Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Post Office New Rules: পোস্ট অফিসে দরকার পড়ছে এই নথির, টাকা তোলা, বিনিয়োগের ক্ষেত্রে দেখাতে হবে

Advertisements
Advertisements

Post Office New Rules: পোস্ট অফিসের নিয়মে এল বড়সড় বদল! এবার থেকে এই জিনিসটি না থাকলে পোস্ট অফিসের আর কোনো স্কিমেই বিনিয়োগ করা যাবেনা। পিপিএফ থেকে শুরু করে এনএসসি সহ অন্যান্য যেকোন ছোট প্রকল্পের ক্ষেত্রেই এটি প্রয়োজন। কিন্তু সেই ডকুমেন্টটি আসলে কি? চলুন আজকের এই প্রতিবেদনের মাধ্যমে সেই বিষয়েই বিস্তারিত আলোচনা করবো।

Advertisements

বর্তমান সময়ে দাঁড়িয়ে শোনা যাচ্ছে যে, পোস্ট অফিস এবার আয়কর বিভাগের সঙ্গে ক্রস চেক করে স্থায়ী একাউন্ট নম্বর বিবরণের বৈধতা যাচাই করবে। আর এই যাচাইয়ের কারণ হল কার আধারের সঙ্গে লিঙ্ক করা আছে। এমনকি তাদের দেওয়া তথ্য কতখানি সঠিক তাও জানবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে বলা যায় যে, এবার থেকে পোস্ট অফিসের যেকোন স্কিমে বিনিয়োগ করার জন্য প্যান ও আধার কার্ড বাধ্যতামূলক।

আরও পড়ুন: বিড়ি প্রেমীদের জন্য খারাপ খবর! পশ্চিমবঙ্গে আর নাও মিলতে বিড়ি

আর সেখানে যদি কোনো রকমের গরমিল থাকে তাহলে সেই ব্যক্তি পোস্ট অফিসের কোনো স্কিমে বিনিয়োগ করতে পারবেন না। ওদিকে পোস্ট অফিসের তরফ থেকে ৭ মে, ২০২৪-এ জারি করা একটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে, ১ মে, ২০২৪ থেকে প্যান বৈধতা সংক্রান্ত প্রোটিন সিস্টেমটি সংশোধন করা হয়েছে। যেখানে সাধারণ বিধিমালা ২০১g এর বিধি ৬ এর বিধান অনুসারে বিজ্ঞপ্তি নং G.s.R এর মাধ্যমে সংশোধন করা হয়েছে। যা ২৩৮(E) SB অর্ডার নং ৮/২০২৩ তারিখ ০৩.০৪.২০২৩-এর মাধ্যমে প্রচারিত।

আরও পড়ুন: অযোগ্য ও যোগ্য প্রার্থী কারা? CBI-এর হাতে চলে এল SSC-এর লিস্ট!

চলুন এবার কোন কোন ক্ষেত্রে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক সেটা দেখে নেওয়া যাক

  1. কোনো আর্থিক বছরে একাউন্টের ক্রেডিট ১ লক্ষ টাকা ছাড়িয়ে গেলে প্যান কার্ড দেওয়া বাধ্যতামূলক।
  2. একাউন্টের ব্যালেন্স ৫০ হাজার টাকা ছাড়িয়ে গেলে প্যান কার্ড দিতে হবে।
  3. এমনকি কোন মাসে একাউন্টে টাকা জমা দেওয়া ও তোলার পরিমান ১০ হাজার টাকা ছাড়িয়ে গেলে প্যান কার্ড লাগবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।