Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Madhyamik Result Apps: এই অ্যাপে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট, নোটিশ দিল পর্ষদ

Advertisements
Advertisements

Madhyamik Result Apps: সামনেই মাধ্যমিকের রেজাল্ট। কিন্তু কোন অ্যাপে দেখা যাবে মাধ্যমিকের রেজাল্ট তা জানেন কি? এই ব্যাপারে নোটিশ দিল পর্ষদ। চলতি বছরের ২ ফেব্রুয়ারি শুক্রবার থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল। যা ১০ দিন পর্যন্ত চলেছিল। আর এই পরীক্ষা শেষ হয়েছিল ১২ জানুয়ারি। এমনকি এবছর মাধ্যমিক পরীক্ষার সময়ও এগিয়ে গিয়েছিল ২ ঘন্টা। প্রতিবছর সকাল ১১.৪৫ থেকে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। যা চলতো ৩টে পর্যন্ত। তবে, এবার সেটা শুরু হয়েছিল ৯.৪৫ থেকে। যা চলেছিল দুপুর ১টা পর্যন্ত।

Advertisements

Madhyamik Result 2024

আর তারফলে স্পষ্টই বোঝা গিয়েছে যে, এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময় ২ ঘন্টা পিছিয়েছিল। এমনকি
প্রতিবছরই পরীক্ষায় প্রশ্নফাঁস থেকে শুরু করে বিভিন্ন রকমের কার্যকলাপে প্রশ্নের মুখে পড়তে হয় পর্ষদকে। এবার সেদিকেও বিশেষভাবে নজর দিয়েছিল পর্ষদ। কিন্তু শুধু কি তাই এবার পরীক্ষা নিয়েও বেশ কড়া   কড়ি ছিল। যাতে প্রশ্নপত্র কোনভাবেই বাইরে লিক না হয় সেই কারণে পুরো সিসিটিভিতে মুড়ে ফেলা হয়েছিল পরীক্ষাকেন্দ্র।

এমনকি পরীক্ষার্থীরা পরীক্ষাহলে কি নিয়ে ঢুকতে পারবে আর কি পারবে না তাতেও ছিল নিষেধাজ্ঞা। এছাড়াও প্রশ্নপত্রের মধ্যেও ছিল চিপের ব্যবস্থা। যারফলে কোনো পরিক্ষার্থী যদি সেই প্রশ্নপত্রের ছবি তুলতে যায় তাহলে তার নাম সহ সমস্ত ডিটেলস পৌঁছে যাবে পর্ষদের কাছে। কিন্তু এরপরেও কিছু পরিক্ষার্থী অসৎ উপায় অবলম্বন করেছিল। আর সেইমতোন তাদের শাস্তিও হয়েছিল।

আরও পড়ুন: জাহাজ রিপেয়ারিং সংস্থায় বিভিন্ন পদে চাকরি, এইট পাশে আবেদন করুন

তবে, সম্প্রতি পর্ষদের তরফ থেকে নোটিশ জারি করে জানানো হয়েছে যে, আগামী ২ মে মাধ্যমিকের রেজাল্ট বেরোবে। আর এই খবর প্রকাশ্যে আসার পর থেকে যথারীতি শোরগোল শুরু হয়ে গিয়েছে। তবে, জানেন কি কোন অ্যাপের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে? পর্ষদের তরফ থেকে এই ব্যাপারে নোটিশ দেওয়া হয়েছে। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

যে যে ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট (Madhyamik Result) দেখা যাবে সেগুলি হল

  1. www.indianexpress.com
  2. https://www.tv9hindi.com
  3. www.wbbse.wb.gov.in
  4. www.results.shiksha
  5. www.indiaresults.com
  6. https://iresults.net
  7. wb10.abplive.com
  8. Bangla.hindustantimes.com
  9. https://www.tv9bangla.com
  10. wbresults.nic.in
  11. www.jagranjosh.com
  12. fastresult.in
  13. http://www.indiatoday.in/education-today

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে! সামনে এল বড় খবর

যে যে অ্যাপের মাধ্যমে মাধ্যমিকের রেজাল্ট দেখা যাবে সেগুলি হল (Madhyamik result 2024 apps download)

Madhyamik Result: Download
FASTRESULT: Download

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।