Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Ration Update: আর ৫ কেজি নয়, এবার ১০ কেজি করে ফ্রি রেশন মিলবে! জানুন কবে থেকে পাবেন?

Advertisements
Advertisements

Ration Food Grain 2024: দেশের নাগরিকদের জন্য এল বড়সড় সুখবর! এবার থেকে আর ৫ কেজি করে নয় ১০ কেজি করে চাল পাবেন গ্রাহকরা। সামনেই আসছে লোকসভা ভোট। আর ভোটের আগে জনগনের মনজয় করতে রাজ্য থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার নানান কিছুই করছেন। আর এই সুযোগে জনগণও বেশ সুবিধা ভোগ করছে। আর এসবের মাঝেই সম্প্রতি আরও একটি সুখবর মিললো।

Advertisements

Ration Update 2024

সালটা ছিল ২০২০। করোনার কবলে পড়েছিল গোটা দেশবাসী। আর সেইসময় দেশের মানুষদের সুবিধার্থে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা চালু করা হয়। আর এই রেশন কার্ডের ভিত্তিতে কাউকে সস্তায় আবার কাউকে বিনামূল্যে রেশন দেওয়া হয়। তবে, বর্তমান সময়ে দাঁড়িয়ে সেই নিয়মে কিছু পরিবর্তন এসেছে। এমনকি বলা যায় যে, করোনার কথা চিন্তা করে দেশবাসীর জন্য যে, রেশনের কথা চিন্তা করা হয়েছিল তা আজ করোনা মিটে যাওয়ার পরও বহমান।

আরও পড়ুন: ATM থেকে টাকা উঠলো না, কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা কেটে গেল? এবার করণীয় কি?

তবে, মাঝে অনেকবারই এই ফ্রি রেশন নিয়ে নানান প্রশ্ন উঠেছে। এমনকি এই রেশন বন্ধ হয়ে যাওয়া নিয়েও নানান জল্পনা তৈরি হয়েছে। যদিও এখনও পর্যন্ত সেসব নিয়ে কোনো খবর প্রকাশ্যে আসেনি। বরং তার মাঝে এসেছে বড়সড় সুখবর। আর সেই সুখবর হল আরও ৫ বছর দেশের মানুষদের বিনামূল্যে রেশন দেওয়া হবে। এমনকি এও বলা হয় যে, এখনও অবধি যে রেশন ৫ কেজি করে দেওয়া হত আগামীদিনে সেই রেশন ১০ কেজি করে দেওয়া হবে।

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য সুখবর! বৃদ্ধি পেল DA? এবার এত টাকা বেশি পাবেন

এই বিষয়টি প্রকাশ্যে আসার পর বিরোধী পার্টি একেবারেই চুপ থাকেননি। বরং এই বিষয়ে কংগ্রেসের তরফে দাবি করা হয়েছে, যে, চতুর্থ দফা ভোটের শেষে ইন্ডিয়া জোট ভালো জায়গায় রয়েছে। দেশের মানুষ নরেন্দ্র মোদির সরকারকে বিদায় জানানোর জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সেই ঘন্টা বাজবে ৪ জুন। বরং কংগ্রেস বলেন যে, এবার ইন্ডিয়া জোট ক্ষমতায় এলেই আমরা দেশের গরীব মানুষদের প্রতি মাসে ১০ কেজি করে ফ্রি রেশন দেব। এবার শুধু দেখার পালা আগামী দিনে কি হয়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।