Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Lok Sabha Elections 2024: ভোটার কার্ড নেই? এই ডকুমেন্টগুলো দিয়ে ভোট দিতে পারবেন

Advertisements
Advertisements

Lok Sabha Elections 2024: ইতিমধ্যেই বিভিন্ন কেন্দ্রে লোকসভা ভোট শুরু হয়ে গিয়েছে। আর ভোট মানেই প্রতিটি নাগরিকের আরও একবার ভোট প্রদানের পালা। যার দ্বারা নির্বাচিত হয় আগামী দিনে কে রাজ্য তথা দেশের সিংহাসনে বসবে। তবে, ভোট দিতে গেলে কিছু জিনিস নিয়ে যাওয়া যেমন একেবারেই চলবে না তেমনই আবার ভোট কেন্দ্রে ভোট দেওয়ার জন্য ভোটার কার্ড কতটা গুরুত্বপূর্ণ তা আশাকরি কাউকে বলে দেওয়ার নয়।

Advertisements

কিন্তু অনেকসময় দেখা যায় যে, সেই ব্যক্তির ভোটার কার্ড নেই! তাহলে কি ওই ব্যক্তি ভোট দিতে পারবেন না? তাহলে আপনাদের জানিয়ে রাখি যে, ভোটার কার্ড (Voter Card) ছাড়াও ওই ব্যক্তি ভোট দিতে পারবেন। তারজন্য প্রয়োজন অন্য একটি গুরুত্বপূর্ণ নথি। আজকের এই প্রতিবেদনের মাধ্যমে আমরা আপনাদের জানাবো ভোটার কার্ড ছাড়াও আর কোন কার্ডের দ্বারা জনগণ ভোট দিতে পারবেন। চলুন সেটাই এবার জেনে নেওয়া যাক।

আধার কার্ড (Aadhar Card)

বর্তমান সময়ে দাঁড়িয়ে আধার কার্ডের প্রয়োজনীয়তার কথা আশাকরি নতুন করে বলার কিছু নেই। জন্মগত প্রমানপত্র থেকে শুরু করে ব্যবসা, বাড়ির নথি, এমনকি চাকরির ক্ষেত্রেও আধার কার্ডের ভূমিকা অপরিসীম। আর তাইতো ভোটার কার্ড না থাকলেও আধার কার্ড দিয়ে কোনো ব্যক্তি অনায়াসেই তার ভোট দিতে পারবেন।

আরও পড়ুন: কেন্দ্রীয় সংস্থায় বিদ্যুৎ বিভাগে কর্মী নিয়োগ, মাইনে শুরু ৩০ হাজার

ব্যাঙ্কের বই (Bank Passbook)

ধনী থেকে গরিব সকলেরই ব্যাঙ্কে একাউন্ট খোলা আছে। আর যার প্রমান স্বরূপ একটি ব্যাঙ্কের বইও সকলের কাছে থাকে। আর সেই ব্যাঙ্কের বইতে উপভোক্তার ছবি লাগানো থাকে। যারফলে ব্যাঙ্কের বইও গুরুত্বপূর্ণ নথির মধ্যে একটি। আর তাই ভোটার কার্ডের বদলে কোনো ব্যক্তি ব্যাঙ্কের বই নিয়েও ভোট দিতে যেতে পারেন।

প্যান কার্ড (Pan Card)

ভোটার ও আধারের মতোই আরও একটি গুরুত্বপূর্ণ নথি হল প্যান কার্ড। ব্যাঙ্কে ৫০ হাজার টাকার উপরে লেনদেন করলে এই কার্ডটি বব্যাঙ্কের লোককে দেখানো বাধ্যতামূলক। এমনকি এই প্যান কার্ড বিভিন্ন কাজে লাগে। তাই এই কার্ড নিয়ে কোনো ব্যাক্তি অনায়াসেই ভোট দিতে যেতে পারেন।

ড্রাইভিং লাইসেন্স (Driving License)

আজকালকার যুগে গাড়ি নেই এমন মানুষ খুঁজে পাওয়া বেশ কঠিন। তা সে দু চাকাই হোক বা চার চাকা। আর যাদের কাছে গাড়ি আছে তাদের কাছে ড্রাইভিং লাইসেন্স থাকা অতি সাধারণ একটি বিষয়। আর তাইতো কোনো ব্যক্তির যদি ভোটার কার্ড না থাকে তাহলে সে ড্রাইভিং লাইসেন্স নিয়েই ভোট দিতে যেতে পারবেন।

আরও পড়ুন: বড় উপহার দিল SBI, কোটি কোটি গ্রাহক পাবেন এই সুবিধা

পাসফোর্ট (Passport)

বিদেশে তো রয়েছেই এমনকি দেশের কিছু কিছু জায়গায় ঘুরতে গেলেও এখন পাসফোর্ট বাধ্যতামূলক। আর তাইতো এটি গুরুত্বপূর্ণ নথির মধ্যে একটি। সেই কারণে কোনো ব্যক্তি চাইলে তার পাসফোর্ট নিয়ে ভোটকেন্দ্রে ভোট দিতে যেতে পারেন।

কিন্তু এতকিছুর পরেও এটাই বলার যে, যাদের ভোটার কার্ড নেই তারা যতটা তাড়াতাড়ি সম্ভব এই কার্ডটি করে নিন। কেননা, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি ডকুমেন্ট। যা কোনসময় কাজে লাগবে আপনি নিজেও জানবেন না। এমনকি দেখা গেল সেইসময় ভোটার কার্ড ছাড়া অন্য কোনো নথিতে কাজ হচ্ছে না। তাই অবহেলা না করে যথাযথ ডকুমেন্টস দিয়ে ভোটার কার্ড বানিয়ে নিন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।