Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

PNB Home Loan EMI Calculator: বাড়ি বানানোর জন্য কম সুদে লোন ৩০ লাখ টাকা দিচ্ছে PNB, কিভাবে নেবেন?

Advertisements
Advertisements

PNB Home Loan EMI Calculator: প্রতিটি মানুষের জীবনেই একটা স্বপ্ন থাকে। আর সেই স্বপ্নের তালিকায় একটি ভালো চাকরি, একটি সুন্দর বাড়ি এসব কিছু থাকেই। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে চাকরির যা বাজার তাতে ভালো একটি চাকরি পাওয়া খুবই চাপের ব্যাপার। আর সেই কারণে দিনে দিনে বেকারদের সংখ্যা বেড়েই চলেছে। সেক্ষেত্রে সামান্য আয় করে ব্যাঙ্কের ওই কড়া সুদের বোঝা মাথায় নিয়ে বাড়ি করা কারোর পক্ষে সম্ভব হয়ে ওঠে না।

Advertisements

তবে, এবারে আর চিন্তা নেই। আপনার স্বপ্নের বাড়ি গড়ে তোলায় সাধ দেবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB)। গ্রাহকদের সুবিধার্থে নানান সময় নানান ধরণের স্কিম নিয়ে আসে এই ব্যাংক। আর এবারেও গ্রাহকদের হোম লোনের ক্ষেত্রে বড়সড় সুবিধা দিচ্ছে এই ব্যাঙ্ক। চলুন এই বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক।

কত বছর কত টাকা দিতে হবে? কত টাকা ইএমআই দিতে হবে? (How much EMI is to be paid in Rs?)

ঋণের পরিমান: কোনো ব্যক্তি যদি ২০ বছরের জন্য ৩০ লাখ টাকার হোম লোন নিয়ে থাকেন তাহলে সেই ব্যক্তিকে ৮.৫ শতাংশ সুদের হারে ২০ বছরে ৩২.৪৮ লাখ টাকা দিতে হবে।

আরও পড়ুন:  আধারে জমা দিতে হবে এই দুটি কাগজ, না জানলে সব শেষ!

EMI বাবদ: পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ক্ষেত্রে ৮.৫ শতাংশ হারে হোম লোন দেওয়া হবে। সেক্ষেত্রে কেউ যদি এই ব্যাঙ্ক থেকে হোম লোন নিয়ে থাকেন তাহলে ৮.৫ শতাংশ সুদের হারে তাকে প্রতিমাসে ২৬,০৩৫ টাকা দিতে হবে।

কিভাবে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক থেকে লোন নেবেন? (How to take loan from Punjab National Bank?)

এই বিষয়ে জানতে হলে আপনাকে আপনার নিকটবর্তী পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে গিয়ে যোগাযোগ করতে হবে।

আরও পড়ুন: গুগল পে-এর দুর্দান্ত অফার! ৬৫০ টাকা পাওয়ার বিরাট সুযোগ, কীভাবে পাবেন জানুন

হোম লোনের জন্য কি কি নথি লাগবে? (What documents are required for the loan?)

  1. আধার কার্ড
  2. ভোটার কার্ড
  3. প্যান কার্ড
  4. পাসপোর্ট সাইজ ফটো

এছাড়া আপনি আপনার যাবতীয় সব নথি নিয়ে যেতেই পারেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।