Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

West Bengal Cyclone Alert 2024: ধেয়ে আসছে বিধ্বংসী ঝড় রেমাল! কোথায় কোথায় তান্ডব চালাবে? দেখুন

Advertisements
Advertisements

West Bengal Cyclone Alert 2024: চলতি বছর এপ্রিল থেকেই উত্তর থেকে দক্ষিণ পারদের লাফে হাঁসফাস অবস্থা হয়েছিল বঙ্গবাসীর। মে মাসের শুরুতেই রেকর্ড ভেঙেছিল কলকাতা। তবে তীব্র দাবাদহের পর গত কয়েকদিনে মিলেছে স্বস্তির আভাস। বৃষ্টির দৌলতে কিছুটা হলেও গরম থেকে মুক্তি পেয়েছে শহরবাসী।‌ তবে সেই আরামের মেজাজ কাটতে না কাটতেই এবার দুর্যোগের আশঙ্কা!

Advertisements

আকস্মিক এই বৃষ্টি আনন্দ সৃষ্টি করলেও এবার আসছে বড়ো দূর্যোগ, হ্যা এমনটাই খবর শোনালো হাওয়া অফিস। প্রায় ফি বছর পশ্চিমবঙ্গ গাঙ্গেয় উপকূলবর্তী এলাকায় তান্ডব দেখায় ঘূর্ণিঝড়। কখনো আয়লা, কখনো আমফান কখনো ইয়াস। আর বর্তমানে আবহাওয়া দপ্তর সূত্রে খবর ফের প্রবল গতি বেগে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল(West Bengal Cyclone Alert 2024 Remal)। বিভিন্ন সংবাদমাধ্যমে ইতিমধ্যে এই নিয়ে চর্চা তুঙ্গে এরমধ্যে আবহাওয়া দপ্তর কী বলছে! কতটা শক্তিশালী হবে এই ঝড়!

আরও পড়ুন: ৬.৫ কোটি গ্রাহক পাবেন ১ লক্ষ করে টাকা, ৩ দিনের মধ্যে টাকা ঢুকবে

মৌসমভবন সূত্রে খবর, চলতি মাসেই বঙ্গোপসাগরে দুটি নিম্নচাপ তৈরি হতে পারে। ২০ মে দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে ঘূর্ণবর্ত
(Remal Cyclone Alert)। এরপর সেটি ক্রমে উত্তর দিকে অগ্রসর হবে। এরপর শক্তি বাড়িয়ে ২৪ মে নাগাদ ঘূর্ণিঝড়ে পরিণত হবে। আর ২৫ মে সন্ধ্যার পর পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলে আছড়ে পড়তে পারে। তবে ঝড়টি কতটা শক্তিশালী হবে ও কতটা ক্ষয়ক্ষতি করতে পারে তা স্পষ্ট নয়।

আরও পড়ুন: লিংক নেই, পরে আসুন, আর চলবে না ব্যাঙ্কের মনমর্জি, এই নাম্বার সেভ করে নিন

যদি গত কয়েক বছরের দিকে চোখ রাখি তাহলে দেখতে পাওয়া যাবে ২৫ মে ২০০৯ সালে আইলা, ২০মে ২০২০ তে আম্ফান ধ্বংসলীলা চালিয়েছিল। এবার এবছর মে মাসের শেষের দিকে রাজ্য ও প্রতিবেশী দেশ বাংলাদেশে আবারো প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কা দেখা দিয়েছে। তাই স্বভাবতই তাই অশনি সংকেত দেখছে রাজ্যবাসী। ঘূর্ণিঝড় (Cyclone Alert) ‘রেমাল’ কতটা শক্তিশালী হবে, সুপার সাইক্লোনে পরিণত হবে কিনা তার দিকেই নজর রয়েছে আবহাওয়াবিদদের।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।