Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Gold Price Today: এক লাফে অনেকটা কমে গেল সোনার দাম? সোনা কেনার বিরাট সুযোগ

Advertisements
Advertisements

Gold Price Today: ফের কমলো সোনার দাম! বর্তমানে চলছে বিয়ের মরসুম। আর তা না থাকলেও বাঙালিদের বারো মাসে ১৩ পার্বন লেগেই থাকে। আর তা বাদেও সোনা প্রেমী মানুষদের জন্য আলাদা করে দিনক্ষণ লাগে না। তারা যেদিন ইচ্ছে সেদিনই সোনা কিনে নিতে পারেন। আর সেই জায়গায় দাঁড়িয়ে সোনার দাম কম থাকলে কিছু মন্দ হয়না বৈকি। মূলত ভারতে সোনা ও রুপোর দাম অনেক কিছুর উপর নির্ভর করে।

Advertisements

দেশের টাকা, মার্কিন ডলার, আন্তজাতিক বাজার, দেশের বাজারের পরিস্থিতি দেখে সোনার দাম ঠিক হয়। সোনার যেভাবে ওঠানামা চলে তাতে একেক সময় মাথায় হাত পরে ক্রেতাদের। সেই জায়গায় দাঁড়িয়ে যারা আগামী দিনে কোনো অনুষ্ঠানে উপহার দেওয়ার জন্য সোনা কিনে রাখতে পারেন এখনই। তবে, সপ্তাহের মাঝে এসে কমলো সোনার (Gold) দাম কত কমলো জানেন কি?

২৪ ক্যারেট সোনায় পতন

২৪ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৭২৮১ টাকা। ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭২,৮১০ টাকা। আর ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৭ লক্ষ ২৮ হাজার ১০০ টাকা। দাম কমার হিসেবে বলা যায় যে, একদিকে ২৪ ক্যারেট সোনার ১ গ্রামের ক্ষেত্রে ১০ টাকা দাম কমেছে।

আরও পড়ুন: বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করলেই পাবেন

২২ ক্যারেট সোনায় পতন

২২ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৬৬৭৪ টাকা। ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৬৬,৭৪০ টাকা। আর ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৬লক্ষ ৬৭ হাজার ৪০০ টাকা। এখানেও গতকালের তুলনায় আজকে ২২ ক্যারেট সোনায় ১ গ্রামের ক্ষেত্রে ১০ টাকা দাম কমেছে।

১৮ ক্যারেট সোনায় পতন

১৮ ক্যারেট সোনার ১ গ্রামের দাম ৫৪৬১ টাকা। ১০ গ্রাম ১৮ ক্যারেট সোনার দাম ৫৪, ৬১০ টাকা। আর ১০০ গ্রাম ২৪ ক্যারেট সোনার দাম ৫লক্ষ ৪৬ হাজার ১০০ টাকা। এখানেও গতকালের তুলনায় আজকে ২২ ক্যারেট সোনার ১ গ্রামের ক্ষেত্রে ১০ টাকা দাম কমেছে।

আরও পড়ুন: G-pay দিচ্ছে ৫০,০০০ টাকা লোন, এইভাবে পেয়ে যান এক ক্লিকে

তবে, সোনার দাম কমলেও রুপোর দাম কিন্তু বেড়েছে। যদিও তা সামান্য। সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে, আজকের দিনে দাঁড়িয়ে ১০০ গ্রাম রুপোর দাম ৮৭৩০ টাকা। আর ১ কেজি রুপোর দাম ৮৭,৩০০ টাকা। কালকের তুলনায় আজ ১০ টাকা দাম বেড়েছে রুপোর।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।