Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Reliance jio Work From Home 2024 : শুধুমাত্র My Jio অ্যাপ ফোনে ইন্সটল করা থাকলেই পাবেন হাজার হাজার টাকা

Advertisements
Advertisements

Reliance Jio Work Form Home 2024:

বর্তমানে দেশে যে রূপ চাকরির মন্দা চলছে তাতে যেকোনো চাকরির খবর বেকার যুবক-যুবতীদের আশার আলো দেখাচ্ছে। যে সকল বেকার যুবক-যুবতীরা চাকরির জন্য হন্য হয়ে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তাদের জন্য আজকে আমরা নিয়ে এসেছি এক দুর্দান্ত ফ্রিল্যান্সিং কাজের খবর। যেকোনো শিক্ষাগত যোগ্যতায় বিদ্যালয় বা কলেজের ছাত্র-ছাত্রীরা অথবা গৃহবধূ কিংবা অবসরপ্রাপ্ত যেকোনো ব্যক্তি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। এই চাকরির জন্য লাগবে না কোনরকম কম্পিউটার বা ল্যাপটপ। শুধুমাত্র মোবাইল ফোনের মাধ্যমেই করা যাবে এই কাজ। শুধু তাই নয়, এই কাজের জন্য আলাদা করে হিন্দি বা ইংরেজি মত কোন ভাষা জানারও প্রয়োজন নেই। নিজের মাতৃভাষাতে নিজের বাড়িতে বসেই আপনি খুব সহজেই করতে পারবেন এই কাজটি। আজ এ প্রতিবেদনা আপনাদের সেই কাজ সম্বন্ধে সমস্ত তথ্য জানানো হবে। তাহলে দেরি না করে আসুন জেনে নিন এই কাজের বিস্তারিত তথ্য।

নিয়োগকারী সংস্থা :- রিলায়েন্স জিও
পদের নাম :- জিও কাস্টমার এসোসিয়েট (ফ্রিল্যান্সার)

Advertisements

এই কাজে যুক্ত হওয়ার জন্য সর্বপ্রথম রেজিস্ট্রেশন করতে হবে। কিভাবে রেজিস্ট্রেশন করতে পারবেন সেই সম্পূর্ণ স্টেপগুলি আমাদের এই প্রতিবেদনে দিয়ে দেওয়া হলো। তাহলে দেরি না করে নিম্নলিখিত স্টেপ গুলি অনুসরণ করে সেরে ফেলুন আপনার রেজিস্ট্রেশন প্রক্রিয়া।

১: প্রথমে গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করুন ‘Jio Career App‘.

২: এরপর অ্যাপটিকে আপনার ফোনে ইন্সটল করে নিন।

৩: রেজিস্ট্রেশনের তৃতীয় ধাপে অ্যাপটি ওপেন করে সেখানে আপনার নিজস্ব কিছু তথ্য অর্থাৎ আপনার নিজের নাম, বাবার নাম, ইমেইল আইডি, ফোন নাম্বার ইত্যাদি যা যা তথ্য চাওয়া হবে তা পূরণ করে রেজিস্ট্রেশনের নেক্সট ধাপে প্রবেশ করুন।

৪: আপনার নিজস্ব তথ্য বিয়ে রেজিস্ট্রেশনের পর আপনার ইমেইল আইডিতে জিও এর তরফ থেকে একটি ইমেইল আসবে। সেখানে আপনাকে আপনার ইউজার নেম ও পাসওয়ার্ড দিয়ে দেওয়া হবে।

আবেদন পদ্ধতি :-
অ্যাপটিতে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে গেলে আপনাকে এই কাজে আবেদনের জন্য নিম্নলিখিত স্টেপগুলি অনুসরণ করতে হবে।
১) প্রথমে New User অপশনটিতে ক্লিক করুন। এতে একটি নিউ পেজ ওপেন হবে যেখানে একটি ফর্ম খুলে যাবে আপনার সামনে।

২) এরপর ফর্মটিতে সঠিকভাবে আপনার আধার কার্ডে লেখা আপনার নাম, ইমেল আইডি, ফোন নাম্বার ইত্যাদি তথ্য দিয়ে পূরণ করতে হবে।

