Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

ATM কার্ড নেই তাতে কি? এইভাবে ATM থেকে টাকা তুলুন আধার কার্ড দিয়ে

Advertisements
Advertisements

নেই পিন মনে রাখার ঝামেলা সহ ওটিপির লেনদেন! ATM কার্ড অতীত। এইভাবে আধার কার্ড দিয়ে ATM থেকে টাকা তুলুন নিমেষেই। কিন্তু কিভাবে জানেন কি? বর্তমান সময়ে দাঁড়িয়ে এটিএম কার্ডের প্রয়োজনীয়তার কথা আশাকরি নতুন করে বলার কিছু নেই। যখন তখন দরকারে এটিএম কার্ড থেকে নিমেষেই টাকা তুলে নেওয়া যায়। তবে, একদিকে এটিএম কার্ডে যেমন অনেক সুবিধা পাওয়া যায় তেমনই আবার এই এটিএম কার্ড ব্যবহারের কিছু অসুবিধাও রয়েছে।

Advertisements

বিশেষ করে এটিএম কার্ড জালিয়াতির খবর বেশি শোনা যায়। এমনকি জাল নোট থেকে শুরু করে ছেঁড়া ফাটা নোট সবকিছু নিয়েই সমস্যায় পড়তে হয়। ইউপিআই চালু হওয়ার পর থেকে লেনদেন সহজ হলেও এই ইউপিআই মারফত অন্যত্র টাকা পাঠানো যায়না। অনেকক্ষেত্রে এটা বড় সমস্যা হয়ে দেখা দেয়। তবে, এই সমস্যার সমাধান কি জানেন? সেটা হল আধার এনেবেলড পেমেন্ট সিস্টেম বা এইপিএস।

আরও পড়ুন: আবেদন করুন মোদির এই প্রকল্পে, পাবেন ৫ লক্ষ টাকার সুবিধা!

এই আধার এনেবেলড পেমেন্ট সিস্টেমের মারফত গ্রাহকরা টাকা তোলা থেকে শুরু করে, ব্যালেন্স চেক করা সহ আধার টু আধার টাকা পাঠানো সবই করতে পারবেন। তবে, এরজন্য কিন্তু কোনোভাবেই গ্রাহকদের ব্যাঙ্কে যাওয়ার প্রয়োজন নেই। শুধুমাত্র আধার নম্বর ও বায়োমেট্রিক থাকলেই হবে। আঙুলের ছাপ দিয়েই যেকেউ লেনদেন করে নিতে পারবেন। তবে, কে এই সিস্টেমটি চালু করেছেন তা জানেন কি?

সম্প্রতি ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া এই সিস্টেমটি চালু করেছেন। আপনি জানলে অবাক হবেন যে, এই বিষয়টি মোবাইল ডিভাইসের মাধ্যমেও করা যায়। এমনকি এটি নিরাপদও বটে। কেননা, এই লেনদেনের ক্ষেত্রে ব্যাঙ্কের কোনোরকম বিবরণ লাগে না। যেসব গ্রাহকদের আধার নম্বর ব্যাঙ্ক একাউন্টের সঙ্গে যুক্ত আছে তারই কেবলমাত্র এই সুবিধা পাবেন। আপনি চাইলে একটি আধার নম্বর দিয়ে একাধিক ব্যাঙ্ক একাউন্ট যুক্ত করতে পারবেন।

আরও পড়ুন: HS-এর পর কোন কোর্স করলে সরকারি চাকরি পাওয়া সহজ? জেনে নাও

তবে, এক্ষেত্রে অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে, এটি ব্যবহারের উপায় কি? তাহলে আপনাদের জানিয়ে রাখি যে, যদি আধারের (Aadhaar) সঙ্গে ব্যাঙ্ক একাউন্ট লিঙ্ক করা থাকে তাহলে আলাদা করে কিছু করার দরকার নেই। আর সেটি যদি না থাকে তাহলে ব্যাঙ্কের লোককে বাড়িতে ডেকে এনে অথবা মিনি এটিএমে আধার নম্বর দিয়ে বা আঙুলের ছাপ দিয়ে লেনদেন করতে পারেন।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।