Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

DOT Mobile Block: ২৮,৮০০ মোবাইল ব্লক করার নির্দেশ! তালিকায় আপনার ফোন নেই তো? চেক করুন

Advertisements
Advertisements

DOT Mobile Block: ব্লক হয়ে যেতে পারে আপনার ফোন, জানেন কী! টেলিযোগাযোগ বিভাগ টেলিকম অপারেটরদের ২৮,৮০০ মোবাইল ব্লক করার নির্দেশ দিয়েছে। সাথে ফোনগুলির সাথে সংযুক্ত ২ লক্ষ সিম কার্ড পুনরায় যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কেন এই সিদ্ধান্ত জানেন কী?

Advertisements

পরিচয় গোপন করে সিম কার্ড কিনা থেকে শুরু করে ফোন নিয়ে জালিয়াতি এই ধরনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে। আর সাইবার জালিয়াতির মত ঘটনার রুখতেই কোমর বেঁধে নেমেছে সরকার। ইতিমধ্যে বিভিন্ন টেলিকম অপারেটরকে সেই নিয়ম মেনে চলার নির্দেশ দেওয়া হয়েছে। টেলিকমিউনিশন বিভাগ (DoT) স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও রাজ্য পুলিশের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করে। এতে তারা সাইবার অপরাধ ও আর্থিক জালিয়াতিতে টেলিকম অপব্যবহার বন্ধ করতে এই সিদ্ধান্ত নিয়েছে।

আরও পড়ুন: এক লাফে অনেকটা কমে গেল সোনার দাম? সোনা কেনার বিরাট সুযোগ

সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রক এবং রাজ্য পুলিশ একসাথে প্রকাশ করেছে যে ২৮,২০০ টি মোবাইল সাইবার জালিয়াতিতে অপব্যবহার হয়েছে। DoT বিশ্লেষণ করে আরো বলেছে যে এই হ্যান্ডসেট গুলিতে ২০ লক্ষ নম্বর ব্যবহার করা হয়েছে। তাই DoT সারা ভারতে টেলিকম পরিষেবা প্রদানকারীকে ২৮ হাজার ২০০ টি মোবাইল হ্যান্ডসেট ব্লক করতে বলেছে। এর পাশাপাশি ২০ লাখ মোবাইল সংযোগ পুনরায় যাচাই করতে বলা হয়েছে।

সাইবার জালিয়াতি রুখতে DIP: মার্চের শুরুতে কেন্দ্রীয় যোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব একটি ডিজিটাল ইন্টেলিজেন্স প্ল্যাটফর্ম চালু করেছেন। যা বিভিন্ন স্টেকহোল্ডারদের মধ্যে সমন্বয়ের জন্য ব্যবহৃত হয়। এতে সরকার ব্যাঙ্ক ও অনলাইন প্ল্যাটফর্মের মতোন আর্থিক প্রতিষ্ঠান অন্তর্ভূক্ত করা হয়েছে যার উদ্দেশ্য আর্থিক জালিয়াতি ও সাইবার অপরাধে টেলিকম সম্পদের অপব্যবহার রোধ।

আরও পড়ুন: রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার আলাদা করুন বাড়ি বসে, ফ্রি-তে মোবাইল দিয়ে

সিমকার্ড ব্যবহারে আইন: উল্লেখ্য সাইবার জালিয়াতি ও জালিয়াতি কল প্রতিরোধের লক্ষ্যে সিম কার্ডের জন্য নিয়ম জারি করেছে সরকার। সিম কার্ড ইস্যু ও ব্যবহার নিয়েও বেশ কিছু নিয়ম লাঘু করা হয়েছে। সেই অনুযায়ী সমস্ত সিম কার্ড ডিলারদের বাধ্যতামূলক যাচাই-করণের মধ্যে দিয়ে যেতে হয়। সিম বিক্রিকারী ডিলারদের পুলিশ ভেরিফিকেশন ও বায়োমেট্রিক ভেরিফিকেশন করতে হয়, প্রয়োজন হয় রেজিস্ট্রেশনও।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।