Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Voter With Mobile Number Link: ভোটার কার্ডে মোবাইল নম্বর লিঙ্ক করুন, সহজ পদ্ধতি দেখুন

Advertisements
Advertisements

Voter With Mobile Number Link: বর্তমান সময়ে দাঁড়িয়ে সবক্ষেত্রে আধার কার্ডের প্রয়োজন পড়লেও ভোটার কার্ড কিন্তু অন্যতম পরিচয় পত্রের মধ্যে একটি। আধার কার্ডেরও বহু আগে এই ভোটার কার্ড দিয়েই সবকিছু মিটটো। এখন অনেক কিছুতেই ভোটার কার্ডের প্রয়োজন হয়। মূলত নাগরিকরা ১৮ বছর হয়ে গেলেই আধার কার্ডের প্রয়োজন পড়ে। সেক্ষেত্রে মোবাইল নম্বরের সঙ্গে ভোটার আইডির লিঙ্ক করা খুবই প্রয়োজন। যেটি কিনা গ্রাহকদের সঙ্গে সবকিছুর যোগাযোগ ও স্বচ্ছতা উন্নত করতে সাহায্য করে।

Advertisements

তবে, কীভাবে আপনি ভোটার আইডিতে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করবেন চলুন তবে জেনে নেওয়া যাক (Voter With Mobile Number Link)।

কিভাবে একটি ভোটার আইডির সাথে একটি মোবাইল নম্বর লিঙ্ক করবেন? (How to Link a Mobile Number with a Voter ID?)

  1. প্রথমেই আপনাকে অফিসিয়াল NVSP ওয়েবসাইটে যেতে হবে।
  2. এরপর ‛সাইন-আপ’ বোতামে ক্লিক করতে হবে।
  3. তারপর আপনার মোবাইল নম্বর, ইমেল এবং ক্যাপচা কোড লিখে পরবর্তী ধাপে এগিয়ে যেতে হবে।
  4. এরপর আপনার মোবাইল নম্বর এবং ইমেলে আসা OTP লিখে ‛যাচাই করুন’ এ ক্লিক করুন।
  5. তারপর পাস, আপনার মোবাইল নম্বর, ওয়ার্ড, ক্যাপাচা এবং ওপি ভাইরাস NVSP ওয়েবসাইটে ‘লগইন’ করুন।
  6. এরপর আপনার মোবাইল নম্বর লিঙ্ক করে হোমপেজে ‛ফর্ম ৪ পূরণ করে ক্লিক করুন।
  7. তারপর ‛কারেকশন অফ এন্ট্রি ইন এক্সিস্টিং ইলেক্টোরাল রোল’ অপশনটি ক্লিক করতে হবে।
  8. এরপর ৪ নং ফর্ম রাজ্য, জেলা এবং বিধানসভা/সংসদীয় নির্বাচনী এলাকা স্বয়ংক্রিয়ভাবে পূরণ করা হবে।
  9. তারপর ‘পরবর্তী’ অপশনটি ক্লিক করুন।
  10. এরপর আপনার আধার নম্বর, মোবাইল নম্বর, বা ইমেল লিখে আবারও ‛পরবর্তী’ অপশনটি ক্লিক করুন।
  11. তারপর অ্যাপ্লিকেশনের শেষ বিভাগে, ক্যাপচা কোড লিখুন এবং ‛ওটিপি পাঠান’ বোতামে ক্লিক করুন। এরপর আপনার মোবাইল নম্বরে প্রাপ্ত OTP লিখুন এবং ‛জমা দিন’ অপশনে ক্লিক করুন। আর তারপরই আপনার মোবাইল নম্বরটি আপনার ভোটার আইডি কার্ডের সাথে লিঙ্ক করা হবে।

আরও পড়ুন: ইন্টারভিউর মাধ্যমে ব্যাঙ্কে নিয়োগ, এইভাবে আবেদন করুন

ভোটার আইডির সাথে মোবাইল নম্বর লিঙ্ক করার সুবিধা (Facility to link Voter With Mobile Number Link)

  • আপনার ভোটার আইডির সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করলে আপনি আপনার ভোটার আইডি কার্ডের স্থিতি পরীক্ষা করতে পারবেন।
  • আপনার ভোটার আইডির সাথে আপনার মোবাইল নম্বর লিঙ্ক করলে আপনি অনলাইনে আপনার ভোটার আইডিতে প্রয়োজনীয় পরিবর্তন করতে পারবেন।
  • ভারত সরকার ভোটার আইডি কার্ড হোল্ডারকারীদের সম্মতি ছাড়া ভোটার আইডি কার্ডের নম্বর সরিয়ে দেবে না। যদি আপনার ভোটার আইডি কার্ডে বড় পরিবর্তনের প্রয়োজন হয়, তাহলে আপনি আপনার মোবাইল নম্বর থেকে একটি এসএমএস এর মাধ্যমে পরিবর্তন করতে পারবেন।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।