Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

APY Scheme: আধার কার্ড থাকলেই সরকার দেবে ৫,০০০ টাকা! এইভাবে আবেদন করুন

Advertisements
Advertisements

APY Scheme: চাকরি জীবনে উপার্জনের সাথে খরচ করলেন প্রাণভরে কিন্তু অবসরে! সেই চিন্তা প্রত্যেক মানুষের। সরকারি চাকরির ক্ষেত্রে পেনশন পাওয়া যায় কিন্তু বাকিদের ক্ষেত্রে এটা চিন্তার বিষয় হয়ে থাকে। আর এই চিন্তা লাঘব করতেই সরকার এনেছে এক প্রকল্প। এখানে আপনার আধার কার্ড থাকলেই পেয়ে যাবেন আর্থিক সহায়তা। আসলে বর্তমানে বিভিন্ন সরকারি বেসরকারি কাজে গুরুত্বপূর্ণ নথি হিসাবে প্রয়োজন পরে আধার কার্ডের। তাই এই নথির মাধ্যমে এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন আপনি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Advertisements

জীবনে অবসর অধ্যায়ের সময় টা অর্থনৈতিকভাবে দৃঢ় করতে আনা হয়েছে এই প্রকল্প। যাদের আধার কার্ড রয়েছে তারা কেন্দ্রীয় সরকারের এই যোজনায় নাম নথিভুক্ত করার জন্য অনলাইনে আবেদন জানাবেন জানাতে পারবেন।

সরকারের তরফে আনা প্রকল্পটির কথা বলা হচ্ছে সেটি হল ‘অটল পেনশন যোজনা'(Atal Pension Yojana). রাষ্ট্রীয় পেনশন নীতির অন্তর্ভুক্ত এই প্রকল্পের মূল উদ্দেশ্য যারা কোন সরকারি সংস্থায়ী চাকরি করেন না অর্থাৎ পেনশনের সুবিধা থেকে বঞ্চিত তাদের এই প্রকল্পের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্টের টাকা পাঠানো হয়।

অটল পেনশন যোজনায় (APY Scheme) কীভাবে এই টাকা পাবেন?

এই প্রকল্পে একটি সামান্য পরিমাণ টাকা বিনিয়োগ করতে হয় এবং ৬০ বছর বয়স পূর্ণ হলে ওই ব্যক্তি ৫০০০-১০০০০ টাকা পান।
এখানে সিঙ্গেল ও যৌথ উভয় ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। সিঙ্গেল অ্যাকাউন্টে বিনিয়োগ করে থাকলে সর্বোচ্চ ৫০০০ টাকা করে পেনশন হিসাবে পাবেন। আর যৌথ অ্যাকাউন্টের ক্ষেত্রে ১০ হাজার টাকা মিলবে।

আরও পড়ুন: ৬.৫ কোটি গ্রাহক পাবেন ১ লক্ষ করে টাকা, ৩ দিনের মধ্যে টাকা ঢুকবে

কারা এই প্রকল্পে বিনিয়োগ করতে পারবেন?

  1. বিনিয়োগকারীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হবে। ১৮-৪০ বছর বয়সী পর্যন্ত যে কেউ এই প্রকল্পে আবেদন করতে পারবেন।
  2. পোস্ট অফিস বা ব্যাঙ্ক যে কোনো জায়গা থেকে এই প্রকল্পে বিনিয়োগ করা যায়।
  3. যারা আইকর দেন তারা এই প্রকল্পে টাকা জমাতে পারবেন না।

আরও পড়ুন: লিংক নেই, পরে আসুন, আর চলবে না ব্যাঙ্কের মনমর্জি, এই নাম্বার সেভ করে নিন

৫০০০ টাকা পেতে কত টাকা বিনিয়োগ করতে হবে?

কেউ যদি ১৮ বছর থেকে এই স্কিমে টাকা রাখা শুরু করেন তাহলে বর্তমানে সুদের হার অনুযায়ী ৬০ বছর পূর্ণ হলে পেনশন পাবেন ৫০০০ টাকা এরজন্য দৈনিক তাকে দিতে হবে ৭ টাকা। একজন ব্যক্তি যে পরিমাণ বিনিয়োগ করবে সেই মতোন রিটার্ন পাবেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।