Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

মাধ্যমিক পাশে মিলবে ৮০০০ টাকা! আবেদন করতে পড়ুন PMKVY Scheme

Advertisements
Advertisements

PMKVY Scheme: ভোটের আগেই মিললো বড়সড় সুখবর! শুধুমাত্র মাধ্যমিক পাশে মিলবে ৮০০০ টাকা। কিন্তু কিভাবে জানেন কি? বেকার যুবকদের কথা ভেবে কেন্দ্রীয় সরকার নানান ধরণের প্রকল্পই বাজারে নিয়ে আসে। আর এটিও তারমধ্যে একটি। চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

Advertisements

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা আসলে কি? (What exactly is the PMKVY Scheme?)

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল মূলত একটি প্রশিক্ষণ প্রকল্প। যার অধীনে বেকারদের বিনামূল্যে বিশেষ কোর্স প্রশিক্ষণ প্রদান করা হয়। যাতে বেকার নাগরিকরা প্রশিক্ষণ পেয়ে আয়ের একটি উৎস খুঁজে পায়। এমনকি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সরকার দ্বারা পরিচালিত এই প্রকল্পের মূল উদ্দেশ্যই হল বেকারত্বের হার কমিয়ে দেশের উন্নয়ন করা। দিন দিন দেশে বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে। আর তাইতো কেন্দ্রীয় সরাকরের তরফ থেকে এমন একটি উদ্যোগ নেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার সুবিধাগুলো কি কি? (What are the benefits of PMKVY Scheme?)

  1. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার দ্বারা স্কিল ইন্ডিয়া ট্রেনিং সেন্টার দ্বারা বেকারদের প্রশিক্ষণ প্রদান করা হয়।
  2. কেউ যদি এই স্কিমের আবেদন করতে চান তাহলে সে অনলাইন বা অফলাইন দুইভাবেই আবেদন করতে পারবে।
  3. প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা হল এমন একটি যোজনা যেখান থেকে কিনা বিনামূল্যে প্রশিক্ষণ নেওয়া যেতে পারে।
  4. PMKVY 4.0 প্রকল্পের অধীনে সরকার প্রশিক্ষণ এবং শংসাপত্র সহ ৮০০০ টাকাও দেবে।
  5. এই স্কিমের মাধ্যমে যেসব মানুষজন মাঝপথে স্কুল ছেড়ে দিয়েছে তারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন। আর তারপর প্রশিক্ষণ পেয়ে কর্মসংস্থানের সুযোগ পেয়ে যাবেন।

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার জন্য কি কি নথি প্রয়োজন? (What documents are required for Pradhan Mantri Kaushal Vikas Yojana?)

আধার কার্ড,ভোটার আইডি কার্ড,পরিচয়পত্র,ব্যাঙ্কের পাসবুক,মোবাইল নম্বর,পাসপোর্ট সাইজ ছবি।

আরও পড়ুন: বড় ধাক্কা খাবে মানুষ! 4 জুনের পর বন্ধ হচ্ছে G-Pay?

প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনার জন্য কীভাবে আবেদন করবেন? (How to apply for Pradhan Mantri Kaushal Vikas Yojana?)

  1. এক্ষেত্রে প্রথমেই আপনাকে প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা 4.0 এর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে ।
  2. এরপর ওয়েবসাইটে যাওয়ার পর Skill India বিকল্পে ক্লিক করতে হবে।
  3. তারপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে। যেখানে আপনাকে প্রার্থী হিসাবে ক্লিক করতে হবে ।
    তারপর আপনার সামনে রেজিস্ট্রেশন ফর্ম খুলে যাবে।
  4. এরপর সমস্ত নথি দিয়ে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। এরপর আপনাকে Login এ ক্লিক করে লগইন করতে হবে ।
  5. তারপর বিভাগ অনুযায়ী কোর্সগুলি আপনি বেছে নেবেন। আপনি অনলাইন বা অফলাইন যেভাবে চান কোর্স করতে পারেন।
  6. এরপর কোর্সটি শেষ করার পরে আপনি একটি শংসাপত্রও পাবেন, আপনি এই শংসাপত্রটি অনলাইনে পোর্টাল থেকে ডাউনলোড করতে পারেন। এছাড়াও চাইলে আপনি প্রশিক্ষণ কেন্দ্র থেকেও নিতে পারেন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।