর যে সুদ গুনতে হত গ্রাহকদের সেটা নেওয়া যাবে না। অর্থাৎ কোনো ব্যক্তির ইএমআই দিতে দেরি হলে তার উপর টাকার সুদ বসানো যাবে না। এমনকি দেরিতে ইএমআই দিলে জরিমানা নেওয়া যাবেনা।

পেনাল চার্জেস কি? (What are penal charges?)

লোনের ভাষায় বলতে গেলে বলা যায় যে, RBI যে জিনিসটি নিষিদ্ধ করেছে সেটি হল পেনাল ইন্টারেস্ট। আর অন্যটি হল পেনাল চার্জ। আক্ষরিক অর্থে পেনাল চার্জ হল গ্রাহকদের যে সুদ নেওয়া হয় সেটির উপর যে চার্জ করা হয় সেটাই হল পেনাল চার্জেস।

আরও পড়ুন: SBI গ্রাহকদের ডেবিট কার্ডের চার্জ বাড়ল, অ্যাকাউন্ট থেকে কাটবে এত বেশি টাকা

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে কি জানানো হয়েছে? (What has been informed by the Reserve Bank of India?)

ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে যে, পেনাল চার্জেস’ এর ক্ষেত্রে কোনও সর্বোচ্চসীমা আরোপ করা হয়নি। তবে নিজেদের মুনাফা বৃদ্ধির জন্য যাতে ব্যাঙ্ক বা আর্থিক প্রতিষ্ঠানগুলি সেই ‛পেনাল চার্জেস’ ধার্য না করে সেই বিষয়টির উপরই গুরুত্ব দেওয়া হয়েছে। যাতে একটি শৃঙ্খলা তৈরি করা হয়। আর সেই কারণেই ‛পেনাল চার্জেস’ ধার্য করার পরামর্শ দিয়েছে আরবিআই (RBI)।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।