৩) এরপর নিজস্ব একটি পাসওয়ার্ড তৈরি করে ‘confirm password’ অপশনটিতে ক্লিক করে দিন এবং তার নিচে দিয়ে দিন আপনার আধার কার্ডের নম্বর।

৪) এরপর আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করে নিন।

৫) এরপর অনেকগুলি কাজের অপশন দেখতে পাবেন। এর মধ্যে থেকে ‘ফ্রিল্যান্সার’ অপশনটি বেছে নিতে হবে।

৬) সবশেষে নিজের জায়গা বেছে নিয়ে Apply Now অপশনে ক্লিক করলে আপনার আবেদন পত্রটি জমা হয়ে যাবে।

আরো পড়ুন : ৬.৫ কোটি গ্রাহক পাবেন ১ লক্ষ করে টাকা, ৩ দিনের মধ্যে টাকা ঢুকবে

নিয়োগ পদ্ধতি :-
জিও কাস্টমার এসোসিয়েট (ফ্রিল্যান্সার) পদে চাকরির নিয়োগ হবে ভিডিও ইন্টারভিউ এর মাধ্যমে। অর্থাৎ যোগ্য চাকরিপ্রার্থীদের বেছে নেওয়া হবে ভিডিও ইন্টারভিউয়ের মাধ্যমে। তবে তার আগে চাকরি প্রার্থীদের দিতে হবে একটি অ্যাসেসমেন্ট পরীক্ষা।

অ্যাসেসমেন্ট পরীক্ষায় যোগ দেবেন কীভাবে?
১: প্রথমেই আপনাকে অ্যাসেসমেন্ট অপশন এ ক্লিক করতে হবে

২: এরপর ক্লিক করতে হবে ‘Access Yourself’ অপশনে।

৩: এরপর ‘yes’ অপশনে ক্লিক করলেই আপনি একটি অন্য ইন্টারফেস এ প্রবেশ করবেন।

৪: এখানে আপনার মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে। আপনার মোবাইল নম্বরে আসা সেই ওটিপি টি লিখে এই অ্যাসেসমেন্ট টেস্টের ভিতরে প্রবেশ করতে পারবেন।

৫: এরপর ‘জিও কাস্টমার অ্যাসোসিয়েট অ্যাসেসমেন্ট’ অপশনে ক্লিক করতে হবে।

তবে এক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে মুখ যেন ক্যামেরার সামনে স্পষ্ট ভাবে দেখা যায়। কারণ সঠিকভাবে মুখ দেখা না গেলে চাকরিপ্রার্থীর আবেদন বাতিল করে দেওয়া হবে। তাই ইন্টারভিউতে বসার আগে মোবাইল স্ক্রিনে আসা সমস্ত নির্দেশগুলি ভালোভাবে পড়ে অ্যাসেসমেন্ট পরীক্ষার প্রশ্নের উত্তরগুলি দিতে হবে এবং সবশেষে সেগুলি সাবমিট করতে হবে।

ভিডিও ইন্টারভিউ কীভাবে দেবেন?
অ্যাসেসমেন্ট পরীক্ষার উত্তর সাবমিট করা হলেই নেওয়া হবে ভিডিও ইন্টারভিউ। এর জন্য প্রথমে ভিডিও ইন্টারভিউ অপশনটিতে ক্লিক করতে হবে। এরপর ভিডিওর মাধ্যমে ইন্টারভিউ দেওয়ার জন্য আপনাকে ক্যামেরার সামনে সরাসরি বসতে হবে। ভিডিও ইন্টারভিউতে বসার আগে খেয়াল রাখতে হবে আপনার ব্যাকগ্রাউন্ড যাতে সাদা বা হালকা রঙের হয়। এরপর ভিডিও ইন্টারভিউতে যে প্রশ্ন গুলি করা হবে সেগুলি দেড় মিনিটের মধ্যে আপনাকে সুন্দর ভাবে উত্তর দিতে হবে। ভিডিও ইন্টারভিউ এর উত্তরগুলি রিভিউ করার পরেই যোগ্য প্রার্থীকে এই চাকরির জন্য নিয়োগ করা হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।