Home

Home

Follow Google News

Follow Now

Join Whatsapp

Join

Share The Content

Share

Telegram Channel
প্রথম পাতা চাকরির খবর ট্রেন্ডিং নিউজ রেজাল্ট সরকারি প্রকল্প স্কলারশিপ

Corona Vaccine Side Effect: করোনার ভ্যাকসিন বাড়াচ্ছে মৃত্যুর আশঙ্কা! ভয়ঙ্কর রোগ দেখা দিচ্ছে!

Advertisements
Advertisements

Corona Vaccine Side Effect: সালটা ছিল ২০২০। চারিদিকে তখন করোনা নামক মহামারীর তান্ডব চলছে। দোকানঘাট থেকে শুরু করে স্কুল, কলেজ, অফিস, আদালত সবতেই তখন চলছে পুরোদমে লোকডাউন। চারিদিকে যেন মৃত্যুর খেলা চলছে। কাছের মানুষও তখন যেন বহু দূরের। কি অদ্ভুতই না এক পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। সেই সময় মানুষ এসব শখ-শৌখিনতা ভুলে গিয়ে কেবলমাত্র শুধু পরিবার-পরিজন নিয়ে বাঁচতে চেয়েছিল।

Advertisements

আর সেইসময় দাঁড়িয়ে করোনা থেকে মানুষজনকে বাঁচাতে টিকা দেওয়াও হয়েছে। অক্সফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা মিলে এই কোভিড প্রতিরোধের টিকা তৈরি করেছিল। বর্তমানে আমরা সেই ভয়ঙ্কর কালো দিন পেরিয়ে এসেছি। তবে, সত্যি কি আর ভয়ের কিছু নেই? কিন্তু সম্প্রতি যে খবরটি প্রকাশ্যে এসেছে তা শুনে খানিকটা উদ্বিগ্ন হওয়ার মতোনই কথা। যদিও বিষয়টি নিয়ে প্রথম থেকেই খটকা ছিল আর এবার তাতে পুরোপুরি ভাবে শিলমোহর পড়লো।

জানা যাচ্ছে যে, কোভিড-১৯ টিকা প্রস্তুতকারী ব্রিটেনের সংস্থা AstraZeneca তাদের তৈরি টিকা নিলে পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে সেকথা স্বীকার করেছেন। আর এটাকে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় বলা হয় Thrombosis with Thrombocytopenia Syndrome (TTS)। তাদের তৈরি এই কোভিড টিকা নিলে গুরুতর পার্শ্বপ্রতিক্রিয়ার পাশাপাশি মৃত্যুর মতো বড় ঘটানাও ঘটতে পারে। ইতিমধ্যে যা নিয়ে মামলাও হয়েছে।

আরও পড়ুন: ৮২৯ টাকার রানার গ্যাসে ১০০ টাকার ছাড়! আপনি কীভাবে পাবেন? জানুন

করোনাকালে বহু মানুষই ‛Covishield’ নামের টিকা নিয়েছেন। যা অক্সফোর্ট বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তৈরি করার পর ভারতের Serum Institute of India সেটিকে তৈরি করেন। আর এখন সেই টিকাতেই মানুষের জীবনের বিপন্ন হওয়ার সংকেত মিললো। এই Thrombocytopenia Syndrome-এই রোগটি একটি বিরল রোগ। এই রোগের ফলে শরীরে যেখানে রক্ত জমাট বাঁধেনা সেখানেও রক্ত জমাট বেঁধে যায়। এমনকি রক্তের প্লেটরেট অস্বাভাবিক হারে কমে যায়।

তবে, এই রোগটিকে বিজ্ঞানীরা দুটি ভাগে বিভক্ত করেছেন। একটি হল Tier-1 আর অন্যটি Tier-2। তবে, Tier-2 এর চেয়ে Tier-1 সবচেয়ে বেশি ক্ষতিকারক। Tier-1 এর ক্ষেত্রে মস্তিস্ক, পেট, ফুসফুসে রক্ত জমাট বাঁধার পাশাপাশি প্রতি মাইক্রোলিটারে প্লেটরেট ১ লক্ষ ৫০ হাজারের নীচে নেমে আসে। এমনকি অল্পবয়সীদের ক্ষেত্রে এই রোগের প্রকোপে পড়ার সম্ভাবনা বেশি। এই রোগ নির্ধারনের ক্ষেত্রে Positive Anti-PF4 ELISA পরীক্ষার প্রয়োজন পরে

আরও পড়ুন: এক বাড়িতে ভাড়াটিয়ারা কত বছর থাকলে মালিক হয়ে যায়? অনেকেই জানেন না

ওদিকে Tier 2 এর ক্ষেত্রে ফুসফুসে এমনকি পায়ে রক্ত জমাট বাঁধে। আর এই রোগ নির্ধারনের ক্ষেত্রে Positive Anti-PF4 ELISA পরীক্ষার প্রয়োজন পরে। এই Thrombocytopenia Syndrome রোগটির কারণে শরীরে কিছু কিছু উপসর্গ দেখা গিয়েছে। আর সেগুলি হল মাথার যন্ত্রণা, পেটের যন্ত্রণা, পা ফুলে যাওয়া, শ্বাসকষ্ট, চিন্তা-ভাবনা গুলিয়ে যাওয়া এমনকি মস্তিষ্কে খাটানোর ক্ষেত্রে প্রতিবন্ধকতার অনুভূতির দেখা মিলছে।

আর তাইতো টিকা নেওয়ার পর যদি কোনোভাবে এগুলির মধ্যে কোন এক ধরনের উপসর্গ দেখা দেয় তাহলে অতি অবশ্যই ডাক্তারের কাছে পরামর্শ নেওয়া উচিত। প্রসঙ্গত, ২০০ কোটি মানুষের মধ্যে ১৬০ কোটি মানুষ Covishield টিকা নিয়েছেন। যদিও টিকা নেওয়ার পর সপ্তাহ দুয়েকের মধ্যেই এসব উপসর্গের দেখা মেলে। ভারতীয়দের ক্ষেত্রে টিকা নেওয়ার পর ২ বছর হয়ে গিয়েছে। সেক্ষেত্রে ভারতীয়দের ক্ষেত্রে চিন্তা হওয়ার কথা নয়। তবে, এখনও পর্যন্ত AstraZeneca এর বিরুদ্ধে ৫১টিরও বেশি মামলা রয়েছে।

About Author
Riya Saha
Riya Saha

আমি রিয়া সাহা। গত পাঁচ বছর ধরে বিনোদন, লাইফ স্টাইল ও অ্যাস্ট্রো-সহ নানা বিভাগে কন্টেন্ট রাইটিং কাজের সঙ্গে আমি যুক্ত। লেখালেখির পাশাপাশি পড়াশোনার শখ আমার বরাবরই রয়েছে। প্রবন্ধের পাশাপাশি যে কোনও জেনারেল নিউজ লেখাতেও পারদর্শী। পাঠকদের সামনে তাঁদের জন্য প্রয়োজনীয় ও গরুত্বপূর্ণ তথ্য তুলে ধরাই আমার কাজ।