Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

DA Hike: সরকারি কর্মীদের জন্য সুখবর! বৃদ্ধি পেল DA? এবার এত টাকা বেশি পাবেন

Advertisements
Advertisements

DA Hike: বর্ধিত DA সহ বেতন এমাসেই ঢুকবে সরকারি কর্মীদের একাউন্টে! কিন্তু কতটাকা ঢুকবে তা জানেন কি? ইতিমধ্যেই রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত চার শতাংশ বর্ধিত মহার্ঘ ভাতার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই টাকাও তারা হাতে পাচ্ছেন। এই বিষয়ে মুখ্যমন্ত্রী দাবি করেছেন যে, সরকারি কর্মী সহ তাদের পরিবার তার কাছে নিজের পরিবারের সমান। আর তাই তাদের আপদে বিপদে তিনি সবসময় পাশে থাকবেন।

Advertisements

কিন্তু তারপরেও রাজ্য সরকারি কর্মীরা খুশি হয়নি। কেননা তারা কেন্দ্রীয় হারে ডিএ-র দাবিতে আইনি লড়াইতে নেমেছে।অনশন থেকে শুরু করে কিছুই বাদ তাদের পাশাপাশি সংগ্রামী যৌথ মঞ্চেও এই দাবিতে আন্দোলন করেছিল। আর তারপর রাজ্য বাজেটের দিন সরকারি কর্মীদের আরও ৪ শতাংশ DA বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছিল। তবে, বর্ধিত এই ৪ শতাংশ DA কবে থেকে মিলবে সেই ব্যাপারেই উঠছে প্রশ্ন।

আরও পড়ুন: পোস্ট অফিসে দরকার পড়ছে এই নথির, টাকা তোলা, বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হবে

তাহলে জানিয়ে রাখি যে, বর্ধিত এই DA মে মাস থেকে মিলবে। অন্তত বাজেটে তেমনটাই বলা হয়েছিল। আর সেই জায়গায় দাঁড়িয়ে বলা যায় যে, আগের ১৪ শতাংশ DA এদিনই সরকারি কর্মীদের একাউন্টে ঢুকে যাবে। তবে, এই DA বৃদ্ধির ফলে কারা সবচেয়ে বেশি উপকৃত হবেন জানেন কি? তারা হলেন বিসিএস ক্যাডারের কর্মীরা। কেননা তাদের মধ্যে সবথেকে উঁচু পদ ‛সিনিয়র স্পেশাল সেক্রেটারি’।

আরও পড়ুন: অ্যাকাউন্টে ঢুকছে ২১,০০০ টাকা! আপনি SMS পেলেন কি? এটা কিসের টাকা? জানুন

আর এই পদের কর্মরতদের বেসিক স্যালারি হয় প্রায় ১ লাখ ৯০ হাজার টাকার কাছাকাছি। সেই টাকায় ৪ শতাংশ বর্ধিত DA মানেই এবার থেকে তারা প্রায় ৮০০০ টাকা বাড়তি পাবেন। তবে, অন্যান্য রাজ্য সরকারি কর্মীদের ক্ষেত্রে গড়ে ৮০০ টাকা করে বাড়বে। যদিও কেন্দ্রীয় হারে কবে DA বাড়ানোর যে কেস আদালতে চলছে সেই রায় এখনও পর্যন্ত বেরোয়নি। তাহলে আদেও সরকারি কর্মীদের টাকা কেন্দ্রীয় হারে বাড়বে কিনা সেকথা বলবে সময়ই।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।