Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

SSC Scam Case Update: অযোগ্য ও যোগ্য প্রার্থী কারা? CBI-এর হাতে চলে এল SSC-এর লিস্ট!

Advertisements
Advertisements

SSC Scam Case Update: নিয়োগ দুর্নীতি মামলায় এবার সবচেয়ে বড় পর্দাফাঁস হল! কিছু বছর ধরেই রাজ্য রাজনীতির সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় ছিল ২০১৬ সালের SSC পরীক্ষায় শিক্ষক নিয়োগের বিষয়টি। তবে, সম্প্রতি সেই নিয়েই বড়সড় রায় দিয়েছে হাইকোর্ট। চাকরিপ্রাথী সোমা রায়ের অভিযোগের ভিত্তিতে গোটা বিষয়টি আবার খতিয়ে দেখা হয়েছে। আর তারপরই আসল ঘটনা এসেছে প্রকাশ্যে।

Advertisements

SSC Scam Case Update

কলকাতা উচ্চ আদালতের বিচারপতি বিশ্বজিৎ বসু সিআইডিকে নির্দেশ দিয়েছিল সবকিছু খতিয়ে দেখার। আর তারপর আদালতের নির্দেশে বাতিল হয়েছে ২০১৬ সালের স্কুল সার্ভিসের প্যানেল। বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ সাব্বির রশিদের ডিভিশন বেঞ্চের রায়ে চাকরি হারিয়েছেন প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মী। এমনকি তাদের ১২ শতাংশ সুদের হারে মাইনেও ফেরত দিতে বলা হয়েছে।

আরও পড়ুন: রেশন কার্ডে ফ্যামিলি মেম্বার আলাদা করুন বাড়ি বসে, ফ্রি-তে মোবাইল দিয়ে

বর্তমানে সেই রায় এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন। তবে, এসবের মাঝেই বড় খবর এল প্রকাশ্যে। চাকরি চুরির ইমেল কপি এল সিবিআইয়ের কাছে। যেখানে এসএসসি নায়সাকে মেল পাঠিয়েছিল কাদের কাদের নম্বর বাড়াতে হবে। এমনকি যেসব অযোগ্যরা লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি পেয়েছেন তাদের নামও উঠে এসেছে এই তালিকায়।

আরও পড়ুন: বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করলেই পাবেন

এই মুহূর্তে সিবিআই এর তরফ থেকে পাওয়া সূত্র মারফত জানা যাচ্ছে যে, এসএসসি-র তরফে তিন জনকে ইমেল করা হয়েছিল। আর প্রথমই ইমেল করা হয় নায়েসাকে। নায়সার কর্তা হলেন নিলাদ্রি দাস। এছাড়াও নায়েসার প্রাক্তন কর্তা পঙ্কজ বনশল ও নায়েসার এক কর্মী মুজাম্মিল হোসেনের কাছেও একাধিকবার মেল গিয়েছিল। আর তারপরই তদন্তে নেমে সিবিআইয়ের নজরে আসে মুজাম্মিল হোসেন। তবে, আগামীদিনে এই চাকরির ভবিষ্যত কোনদিকে মোড় নেবে তা বলবে সময়।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।