Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

LPG Gas Rules: এ কোন নিয়ম হল গ্যাসের? ১ জুন থেকে ভর্তুকি মিলবে না বলছে সরকার!

Advertisements
Advertisements

LPG Gas Rules: এবার থেকে আর মিলবে না রান্নার গ্যাসের জন্য ভর্তুকি! বন্ধ হয়ে যেতে পারে রান্নার গ্যাসের ডেলিভারিও। জানেন কেন! মাস পড়তে না পড়তেই সকলেই তাকিয়ে থাকেন গ্যাসের দামের দিকে। আসলে মাসের শুরুতেই সরকারি তেল কোম্পানিগুলি গ্যাসের দাম নির্ধারণ করে থাকে কিন্তু এবার মাস পড়ার আগেই এক বড়সড় আপডেট সামনে এলো। বিভিন্ন রিপোর্টে দাবি করা হচ্ছে মাসের শুরুর আগেই এই কাজটি না করলে রান্নার গ্যাসের ডেলিভারি বন্ধ হয়ে যেতে পারে। গ্যাস পেতে জুন মাসের ১ তারিখের আগেই করে নিতে হবে এই কাজ। কি এর সত্যটা?

Advertisements

LPG Gas Update: কি খবর সামনে আসছে?

কেন্দ্রীয় সরকারের তরফে নির্দেশ দেয়া হয়েছে রান্নার এলপিজি গ্যাস পাওয়ার জন্য প্রতিটি গ্রাহককে গ্যাসের সাথে নিজের বায়োমেট্রিক প্রমাণিকরণ এর মাধ্যমে আধার কার্ড লিঙ্ক করতে হবে। তবেই মিলবে এলপিজি গ্যাস সিলিন্ডার সাথে পাওয়া যাবে ভর্তুকি।

সংশ্লিষ্ট ডিলারের কাছে গিয়ে বায়োমেট্রিক প্রমাণিকরণ এর মাধ্যমে E-Kyc করানোর কথা আগেই বলা হয়েছিল। আর সেখান থেকেই বিভিন্ন তথ্য ছড়িয়েছে যে এই কাজটি করানো না হলে ১ জুন থেকে এই পরিষেবা পাবেন না গ্রাহকরা।

কেন এই পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের তরফে?

রান্নার গ্যাসের প্রতিটি গ্রাহকদের সমস্ত তথ্য যাতে সরকারের কাছে মজুদ থাকে সেই কারণেই বেশ কিছুদিন আগে এমন ঘোষণা করা হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে।

কি এই সত্যতা?

বর্তমানে বলা হচ্ছে চলতি বছরের জুন মাসের ১ তারিখের মধ্যে KYC এর কাজ করে ফেলতে হবে। তবে ভয় পাওয়ার কারণ নেই কারণ রিপোর্ট অনুযায়ী বায়োমেট্রিক যাচাই না থাকলে এখনই বন্ধ হবে না ভর্তুকি। আপাতত কোন নির্দিষ্ট সময়সীমা ধার্য করা হয়নি।

তবে সময়সীমা দেওয়ার আগেই এই কাজটি করে রাখতে পারেন। ‌ আর এর জন্য আপনাকে কোন লাইন দেওয়ারও প্রয়োজন নেই। গ্রাহকদের বাড়ি গিয়ে ডেলিভারি করার সময় ডেলিভারি কর্মীরাই আধার যাচাই করতে পারবেন। LPG gas cylinder E-KYC এর জন্য গ্রাহকদের একটি ফর্ম পূরণ করতে হবে সাথে দিতে হবে প্রয়োজনীয় ডকুমেন্টস। ‌

Biometric Verification এর সুফল কী?

  • এর মাধ্যমে গ্যাস সিলিন্ডারের কালোবাজারি রোধ করা যাবে।
  • অভাবে মানুষ সঠিক সময় সিলিন্ডার পাবেন।
  • ডিস্ট্রিবিউটাররা যথেচ্ছহারে গ্যাস সিলিন্ডার বিক্রি করতে পারবেন না।
  • বেআইনিভাবে ভর্তুকি নেওয়া যাবে না।
  • সরকারের ওপর যারা অপ্রয়োজনীয় ভাবে ভরতুকের বোঝা চাপাচ্ছে তাদের নাম বাদ যাবে।

উল্লেখ্য তেল সংস্থার তরফে জানানো হয়েছে আধার লিংক করার জন্য কোনরকম টাকা লাগবে না।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।