Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Indian Railways: ট্রেনের টিকিট কাটলেই এই ৬ টি সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন! জানুন কি কি মিস করছেন

Advertisements
Advertisements

Indian Railways: ট্রেনের টিকিট কাটলেই যাত্রীরা মিস করছেন এই ৬টি সুযোগ! কিন্তু সেই সুযোগ গুলি কি জানেন? আজকের এই প্রতিবেদনে সে বিষয়ে বিস্তারিত আলোচনা করবো। ঘুরতে যেতে কেই না ভালোবাসে বলুন তো দেখি? আর দূর জায়গায় ঘুরতে যাওয়ার অন্যতম প্রধান একটি মাধ্যম হল ট্রেন। বর্তমান সময়ে দাঁড়িয়ে গরিব বলুন বা বড়লোক সকলেরই যোগাযোগের একটি মাধ্যম এটি। সবকিছুতেই ট্রেনই আমাদের ভরসা।

Advertisements

বলতে গেলে প্রতিদিন প্রায় ২ কোটি মানুষ ট্রেনে যাতায়াত করেন। তারমধ্যে অনেকে টিকিট কাটেন আবার অনেকেই টিকিট কাটেন না। কিন্তু যারা টিকিট কেটে ভ্রমণ করেন তারা কিন্তু ওই টিকিটের মাধ্যমে ট্রেনের একটি সিট রিজারভেশন ছাড়াও একাধিক সুবিধা পাবেন। এই বিষয়ে রাঁচি রেলওয়ে বিভাগের সিনিয়র ডিসিএম নিশান্ত কুমার বলেছেন যে, ট্রেনের টিকিটের অনেকগুলি ব্যবহার রয়েছে।

তারমধ্যে খাবার থেকে শুরু করে প্রাথমিক চিকিৎসা সহ জরুরি এবং প্রসূতিরা সব ধরণের সুবিধাই পেয়ে থাকবেন। কিন্তু এছাড়াও কোন কোন সুবিধা মিলবে জানেন কি? চলুন সেটাই এবার একনজরে জেনে নেওয়া যাক।

১.আপনি জানেন কি ভারতীয় রেলে বালিশ থেকে শুরু করে বিছানার চাদর সহ কম্বল এসি ১, ২ এবং ৩ তে ফ্রিতে পাওয়া যায়৷ এবার আপনি যদি এসিতে ট্রাভেল করেন এবং আপনার বার্থে এই জিনিসগুলি না থাকে তাহলে আপনি টিকিট দেখিয়ে এই জিনিসগুলি চেয়ে নিতে পারেন। সেইজন্য আপনাকে কিছু পে করতে হবেনা।

২.যদি কোনো ব্যক্তির কাছে ট্রেনের কনফার্ম টিকিট থাকে তাহলে আপনার থাকার জন্য যদি হোটেলের প্রয়োজন হয় তাহলে আপনি IRCTC-র ডরমেটরি ব্যবহার করতে পারেন। যেখানে আপনি মাত্র ১৫০ টাকা দিয়ে একটি বিছানা ও বিছানার সামগ্রী পেতে পারেন। তবে, মাথায় রাখবেন এই ব্যবস্থা শুধুমাত্র আপনি ২৪ ঘন্টার জন্যই পাবেন।

আরও পড়ুন: এই কার্ড বানালে মাসে মাসে ৩,০০০ টাকা দিচ্ছে সরকার, আবেদন চলছে

৩.যেসব যাত্রীর কাছে ট্রেনের কনফার্ম টিকিট রয়েছে তারা সমস্ত রেলওয়ে স্টেশনে লকার রুম এবং ক্লোক রুমের সুবিধা পাবেন। এখানে আপনি আপনার মূল্যবান জিনিসপত্র প্রায় ১ মাস পর্যন্ত রাখতে পারবেন। তবে এর জন্যে আপনাকে প্রতি ২৪ ঘণ্টায় ৫০ থেকে ১০০ টাকা দিতে হবে।

৪.কোনো ব্যক্তি যদি ট্রেনে ভ্রমণ করার সময় অসুস্থ বোধ করেন অথবা কোনও যাত্রীর মেডিক্যাল এমার্জেন্সি থাকে, তাহলে ট্রেনের মধ্যেই আপনি সাহায্য পাবেন। তবে, এক্ষেত্রে আপনাকে শুধু ট্রেনের আরপিএফ জওয়ানকে জানাতে হবে। এমনকি আপনি চাইলে ১৩৯ নম্বরে ফোন করেও সুবিধা নিতে পারেন। এছাড়াও যদি চিকিৎসক দেখেন ট্রেনে আপনার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সুবিধা নেই তাহলে পরবর্তী স্টেশনে রোগী অনুয়ায়ী পরিষেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।

আরও পড়ুন: বিড়ি প্রেমীদের জন্য খারাপ খবর! পশ্চিমবঙ্গে আর নাও মিলতে বিড়ি

৫.এছাড়াও আর যে সুবিধা আপনি পাবেন তা হল আপনি যদি রাজধানী, দুরন্ত বা শতাব্দীর মতো প্রিমিয়াম ট্রেনে টিকিট বুক করে থাকেন এবং এই ট্রেনটি ২ ঘণ্টার বেশি দেরি করে সেক্ষেত্রে যাত্রীরা IRCTC ক্যান্টিন থেকে বিনামূল্যে খাবার পাবেন। যদি আপনাকে খাবার না দেওয়া হয় তাহলে আপনি ১৩৯ নম্বরে ডায়াল করেও অভিযোগ জানাতে পারেন।

তাহলে, জেনে গেলেন নিশ্চই যে টিকিট কনফার্ম থাকলে যাত্রীরা সিট বুকিংয়ের পাশাপাশি আর কি কি সুবিধা পেতে পারেন। এমন প্রয়োজনীয় খবর জানতে হলে আমাদের পোর্টালে চোখ রাখুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।