Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

PM Surya Ghar Yojana: প্রতি মাসে মিলবে ৩০০ ইউনিট বিনামূল্যে বিদ্যুৎ! আজই আবেদন করুন এই যোজনায়

Advertisements
Advertisements

PM Surya Ghar Yojana: বিনামূল্যে বিদ্যুৎ! প্রতি মাসে 300 ইউনিট বিদ্যুৎ সম্পূর্ণ বিনামূল্যে পাবেন ভারতের এক কোটি পরিবার। কয়েক মাস আগে এমনই ঘোষণা করেছেন নির্মলা সীতারামন। চলতি বছর অন্তর্বর্তী বাজেটে কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান বাড়ির ছাদের সোলার প্যানেল লাগিয়ে এক কোটি পরিবারকে প্রতিমাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ করা হবে।

Advertisements

ভারতের জনগণের প্রয়োজনের জন্য এতদিন ধরে বহু প্রকল্প সামনে এনেছে মোদি সরকার। তার মধ্যে নয়া সংযোজন বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহ। এরজন্য চলতি বছরে কেন্দ্র সরকার চালু করেছেন “প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা“(PM Surya Ghar Yojana) নামে একটি নয়া প্রকল্প। যার অন্যতম প্রধান উদ্দেশ্য সৌর শক্তির ব্যবহার বাড়িয়ে বাড়ির বিদ্যুতের বিল কমানো। প্রধানমন্ত্রী জানান এই প্রকল্পে দেশের প্রায় এক কোটি মানুষ উপকৃত হবেন। তারা প্রতি মাসে বিনামূল্যে ৩০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ পাবেন। বিনামূল্য বিদ্যুৎ পেতে কী করতে হবে চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত।

এই প্রকল্পে কী লাভ হবে?

এই প্রকল্পের লক্ষ্য দেশের মানুষের বিদ্যুৎ খরচ বাঁচানো। এর ফলে প্রায় ১৮ হাজার টাকা করে বাঁচবে উপভোক্তাদের।

আরও পড়ুন: ATM কার্ড নেই তাতে কি? এইভাবে ATM থেকে টাকা তুলুন আধার কার্ড দিয়ে

সোলার প্যানেল বসাতে কত টাকা ভর্তুকি দেওয়া হবে?

এই প্রকল্পের সুবিধা পেতে হলে ওই পরিবারগুলিকে সোলার প্ল্যান বসাতে হবে। এইজন্য কেন্দ্রের তরফ থেকে দেওয়া হবে ভর্তুকি। তথ্য অনুযায়ী প্রতিটি পরিবারের জন্য দুই কিলোওয়াট পর্যন্ত সোলার প্ল্যান্টের খরচের ৬০ শতাংশ ভর্তুকি দেওয়া হবে। আর কেউ যদি তিন কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করতে চান তাহলে অতিরিক্ত এক কিলোওয়াট প্ল্যান্টের ৪০ শতাংশ ভর্তুকি পাওয়া যাবে।

PM Surya Ghar Yojana: হিসেব কী বলছে?

হিসাব অনুযায়ী একটি তিন কিলোওয়াট প্ল্যান্ট স্থাপন করতে দেড় লাখ টাকা খরচ হবে‌। এরমধ্যে ৭৮ হাজার টাকা ভর্তুকি হিসাবে দেবে সরকার। বাকি ৬৭ হাজার টাকা দেওয়া হবে ব্যাংক ঋণ হিসাবে।

আরও পড়ুন: রেলে গ্রুপ ডি পদে ১.৫ লক্ষ কর্মী নিয়োগ, মাধ্যমিক পাশে আবেদন করুন

এই প্রকল্পের সুবিধা নিতে কী শর্ত পূরণ করতে হবে?

  1. অবশ্যই সেই ব্যক্তিকে ভারতীয় নাগরিক হতে হবে।
  2. সৌর প্যানেল স্থাপন করার জন্য উপযোগী ছাদ থাকতে হবে।
  3. ওই পরিবারকে একটি বাড়ির মালিক হতে হবে।
  4. সেই পরিবারে একটি বৈধ বিদ্যুৎ সংযোগ থাকতে হবে।
  5. ওই প্যানেল বসানোর সুবিধা পাবেন পরিবারের একজনই অর্থাৎ একজনই ভর্তুকি পাবেন।

এই প্রকল্পের সুবিধা পেতে কোথায় আবেদন করবেন?

https://pmsuryaghar .gov.in এই ওয়েবসাইটে গিয়ে রাজ্য, বিদ্যুৎ সংস্থার নাম, গ্রাহক নম্বর ইত্যাদি দিয়ে সোলার প্যানেল বসানোর জন্য আবেদন করতে হবে। বিস্তারিত জানতে অবশ্যই ওয়েবসাইটটি দেখুন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।