Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

মাথাপিছু মিলবে মাসে ৫ হাজার, আবেদন করতে পড়ুন Samudra Sathi Prakalpa

Advertisements
Advertisements

Samudra Sathi Project 2024: মৎসজীবিদের জন্য এল দারুন সুখবর! এবার থেকে ৫ হাজার টাকা ঢুকবে তাদের একাউন্টে। কিন্তু কিভাবে জানেন কি? রাজ্যবাসীর সুবিধার্থে তথা রাজ্যবাসীকে ভালো রাখতে নানান সময় নানান ধরণের প্রকল্প এনেছে সরকার। সম্প্রতি তেমনই একটি প্রকল্পের খোঁজ মিললো। আর তা হল ‛সমুদ্র সাথী ২০২৪’। এই প্রকল্পের মাধ্যমে কিভাবে মৎস্যজীবিদের একাউন্টে টাকা ঢুকবে? এমনকি কেনই বা এই টাকা দেওয়া হবে জানেন কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

সমুদ্র সাথী প্রকল্প আসলে কি? (What exactly is the ‘ Samudra Sathi Prakalpa’?)

এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে, মূলত মৎসজীবীদের সুবিধা দেওয়ার জন্যই এই প্রকল্পটি আনা হয়েছে। কমবেশি অনেকেই জানেন যে, টানা ৬১দিন ধরে মৎসজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা থাকে। যা থাকে ১৫ এপ্রিল থেকে ১৪ জুন পর্যন্ত। যারফলে টানা দুমাস একপ্রকার কোনো রোজগারহীনভাবে মৎসজীবিরা বসে থাকেন। আর সেইকারণে তাদের সমস্যার মুখোমুখি পড়তে হয়। আর তাইতো এই দুমাসের জন্য মৎসজীবীদের আর্থিক অভাব-অনটন মেটাতেই এমন একটি প্রকল্পের কথা ভেবেছে রাজ্য সরকার।

আরও পড়ুন: লক্ষ্মীর ভান্ডারের টাকা দ্বিগুণ হবে! সামনে এল বড় খবর

কারা এই প্রকল্পের সুবিধা পাবেন? (Who will benefit from this Samudra Sathi Prakalpa?)

মূলত মৎসজীবীরাই এই প্রকল্পের সুবিধা পাবেন। ইতিমধ্যেই ১ এপ্রিল থেকে এই সুবিধা দেওয়া শুরু হয়ে গিয়েছে। সামুদ্রিক নিষেধাজ্ঞার কারণে যারা দুমাস মাছ ধরতে যেতে পারেন না কেবলমাত্র তাদেরই এই সুবিধা দেওয়া হবে। চলতি বছরের বাজেট পেশের সময় অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান যে, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪পরগণা এবং পূর্ব মেদিনীপুরের মৎস্যজীবীদের এই দুমাসের জন্য যাতে সমস্যায় পড়তে না হয় সেই কারণেই এই বিশেষ ভাতার ব্যবস্থা করা হয়েছে।

‛সমুদ্র সাথী ২০২৪’ এর সুবিধা পাওয়ার জন্য কি যোগ্যতা থাকতে হবে? (What are the eligibility requirements to get the benefit of ‘ Samudra Sathi Prakalpa’?)

  1. সমুদ্র সাথী প্রকল্পর সুবিধা পাওয়ার জন্য আবেদন কারীর বয়স ২১ বছরের বেশি হতে হবে।
  2. একটি পরিবার থেকে মাত্র একজনই এই সমুদ্র সাথী প্রকল্পের সুবিধা পাবেন।
  3. এমনকি আবেদনকারী মৎস্যজীবীদের পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা এবং দক্ষিণ ২৪ পরগনা এই তিনটি জেলার স্থায়ী বাসিন্দা হতে হবে।

আরও পড়ুন: ভোটার কার্ড নেই? এই ডকুমেন্টগুলো দিয়ে ভোট দিতে পারবেন

‛সমুদ্র সাথী ২০২৪’ এর জন্য কিভাবে আবেদন করবেন? (How to apply for ‘ Samudra Sathi Prakalpa’?)

এই প্রকল্পের মাধ্যমে দুমাসের সুবিধা পাওয়ার জন্য ‘নিদর্শ-১’ ফর্ম পূরণ করে দরখাস্ত জমা করতে হবে। এছাড়াও কোনো মৎস্যজীবী চাইলে দফতরের ওয়েবসাইটের পোর্টালের (wbfisheries.wb.gov.in) মাধ্যমে অনলাইনে দরখাস্ত জমা করতে পারবেন। সঙ্গে দিতে হবে প্রয়োজনীয় কাগজপত্র। তবে, মৎস্যজীবিরা চাইলে ব্লকের মৎস্য সম্প্রসারণ আধিকারিকের কাছে গিয়েও এই আবেদন পত্র জমা দেওয়া যায়। তবে, খেয়াল রাখতে হবে যেভাবেই জমা করা হোক না কেন একটি রশিদ আবেদনকারীর কাছে জমা করতে হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।