Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

EPFO New Rules: ৬.৫ কোটি গ্রাহক পাবেন ১ লক্ষ করে টাকা, ৩ দিনের মধ্যে টাকা ঢুকবে

Advertisements
Advertisements

EPFO New Rules: গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর! মাত্র ৩ দিনে ১ লক্ষ করে টাকা পাবেন মানুষজন। তাও আবার ৬.৫ কোটি গ্রাহক। সম্প্রতি এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন PF থেকে টাকা তোলার প্রক্রিয়াকে খুবই সহজ করেছে। যারফলে ৬ কোটিরও বেশি পিএফ গ্রাহক সুবিধা পাবেন। আপনি জানলে অবাক হবেন যে, মাত্র ৩দিনের মাথায় আপনার একাউন্টে এই তাকে ঢুকে যাবে।

Advertisements

কিন্তু কিভাবে এই টাকা পাবেন? পদ্ধতি কী? আর কত টাকাই বা পাবেন চলুন একনজরে জেনে নেওয়া যাক।

অটো মোড সিস্টেমের মাধ্যমে কিভাবে ব্লেম সেটেলমেন্ট  করা হবে?

এই বিষয়ে বলতে গেলে বলা যায় যে, এই ফান্ডের ব্লেম সেটেলমেন্টের জন্য অটো মোডটি ২০২০ সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছিল। কিন্তু সেই সময়ে শুধুমাত্র অসুস্থতার সময় টাকা তোলা যেতো। তবে, বর্তমানে এর পরিধি বাড়ানো হয়েছে। কোনো ব্যক্তি অসুস্থতা, শিক্ষা, বিয়ে এমনকি বাড়ি কেনার জন্য EPF থেকে টাকা তুলতে পারবেন। শুধু তাই নয় গ্রাহকরা বোন বা ভাইয়ের বিয়ের জন্যও টাকা তুলতে পারেন।

আরও পড়ুন: ATM থেকে টাকা উঠলো না, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল? এবার করণীয় কি?

অ্যাডভান্স ফান্ড কিভাবে তুলবেন?

  1. এক্ষেত্রে প্রথমেই আপনাকে EPFO পোর্টালে লগ ইন করতে হবে। আর তারজন্য প্রয়োজন UAN এবং পাসওয়ার্ড।
  2. এরপর লগইন করার পর আপনাকে অনলাইন পরিষেবাগুলিতে যেতে হবে। আর তারপর ক্লেম সেকশন নির্বাচন করতে হবে।
  3. তারপর আপনাকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ভেরিফাই করতে হবে। কেননা, এই ব্যাঙ্ক অ্যাকাউন্টেই অ্যাডভান্স টাকা আসবে।
  4. এরপর আপনাকে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চেক অথবা পাসবুকের একটি কপি আপলোড করতে হবে।
    এমনকি তারপর আপনাকে বলতে হবে কি কারণে আপনি টাকা তুলতে চান৷
  5. আর তারপর আপনাকে আরও কিছু ফর্মালিটি পূরণ করে আবেদন করতে হবে। এরপর ৩-৪দিনের মধ্যে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! বৃদ্ধি পেল DA? এবার এত টাকা বেশি পাবেন

এক্ষেত্রে গ্রাহকরা কত টাকা পর্যন্ত তুলতে পারবেন?

সম্প্রতি ইপিএফ অ্যাকাউন্ট থেকে অ্যাডভান্স ফান্ডের সীমা বাড়ানো হয়েছে। আগে এর মাধ্যমে ৫০ হাজার টাকা তোলা যেত। আর এখন সেটি বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। এক্ষেত্রে কারোর অনুমোদনের প্রয়োজন পড়েনা। মাত্র তিন দিনের মধ্যে গ্রাহকের অ্যাকাউন্টে টাকা পৌঁছে যাবে। এরজন্য গ্রাহককে কিছু ডকুমেন্ট জমা দিতে হবে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।