Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

PM Ujjwala Yojana: বিনামূল্যে রান্নার গ্যাস দিচ্ছে সরকার, এইভাবে আবেদন করলেই পাবেন

Advertisements
Advertisements

PM Ujjwala Yojana: গ্রাহকদের জন্য এল বড়সড় সুখবর! এবার থেকে বিনামূল্যে মিলবে রান্নার গ্যাস। তাও আবার দেবে সরকার। কিন্তু কিভাবে পাবেন তা জানেন কি? আমরা সকলেই জানি যে, BPL তালিকাভুক্ত পরিবারগুলির সুবিধার জন্য প্রধানমন্ত্রী একটি প্রকল্প চালু করেন। যার নাম উজ্জ্বলা যোজনা প্রকল্প। ২০১৬ সাল থেকে কেন্দ্রীয় সরকার এই প্রকল্প চালু করেছে। আর তারপর থেকেই সুবিধা পেয়ে আসছেন দরিদ্রসীমায় বসবাসকারী লোকেরা। তবে, সম্প্রতি সেই নিয়েই বড়সড় ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার।

Advertisements

কিন্তু কি ঘোষণা করেছে তা জানেন কি? চলুন সবিস্তারে জেনে নেওয়া যাক।

এই প্রকল্প আসলে কি?

মূলত এই উজ্জ্বলা যোজনা প্রকল্পর আওতায় দেশের একটি বড় অংশের মহিলারা বিনামূল্যে গ্যাস সিলিন্ডারের সুবিধা পান। মহিলারা যাতে খুবই সহজে ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় রান্না করতে পারেন সেই কারণেই এই সুবিধা দেওয়া হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে দরিদ্র সীমার নীচে বসবাস কারী লোকেরা ওভেনের সুবিধা ছাড়াও বছরে ১২টি সিলিন্ডারের ভর্তুকি পান। আর এই ১২টি সিলিন্ডারে ২০০ টাকা করে ভর্তুকি দেওয়া হয়।

এমনকি আগস্ট মাসে উজ্জ্বলা ২.০ চালু করা হয়। তারফলে গ্রাহকরা ১৬০০টাকা করে আর্থিক সহায়তা পান। তবে, সম্প্রতি সেই নিয়েই বড়সড় আপডেট দিল কেন্দ্রীয় সরকার। জানা গিয়েছে যে, এবার এই প্রকল্পের মেয়াদ আরও একবছর বৃদ্ধি পেতে চলেছে।

আরও পড়ুন: হাসপাতালে আয়ুষ্মান প্রকল্পের সুবিধা দিচ্ছে না? এই নম্বরে ফোন লাগান

উজ্জ্বলা যোজনা প্রকল্পের জন্য কি যোগ্যতা লাগে?

  1. আবেদনকারীর বয়স ১৮ বছরের বেশি হতে হবে।
  2. ওই পরিবারকে BPL তালিকাভুক্ত হতে হবে।
  3. ওই পরিবারে যার নামে LPG সংযোগ থাকবে সেই এই প্রকল্পের সুবিধা পাবেন।

উজ্জ্বলা যোজনা প্রকল্পের আবেদনের জন্য কি কি নথি লাগবে?

পৌরসভার চেয়ারম্যান বা পঞ্চায়েত প্রধান কর্তৃক অনুমোদিত BPL শংসাপত্র, রেশন কার্ড, ভোটার কার্ড অথবা আধার কার্ড, পাসপোর্ট সাইজের ছবি।

আরও পড়ুন: প্রতি মাসে মিলবে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ! আজই আবেদন করুন এই যোজনায়

কিভাবে আবেদন করবেন? (How To Apply For Pradhan Mantri Ujjwala Yojana)

  1. প্রথমেই আবেদনকারীকে প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার ওয়েবসাইটে (www.pmuy.gov.in) অথবা দেশের যেকোনো এলপিজি আউটলেটে গিয়ে ফর্ম ফিলাপ করতে হবে।
  2. আর তারজন্য আবেদনকারীর নাম, বয়স, আধার কার্ডের নম্বর, ব্যাঙ্ক একাউন্টের বিবরণ সহ যাবতীয় তথ্য দিতে হবে।
  3. এরপর এলপিজি আউটলেটে সেই ফর্ম জমা দিয়ে দিলেই আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে।
About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।